কলকাতা, 18 মার্চ: সকাল থেকেই আকাশের ছিল মুখভার । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহর কলকাতা-সহ বিভিন্ন জেলার শুরু হয় বৃষ্টি ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে ছিল আলিপুর আবহাওয়া দফতর ৷
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বাতাসে প্রবেশ করছে। ফলে চৈত্রের শুরু থেকেই বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে । ওড়িশা থেকে সিকিম পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে । যেটি ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের উপর রয়েছে । আরেকটি অক্ষরেখা পশ্চিমে মারাঠাওয়াড়া থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত । এর ফলে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি মঙ্গলবার হুগলি, হাওড়া, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
দক্ষিণের বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগে জানানো হয়েছিল ৷ তাই হাওয়া অফিসসূত্রে কমলা সতর্কতা জারি করেছে । 20 মার্চ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আবহাওয়া দফতরের পক্ষ থেকে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । বৃহস্পতিবার, 21 মার্চ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ কিছুকিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে দমকা হাওয়া বইবে । বৃষ্টি হলেও দিন এবং রাতের তাপমাত্রা 3-5 ডিগ্রি বাড়বে ।
দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের আবাহওয়া শুষ্ক থাকবে । দিন এবং রাতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বাড়তে পারে । রবিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 3.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে সামান্য নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 92 শতাংশ । আজ সোমবার দিনেরবেলা আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুত-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।
আরও পড়ুন: