ETV Bharat / state

কুচকাওয়াজের মহড়ার নির্দেশিকা ঘিরে বিতর্ক, 'অ্যালিবাই' নিয়ে প্রশ্ন তুলল আইএমএ - RG Kar Doctor Rape and Murder Case

IMA Bengal Branch Questions on Swasthya Bhawan Notice: স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া প্রসঙ্গে স্বাস্থ্য ভবনের দু'টি নোটিশ নিয়ে প্রশ্ন তুলল আইএমএ-এর পশ্চিমবঙ্গ শাখা ৷ দু'টির বিজ্ঞপ্তির মধ্যে আসল কোনটি ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 7:07 AM IST

ima questions on swasthya bhawan notice
কুচকাওয়াজের মহড়ার নির্দেশিকা ঘিরে বিতর্ক (ইটিভি ভারত)

কলকাতা, 7 সেপ্টেম্বর: এবার স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলল আইএমএ-এর পশ্চিমবঙ্গ শাখা ৷ তাদের তরফ থেকে দু'টি বিজ্ঞপ্তি শুক্রবার প্রকাশ্যে আনা হয়। সেই দু'টি বিজ্ঞপ্তি নিয়েই প্রশ্ন তুলল আইএমএ সংগঠন। স্বাস্থ্য ভবনের কাছে তাদের প্রশ্ন, বিজ্ঞপ্তি দু'টির মধ্যে আসল কোনটি ? তারই সঙ্গে এই বিজ্ঞপ্তি আচমকাই ছড়িয়ে পড়ার কারণ নিয়েও প্রশ্ন তুলেন আইএমএ-এর সদস্যরা। সব মিলিয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এবং রাজ্যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে পাঁচটি প্রশ্ন রেখেছে আইএমএ ৷

স্বাস্থ্য ভবনের তরফে যে দু'টি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে মূলত বলা হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজের মহড়া শুরু করার কথা ৷ দু'টি বিজ্ঞপ্তিতেই 9 অগস্ট ভোর সাড়ে পাঁচটা থেকে মহড়া শুরু করার নির্দেশ দেওয়া হয় ৷ তবে এই দু'টি বিজ্ঞপ্তির মধ্যে পার্থক্য রয়েছে রিপোর্ট করার জায়গা এবং অফিসিয়ালের নাম নিয়ে। একটি বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে অভিক দে এবং আরও দুজন চিকিৎসকের নেতৃত্বে রিপোর্ট করতে হবে আরজি কর হাসপাতালে ৷ অন্যদিকে, আরেকটি বিজ্ঞপ্তিতে কোনও চিকিৎসক নাম লেখা নেই ৷ অন্য সব চিকিৎসকদের নেতৃত্বে রিপোর্টের কথা বলা হয়েছে এসএসকেএম হাসপাতালে ৷ যা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

Questions on Swasthya Bhawan Notice
'অ্যালিবাই' নিয়ে প্রশ্ন তুলল আইএমএ (ইটিভি ভারত)

এছাড়াও সন্দীপ ঘনিষ্ঠ অভিক দে-এর নেতৃত্বে যে মহড়া করার নির্দেশ কি ছিল স্বাস্থ্যভবন, ওই বিজ্ঞপ্তিতে মেমো নম্বর এবং তারিখ রয়েছে হাতে লেখা। যা প্রকাশ হয়েছিল অগস্ট মাসের 6 তারিখ। পরবর্তীকালে 8 তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ৷ যেখানে অভিক দে-সহ আগের বিজ্ঞপ্তির একজন চিকিৎসককেও দেখা যায়নি ৷ এই বিজ্ঞপ্তির মেমো নম্বর ও তারিখ হতে লেখা নয় ৷ ফলে IMA প্রশ্ন তুলেছেন, এই দু'টি বিজ্ঞপ্তির মধ্যে আসল কোনটি ? এমনকি এই দু'টি বিজ্ঞপ্তিতে সই রয়েছে আদালা লোকের ৷

এছাড়াও আইএমে মনে করছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে কাউকে 'অ্যালিবাই' করার চেষ্টা চলছে ৷ কারণ, সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর কেন এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসল ? কেন আগে নয় ? তাহলে কি সিবিআই জেরার মুখে সন্দীপ ঘোষ কারোর নামপ্রকাশ করলে, তাকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। এমনকি ওই ব্যক্তির ফোনের টাওয়ার লোকেশানও দেখা হবে ৷ এবার 9 তারিখ সকালে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সেমিনার রুমের যে ছবি প্রকাশ্যে এসছে, সেখানে অভিক দে-এর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে ৷ এই পুরো বিষয়টাই আইএমএস স্পষ্ট করে তুলে ধরেছে সোশাল মিডিয়ায় ৷ একই সঙ্গে জানিয়েছে, কলকাতা পুলিশ যা করেনি, সেই সত্য উৎঘাটন আপনারা করুন। তারই সঙ্গে তারা সিবিআইকে অনুরোধ করেছে, অভিক দে ছাড়াও সুশান্ত রায় পুত্র চিকিৎসক সৌতিক রায় এবং চিকিৎসক সৌরভ পালকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হোক ৷

