কলকাতা, 12 ফেব্রুয়ারি: শীতের লেশমাত্র নেই ৷ দক্ষিণবঙ্গে তাপমাত্রা এখন অনেকটা উপরের দিকে ৷ দিনে রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে ৷ সূর্য ডোবার পরে হালকা ঠান্ডার অনুভূতি হলেও গরম জামার প্রয়োজন ফুরিয়েছে ৷ আজ, বুধবার ভোরের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার হবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 22 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ৷
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা প্রায় এরকমই থাকবে অর্থাৎ স্বাভাবিকের কিছুটা উপরে ৷ শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ৷ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস হতে পারে ৷ জেলায় শীতের আমেজ ফিরলেও শহরে কার্যত শীত উধাও ৷ কেন আবহাওয়ার এই খামখেয়ালিপনা ? এর জন্য দায়ী উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব ৷ আগামী দু'দিন রাজ্যে ঢুকবে জলীয় বাষ্প ৷ এর ফলে কুয়াশার সম্ভাবনা বাড়বে ৷
এদিন উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামী দু'দিন বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায় ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা আছে ৷
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে ৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা ৷ দৃশ্যমানতা বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় 200 মিটারের নীচে থাকবে ৷ আগামিকাল, বৃহস্পতিবারেও দু-তিনটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে ৷
মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়া, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4.8 ডিগ্রি বেড়ে 22.5 ডিগ্রি ছিল ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 90 শতাংশ এবং সর্বনিম্ন 43 শতাংশ ৷