ETV Bharat / state

'শ্যুট অ্যাট সাইটের অর্ডার দিন! একদিনে শান্ত হয়ে যাবে', মুর্শিদাবাদ প্রসঙ্গে নিদান অর্জুনের - MURSHIDABAD VIOLENCE

মুর্শিদাবাদে অশান্তি নিয়ন্ত্রণে দেখলেই গুলি চালানোর অর্ডার প্রয়োজন বলে মনে করছেন বিজেপি নেতা অর্জুন সিং ৷ বামপন্থীদেরও তিনি তুলোধনা করেছেন ৷

BJP Leader Arjun Singh
বিজেপি নেতা অর্জুন সিং (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 13, 2025 at 8:53 PM IST

2 Min Read

ব‍্যারাকপুর, 13 এপ্রিল: দেখলেই গুলি চালানোর নির্দেশ দিলে একদিনে শান্ত হয়ে যাবে মুর্শিদাবাদ ৷ ওয়াকফ-অশান্তি প্রসঙ্গে রবিবার এই নিদান দিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ৷ গত এক সপ্তাহ ধরে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা ৷ চলছে লুটপাট ৷ গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা ৷ মৃত্যু হয়েছে 3 জনের ৷

মুর্শিদাবাদ জেলার পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ব‍্যারাকপুরের এই 'বাহুবলি' নেতা ৷ অর্জুনের কথায়, "মুর্শিদাবাদের সর্বনাশ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ন'টি সীমান্তবর্তী এলাকায় আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে ৷ তাই, আমি রাজ‍্যের সনাতনীদের বলব, মুর্শিদাবাদ জেলার আক্রান্তদের পাশে দাঁড়ান ৷ নইলে আক্রমণ আরও বাড়বে ৷" তিনি জানান, মুর্শিদাবাদ ছাড়া নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদার কিছু অংশে হিংসার ঘটনা ঘটছে ৷

মুর্শিদাবাদের অশান্তি নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং (ইটিভি ভারত)

প্রাক্তন সাংসদ বলেন, "পুরো সীমান্তবর্তী এলাকাটাই তছনছ করে দিয়েছে ৷ বুঝতে পারছি না, বিএসএফ কি হাতে চুড়ি পরেছে ? লাঠি দিয়ে ছাদের উপর থেকে পাথর নামাচ্ছে ৷ পিটিয়ে মজুত পাথর নামাতে হবে ছাদ থেকে ৷ মানুষকে রক্ষা করার জন্য তাদের সেখানে পাঠানো হয়েছে ৷ সেটা সঠিকভাবে পালন করা দরকার ৷"

এই পরিস্থিতিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, "রাজ্যপালের ভূমিকা আমি কিছুই দেখতে পাচ্ছি না ৷ বিরোধী দলনেতা কোর্টে গিয়েছিলেন ৷ হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে ৷ হাইকোর্টকে ধন‍্যবাদ জানাই ৷" বিজেপি নেতার দাবি আরও কড়া নির্দেশ দরকার ৷ তিনি বলেন, "যে উপদ্রব করবে, শ্যুট অ্যাট সাইটের অর্ডার দিন ! একদিন লাগবে, সব শান্ত হয়ে যাবে ৷"

মুর্শিদাবাদের অশান্তিতে রেলের সম্পত্তিও নষ্ট হয়েছে ৷ এই বিষয়ে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বাহুবলী নেতা বলেন, "রেল কেন শ্যুট অ্যাট সাইটের অর্ডার দিচ্ছে না ৷ রেলের সম্পত্তিও তো নষ্ট হয়েছে ৷ আমরা ছোটবেলায় দেখেছি, কাঁকিনাড়ায় রেলের সম্পত্তি ধ্বংস করতে এলে তাকে দেখলেই গুলি করে দিত ৷ তাহলে এখন কেন করছে না ?"

