কলকাতা, 23 জুন: রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত ৷ যৌথ প্রভাবের কারণেই এই বৃষ্টি । বায়ুমণ্ডলের উপরিভাগে বাতাসের অনুকুল পরিস্থিতি রয়েছে ৷ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে। আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আজ, সোমবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ 28 তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত বৃষ্টিপাত রাজ্যে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ৷ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা । দক্ষিণের পাশাপাশি উত্তরেও আজ ভারী বৃষ্টির সতর্কতা ৷ আলিপুরদুয়ারে কমলা সতর্কতা।
সোমবার দিনের আকাশ প্রধানত মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে ৷ তবে বুধবার পর্যন্ত কলকাতায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। কোথাও কোথাও হাওয়ার বেগ আরও বেশি থাকতে পারে ৷
বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কমলা সতর্কতা। 25 থেকে 27 জুন, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও । দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ৷ তা চলবে মঙ্গলবার পর্যন্ত ৷ অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ সর্বনিম্ন 83 শতাংশ ৷