ETV Bharat / state

পুজোর আগেই রাঙাপানি স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ, ঘুরপথে চলবে একাধিক ট্রেন - Trains Diverted

Interlocking Work in Rangapani Station: পুজোর আগেই ইন্টারলকিংয়ের কাজ শুরু রাঙাপানি স্টেশনে ৷ দুর্ঘটনা এড়াতে সিগনালিং সিস্টেম ঠিক করতে চাইছে উত্তর-পূর্ব রেল ৷ সেকারণে আগামী সপ্তাহে উত্তরবঙ্গ যাওয়ার একাধিক ট্রেনের পথ পরিবর্তন করা হচ্ছে ৷ দেখেন নিন কোন কোন ট্রেনের রুট পরিবর্তন হচ্ছে ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2024, 8:30 AM IST

Interlocking Work in Rangapani Station
রাঙাপানিতে ইন্টারলকিংয়ের কাজ (ইটিভি ভারত)

কলকাতা, 23 সেপ্টেম্বর: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর রেলের একাধিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ ইতিমধ্যেই, সেই সমস্ত গাফিলতিতে কাজ করা শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ এবার সিগনালিং সিস্টেম ঠিক করতে রাঙাপানি স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব রেলওয়ে ৷

জানা গিয়েছে, গত 16 সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়ে গিয়েছে ৷ কাজ চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত ৷ আর সেই কাজের জন্য় উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের পথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ পুজোর আবহে উত্তরবঙ্গে বেড়াতে যান বহু পর্যটক ৷ ফলে এই পরিবর্তনে খানিক সমস্যায় পড়তে হতে পারে তাঁদের ৷

ঘুরপথে চলবে কোন কোন ট্রেন ? দেখে নিন...

উত্তর-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, 16 থেকে 29 তারিখ অবধি সমস্ত ট্রেন আলুবাড়ি রোড –শিলিগুড়ি জংশন -নিউ জলপাইগুড়ি হয়ে চলবে ৷

  • 24 থেকে 26 তারিখ পর্যন্ত নয়া রুটে চলবে 12377 শিয়ালদা – নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
  • 29 তারিখ পথ পরিবর্তিত হয়েছে 13173 শিয়ালদা –আগরতলা-সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের
  • 28 তারিখ পথ পরিবর্তিত হয়েছে 15643 পুরী–কামাখ্যা এক্সপ্রেসের
  • 27 তারিখ পরিবর্তিত পথে চলবে 12509 বেঙ্গালুরু–গুয়াহাটি এক্সপ্রেস
  • 28 তারিখ পথ পরিবর্তন হয়েছে 13141 শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস
  • 28 তারিখ পথ পরিবর্তন হয়েছে 13147 শিয়ালদা–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের
  • 26 তারিখ ঘুরপথে চলবে 15644 কামাখ্যা–পুরী এক্সপ্রেস
  • 26 তারিখ পরিবর্তিত পথে চলবে 05952 নিউ তিনসুখিয়া – বেঙ্গালুরু স্পেশাল
  • 25 ও 27 তারিখ ঘুরপথে চলবে 12364 হলদিবাড়ি–কলকাতা এক্সপ্রেস
  • 28 তারিখ ঘুরপথে চলবে দিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস
  • 28 তারিখ পথ পরিবর্তন করা হয়েছে 15626 আগরতলা–দেওঘর এক্সপ্রেসেরি
  • 29 তারিখ পথ পরিবর্তন করা হয়েছে 13142 নিউ আলিপুরদুয়ার–শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেসের
  • 29 তারিখ পথ পরিবর্তন করা হয়েছে 13148 বামনহাট – শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেসের
  • 29 তারিখ ঘুরপথে চলবে 12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল
  • 29 তারিখ ঘুরপথে চলবে 12346 গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
  • 29 তারিখ নির্ধারিত পথ পরিবর্তন করে আলুবাড়ি রোড–শিলিগুড়ি জংশন-নিউ জলপাইগুড়ি হয়ে চলবে 12378 নিউ আলিপুরদুয়ার–শিয়ালদা পদাতিক এক্সপ্রেস

কলকাতা, 23 সেপ্টেম্বর: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর রেলের একাধিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ ইতিমধ্যেই, সেই সমস্ত গাফিলতিতে কাজ করা শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ এবার সিগনালিং সিস্টেম ঠিক করতে রাঙাপানি স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব রেলওয়ে ৷

জানা গিয়েছে, গত 16 সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়ে গিয়েছে ৷ কাজ চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত ৷ আর সেই কাজের জন্য় উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের পথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ পুজোর আবহে উত্তরবঙ্গে বেড়াতে যান বহু পর্যটক ৷ ফলে এই পরিবর্তনে খানিক সমস্যায় পড়তে হতে পারে তাঁদের ৷

ঘুরপথে চলবে কোন কোন ট্রেন ? দেখে নিন...

উত্তর-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, 16 থেকে 29 তারিখ অবধি সমস্ত ট্রেন আলুবাড়ি রোড –শিলিগুড়ি জংশন -নিউ জলপাইগুড়ি হয়ে চলবে ৷

  • 24 থেকে 26 তারিখ পর্যন্ত নয়া রুটে চলবে 12377 শিয়ালদা – নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
  • 29 তারিখ পথ পরিবর্তিত হয়েছে 13173 শিয়ালদা –আগরতলা-সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের
  • 28 তারিখ পথ পরিবর্তিত হয়েছে 15643 পুরী–কামাখ্যা এক্সপ্রেসের
  • 27 তারিখ পরিবর্তিত পথে চলবে 12509 বেঙ্গালুরু–গুয়াহাটি এক্সপ্রেস
  • 28 তারিখ পথ পরিবর্তন হয়েছে 13141 শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস
  • 28 তারিখ পথ পরিবর্তন হয়েছে 13147 শিয়ালদা–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের
  • 26 তারিখ ঘুরপথে চলবে 15644 কামাখ্যা–পুরী এক্সপ্রেস
  • 26 তারিখ পরিবর্তিত পথে চলবে 05952 নিউ তিনসুখিয়া – বেঙ্গালুরু স্পেশাল
  • 25 ও 27 তারিখ ঘুরপথে চলবে 12364 হলদিবাড়ি–কলকাতা এক্সপ্রেস
  • 28 তারিখ ঘুরপথে চলবে দিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস
  • 28 তারিখ পথ পরিবর্তন করা হয়েছে 15626 আগরতলা–দেওঘর এক্সপ্রেসেরি
  • 29 তারিখ পথ পরিবর্তন করা হয়েছে 13142 নিউ আলিপুরদুয়ার–শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেসের
  • 29 তারিখ পথ পরিবর্তন করা হয়েছে 13148 বামনহাট – শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেসের
  • 29 তারিখ ঘুরপথে চলবে 12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল
  • 29 তারিখ ঘুরপথে চলবে 12346 গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
  • 29 তারিখ নির্ধারিত পথ পরিবর্তন করে আলুবাড়ি রোড–শিলিগুড়ি জংশন-নিউ জলপাইগুড়ি হয়ে চলবে 12378 নিউ আলিপুরদুয়ার–শিয়ালদা পদাতিক এক্সপ্রেস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.