এই ঘটনায় অর্জুন সিং বামেদেরও তুলোধনা করেন ৷ বিজেপি নেতা বলেন, "গতকাল যাঁর মৃত্যু হয়েছে, তিনি বামপন্থী হিন্দু ৷ তাই বাংলা থেকে সবার আগে বামপন্থীদের তাড়ানো দরকার ৷ এরাই শেষে 'নো ভোট টু বিজেপি' করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতাই রেখে দেবে ৷"

ব‍্যারাকপুর, 13 এপ্রিল: দেখলেই গুলি চালানোর নির্দেশ দিলে একদিনে শান্ত হয়ে যাবে মুর্শিদাবাদ ৷ ওয়াকফ-অশান্তি প্রসঙ্গে রবিবার এই নিদান দিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ৷ গত এক সপ্তাহ ধরে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা ৷ চলছে লুটপাট ৷ গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা ৷ মৃত্যু হয়েছে 3 জনের ৷

মুর্শিদাবাদ জেলার পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ব‍্যারাকপুরের এই 'বাহুবলি' নেতা ৷ অর্জুনের কথায়, "মুর্শিদাবাদের সর্বনাশ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ন'টি সীমান্তবর্তী এলাকায় আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে ৷ তাই, আমি রাজ‍্যের সনাতনীদের বলব, মুর্শিদাবাদ জেলার আক্রান্তদের পাশে দাঁড়ান ৷ নইলে আক্রমণ আরও বাড়বে ৷" তিনি জানান, মুর্শিদাবাদ ছাড়া নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদার কিছু অংশে হিংসার ঘটনা ঘটছে ৷

মুর্শিদাবাদের অশান্তি নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং (ইটিভি ভারত)

প্রাক্তন সাংসদ বলেন, "পুরো সীমান্তবর্তী এলাকাটাই তছনছ করে দিয়েছে ৷ বুঝতে পারছি না, বিএসএফ কি হাতে চুড়ি পরেছে ? লাঠি দিয়ে ছাদের উপর থেকে পাথর নামাচ্ছে ৷ পিটিয়ে মজুত পাথর নামাতে হবে ছাদ থেকে ৷ মানুষকে রক্ষা করার জন্য তাদের সেখানে পাঠানো হয়েছে ৷ সেটা সঠিকভাবে পালন করা দরকার ৷"

এই পরিস্থিতিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, "রাজ্যপালের ভূমিকা আমি কিছুই দেখতে পাচ্ছি না ৷ বিরোধী দলনেতা কোর্টে গিয়েছিলেন ৷ হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে ৷ হাইকোর্টকে ধন‍্যবাদ জানাই ৷" বিজেপি নেতার দাবি আরও কড়া নির্দেশ দরকার ৷ তিনি বলেন, "যে উপদ্রব করবে, শ্যুট অ্যাট সাইটের অর্ডার দিন ! একদিন লাগবে, সব শান্ত হয়ে যাবে ৷"

মুর্শিদাবাদের অশান্তিতে রেলের সম্পত্তিও নষ্ট হয়েছে ৷ এই বিষয়ে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বাহুবলী নেতা বলেন, "রেল কেন শ্যুট অ্যাট সাইটের অর্ডার দিচ্ছে না ৷ রেলের সম্পত্তিও তো নষ্ট হয়েছে ৷ আমরা ছোটবেলায় দেখেছি, কাঁকিনাড়ায় রেলের সম্পত্তি ধ্বংস করতে এলে তাকে দেখলেই গুলি করে দিত ৷ তাহলে এখন কেন করছে না ?"

এই ঘটনায় অর্জুন সিং বামেদেরও তুলোধনা করেন ৷ বিজেপি নেতা বলেন, "গতকাল যাঁর মৃত্যু হয়েছে, তিনি বামপন্থী হিন্দু ৷ তাই বাংলা থেকে সবার আগে বামপন্থীদের তাড়ানো দরকার ৷ এরাই শেষে 'নো ভোট টু বিজেপি' করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতাই রেখে দেবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.