ETV Bharat / state

চার জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা, দক্ষিণের আঁচে পুড়বে এবার উত্তরবঙ্গও - Bengal Weather Forecast

West Bengal Weather Update: দক্ষিণ থেকে উত্তর, রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ আজ আংশিক মেঘলা থাকলেও পরে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 7:19 AM IST

Updated : Apr 24, 2024, 9:28 AM IST

Heatwave alert in West Bengal
বঙ্গজুড়ে তাপপ্রবাহের সতর্কতা
রাজ্যের তাপপ্রবাহ নিয়ে বললেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 24 এপ্রিল: আইপিএলের ভরা মরশুমে তীব্র গরম লম্বা ইনিংস খেলার মেজাজে ৷ কোথায় এর শেষ, কবে ধারাস্নানে ঠান্ডা হবে ধরণী- এইসব প্রশ্নে হাওয়া অফিস নেতিবাচক ৷ গত দু'দিন গরম একটু কমলেও বুধ থেকে ফের তাপপ্রবাহের শঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে ৷ স্বস্তি নেই উত্তরবঙ্গেও ৷ সেখানেও তাপপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস ৷

তাপপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পূর্বাভাস বলছে, "বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহ শুরু হবে ৷ ফের 2-4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা ৷ সপ্তাহান্ত পর্যন্ত চরম তাপপ্রবাহের পূর্বাভাস ৷ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ৷ বুধ ও বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া- এই চার জেলাতে ৷

চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, ঝাড়গ্রাম, এই নয় জেলাতে ৷ লু বইবার সম্ভাবনাও রয়েছে ৷

শুক্র ও শনিবার চরমে উঠবে আবহাওয়া ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ পশ্চিমের জেলাগুলিতেও লু-এর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ দক্ষিণের চরম গরমের রেশ এবার উত্তরবঙ্গেও ৷ সেখানেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে ৷ নীচের দিকে দুই দিনাজপুর এবং মালদাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া এবং উপরের দিকের পাঁচটি জেলায় ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা ৷

মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে ৷ আজ বুধবারও এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে ৷ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে ৷

মঙ্গলবার রাজ্যের উষ্ণতম অঞ্চল ছিল মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.8 ডিগ্রি বেশি ৷ তীব্র তাপপ্রবাহ ডায়মন্ডহারবারে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 6.8 ডিগ্রি বেশি, দিঘায় 39.8 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 6.7 ডিগ্রি বেশি ৷ হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.9 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 7.2 ডিগ্রি বেশি ৷ সাগরদ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি বেশি 39 ডিগ্রি ৷ তাপপ্রবাহ হয়েছে উত্তরবঙ্গের মালদা সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 5.8 ডিগ্রি বেশি ৷ দক্ষিণবঙ্গের ক্যানিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি, কাঁথিতে 41 ডিগ্রি, পানাগড়ে 40.8 ডিগ্রি ৷

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন দু'টি তাপমাত্রাই স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা 39.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 29.2 ডিগ্রি ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ 77 ও 35 শতাংশ ৷ আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 40 ডিগ্রি ও 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. লোকে আগে দারুণ বলত, এখন বলে পাগল ; নিজের হাসিকে সার্টিফিকেট রচনার
  2. কর্মক্ষেত্রে মানসিক চাপ ও অশান্তিতে কাটতে পারে কাদের, জানুন রাশিফলে
  3. নতুন করে হবে এসএসসি'র নিয়োগ, মাথায় হাত 2016 সালের চাকরিপ্রার্থীদের

রাজ্যের তাপপ্রবাহ নিয়ে বললেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 24 এপ্রিল: আইপিএলের ভরা মরশুমে তীব্র গরম লম্বা ইনিংস খেলার মেজাজে ৷ কোথায় এর শেষ, কবে ধারাস্নানে ঠান্ডা হবে ধরণী- এইসব প্রশ্নে হাওয়া অফিস নেতিবাচক ৷ গত দু'দিন গরম একটু কমলেও বুধ থেকে ফের তাপপ্রবাহের শঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে ৷ স্বস্তি নেই উত্তরবঙ্গেও ৷ সেখানেও তাপপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস ৷

তাপপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পূর্বাভাস বলছে, "বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহ শুরু হবে ৷ ফের 2-4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা ৷ সপ্তাহান্ত পর্যন্ত চরম তাপপ্রবাহের পূর্বাভাস ৷ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ৷ বুধ ও বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া- এই চার জেলাতে ৷

চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, ঝাড়গ্রাম, এই নয় জেলাতে ৷ লু বইবার সম্ভাবনাও রয়েছে ৷

শুক্র ও শনিবার চরমে উঠবে আবহাওয়া ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ পশ্চিমের জেলাগুলিতেও লু-এর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ দক্ষিণের চরম গরমের রেশ এবার উত্তরবঙ্গেও ৷ সেখানেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে ৷ নীচের দিকে দুই দিনাজপুর এবং মালদাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া এবং উপরের দিকের পাঁচটি জেলায় ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা ৷

মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে ৷ আজ বুধবারও এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে ৷ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে ৷

মঙ্গলবার রাজ্যের উষ্ণতম অঞ্চল ছিল মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.8 ডিগ্রি বেশি ৷ তীব্র তাপপ্রবাহ ডায়মন্ডহারবারে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 6.8 ডিগ্রি বেশি, দিঘায় 39.8 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 6.7 ডিগ্রি বেশি ৷ হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.9 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 7.2 ডিগ্রি বেশি ৷ সাগরদ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি বেশি 39 ডিগ্রি ৷ তাপপ্রবাহ হয়েছে উত্তরবঙ্গের মালদা সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 5.8 ডিগ্রি বেশি ৷ দক্ষিণবঙ্গের ক্যানিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি, কাঁথিতে 41 ডিগ্রি, পানাগড়ে 40.8 ডিগ্রি ৷

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন দু'টি তাপমাত্রাই স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা 39.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 29.2 ডিগ্রি ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ 77 ও 35 শতাংশ ৷ আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 40 ডিগ্রি ও 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. লোকে আগে দারুণ বলত, এখন বলে পাগল ; নিজের হাসিকে সার্টিফিকেট রচনার
  2. কর্মক্ষেত্রে মানসিক চাপ ও অশান্তিতে কাটতে পারে কাদের, জানুন রাশিফলে
  3. নতুন করে হবে এসএসসি'র নিয়োগ, মাথায় হাত 2016 সালের চাকরিপ্রার্থীদের
Last Updated : Apr 24, 2024, 9:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.