কলকাতা, 13 মে: জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ ৷ তপ্ত গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গজুড়ে ৷ তবে গতকাল (সোমবার) পূর্বাভাস মতো বৃষ্টিও হয়েছে কয়েক'টি জেলায় ৷ আবার দিনের শুরুর দিকে মাথার ঘাম মাটিতে পড়েছে ৷ তবে এরই মাঝে সুখবর শোনাল মৌসম ভবন ৷ জানিয়ে দিল আজ (মঙ্গল)-ই বর্ষা প্রবেশ করছে ! আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে থাকবে ।
বর্ষার প্রবেশ আজই !
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে আজই, এমনটাই মৌসম ভবনের পূর্বাভাস ৷ স্বাভাবিকভাবে নিকোবর দ্বীপপুঞ্জে 18-21 মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে 22 মে বর্ষা প্রবেশ করে । ফলে স্বাভাবিকের থেকে 9 দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকতে চলেছে । অন্যদিকে, ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্দিষ্ট সময়ের আগে ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
এবছর মে'তে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় :-
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী পরশু (বৃহস্পতিবার) পর্যন্ত গরম এবং অস্বস্তি বজায় থাকবে। এই ক'দিন বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। যার জেরে সপ্তাহান্তে কিছুটা তাপমাত্রা কমতে পারে ৷ কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে 39.4 ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের সর্বোচ্চ । তবে গতবছর মে মাসে 40 ডিগ্রি পেরিয়ে গিয়েছিল কলকাতার তাপমাত্রা ।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি কোথায় কোথায় ?
- দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী 6 দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে 6 জেলায় । যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম ।
বৃ্ষ্টির পূর্বাভাস কোথায় কোথায় ?
- তাপপ্রবাহের পরিস্থিতিতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।
- যা বেশি থাকবে দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই 8 জেলায় ৷ সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ও ঝোড়ো বাতাস বইবে ৷
উত্তরবঙ্গে তাপপ্রবাহ ও বৃষ্টি পরিস্থিতি :-
- উত্তরবঙ্গের তাপপ্রবাহের পরিস্থিতি মালদা এবং দুই দিনাজপুর জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উপরের পাঁচ জেলায় ৷ দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি আজ পর্যন্ত । মালদায় তাপপ্রবাহের পরিস্থিতি আগামিকাল (বুধবার) পর্যন্ত ৷
- উত্তরবঙ্গে ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সেইসঙ্গে শিলাবৃষ্টি, বজ্রপাতও চলবে ৷ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।
সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 82 শতাংশ ও সর্বনিম্ন 35 শতাংশ।