কলকাতা, 7 সেপ্টেম্বর: এবার স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলল আইএমএ-এর পশ্চিমবঙ্গ শাখা ৷ তাদের তরফ থেকে দু'টি বিজ্ঞপ্তি শুক্রবার প্রকাশ্যে আনা হয়। সেই দু'টি বিজ্ঞপ্তি নিয়েই প্রশ্ন তুলল আইএমএ সংগঠন। স্বাস্থ্য ভবনের কাছে তাদের প্রশ্ন, বিজ্ঞপ্তি দু'টির মধ্যে আসল কোনটি ? তারই সঙ্গে এই বিজ্ঞপ্তি আচমকাই ছড়িয়ে পড়ার কারণ নিয়েও প্রশ্ন তুলেন আইএমএ-এর সদস্যরা। সব মিলিয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এবং রাজ্যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে পাঁচটি প্রশ্ন রেখেছে আইএমএ ৷

স্বাস্থ্য ভবনের তরফে যে দু'টি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে মূলত বলা হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজের মহড়া শুরু করার কথা ৷ দু'টি বিজ্ঞপ্তিতেই 9 অগস্ট ভোর সাড়ে পাঁচটা থেকে মহড়া শুরু করার নির্দেশ দেওয়া হয় ৷ তবে এই দু'টি বিজ্ঞপ্তির মধ্যে পার্থক্য রয়েছে রিপোর্ট করার জায়গা এবং অফিসিয়ালের নাম নিয়ে। একটি বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে অভিক দে এবং আরও দুজন চিকিৎসকের নেতৃত্বে রিপোর্ট করতে হবে আরজি কর হাসপাতালে ৷ অন্যদিকে, আরেকটি বিজ্ঞপ্তিতে কোনও চিকিৎসক নাম লেখা নেই ৷ অন্য সব চিকিৎসকদের নেতৃত্বে রিপোর্টের কথা বলা হয়েছে এসএসকেএম হাসপাতালে ৷ যা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

Questions on Swasthya Bhawan Notice
'অ্যালিবাই' নিয়ে প্রশ্ন তুলল আইএমএ (ইটিভি ভারত)

এছাড়াও সন্দীপ ঘনিষ্ঠ অভিক দে-এর নেতৃত্বে যে মহড়া করার নির্দেশ কি ছিল স্বাস্থ্যভবন, ওই বিজ্ঞপ্তিতে মেমো নম্বর এবং তারিখ রয়েছে হাতে লেখা। যা প্রকাশ হয়েছিল অগস্ট মাসের 6 তারিখ। পরবর্তীকালে 8 তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ৷ যেখানে অভিক দে-সহ আগের বিজ্ঞপ্তির একজন চিকিৎসককেও দেখা যায়নি ৷ এই বিজ্ঞপ্তির মেমো নম্বর ও তারিখ হতে লেখা নয় ৷ ফলে IMA প্রশ্ন তুলেছেন, এই দু'টি বিজ্ঞপ্তির মধ্যে আসল কোনটি ? এমনকি এই দু'টি বিজ্ঞপ্তিতে সই রয়েছে আদালা লোকের ৷

এছাড়াও আইএমে মনে করছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে কাউকে 'অ্যালিবাই' করার চেষ্টা চলছে ৷ কারণ, সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর কেন এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসল ? কেন আগে নয় ? তাহলে কি সিবিআই জেরার মুখে সন্দীপ ঘোষ কারোর নামপ্রকাশ করলে, তাকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। এমনকি ওই ব্যক্তির ফোনের টাওয়ার লোকেশানও দেখা হবে ৷ এবার 9 তারিখ সকালে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সেমিনার রুমের যে ছবি প্রকাশ্যে এসছে, সেখানে অভিক দে-এর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে ৷ এই পুরো বিষয়টাই আইএমএস স্পষ্ট করে তুলে ধরেছে সোশাল মিডিয়ায় ৷ একই সঙ্গে জানিয়েছে, কলকাতা পুলিশ যা করেনি, সেই সত্য উৎঘাটন আপনারা করুন। তারই সঙ্গে তারা সিবিআইকে অনুরোধ করেছে, অভিক দে ছাড়াও সুশান্ত রায় পুত্র চিকিৎসক সৌতিক রায় এবং চিকিৎসক সৌরভ পালকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হোক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.