ETV Bharat / state

প্রকাশ‍্য দিবালোকে বেআইনিভাবে মাটি পাচার ! হাবড়ায় গ্রেফতার 1 - SOIL SMUGGLING IN HABRA

মাটি বোঝাই একটি ট্রাক্টরও আটক করা হয়েছে। ঘটনার জেরে শোরগোল পড়ে উত্তর 24 পরগনার হাবড়ায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Soil Smuggling in Habra
বেআইনিভাবে মাটি পাচার হাবড়ায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 12, 2025 at 9:04 PM IST

2 Min Read

হাবড়া, 12 এপ্রিল: প্রকাশ্য দিবালোকে রীতিমতো জেসিবি লাগিয়ে মাটি পাচার করা হচ্ছিল। খবর পাওয়া মাত্র কড়া পদক্ষেপ করল ভূমি ও ভূমি রাজস্ব দফতর। বন্ধ করে দেওয়া হয়েছে মাটি পাচার। ঘটনাস্থল থেকে পাকড়াও করা হয়েছে একজনকে। মাটি বোঝাই একটি ট্রাক্টরও আটক করা হয়েছে। ঘটনার জেরে শোরগোল পড়ে উত্তর 24 পরগনার হাবড়ায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,হাবড়ার নগরথুবা রাজবাড়ি বাজার এলাকায় দীর্ঘদিনের প্রাচীন একটি পুকুর রয়েছে। প্রায় পাঁচ বিঘা জমির ওপর ওই পুকুরটি অবস্থান। সম্প্রতি পুকুর সংস্কারের নামে জেসিবি লাগিয়ে ওই পুকুর থেকে মাটি তুলে তা বাইরে পাচার করা হচ্ছিল। কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে কানাঘুষো চলছিল এলাকায়। তারই মধ্যে শনিবার দুপুরে বাসিন্দারা বিষয়টি স্থানীয় কাউন্সিলর সঞ্জয়কুমার দাসকে জানান। তিনি সঙ্গে সঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক সামিউল আলমের সঙ্গে কথা বলেন। অতিরিক্ত জেলাশাসক সঙ্গে সঙ্গে হাবড়া থানার পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Illegal soil smuggling in Habra
মাটি পাচার ! হাবড়ায় গ্রেফতার 1 (ইটিভি ভারত)

অতিরিক্ত জেলাশাসকের নির্দেশ পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসা মাত্রই মাটি পাচারের সঙ্গে‌ জড়িতরা যে যার মতো ছুটে পালিয়ে যায়। পুকুরের মালিক ভবেশ কুণ্ডুর ছেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। তদন্তকারী পুলিশ আধিকারিক তাঁর কাছে মাটি কাটার অনুমতিপত্র দেখতে চান। কিন্তু তিনি তা দেখাতে পারেননি বলে অভিযোগ। তাঁর কাছে বৈধ কোনও অনুমতি না থাকায় পুলিশ তাঁকে পাকড়াও করে থানায় নিয়ে যায়। পরে,অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর সঞ্জয়কুমার দাস বলেন, "কয়েকদিন ধরেই আমার কাছে অভিযোগ আসছিল স্থানীয় একটি পুকুর থেকে অবাধে মাটি কেটে তা পাচার করে দিচ্ছেন অসাধু কয়েকজন লোক। বিষয়টি আমি পুরসভার চেয়ারম্যানকে জানাই। বিষয়টি জানানো হয় ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসককেও। অভিযোগ পেয়ে ভূমি রাজস্ব দফতর পদক্ষেপ নিয়েছে। প্রশাসনকে বলেছি,সরকারের রেভিনিউ ফাঁকি দিয়ে বেআইনিভাবে মাটি পাচার চলবে না। পুকুর সংস্কার করতে হলে নির্দিষ্ট অনুমতি নিয়ে তা করতে হবে।"

এদিকে,বিষয়টি নিয়ে হাবড়া 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক মৃণালকান্তি দাস বলেন, "প্রশাসনের অনুমতি ছাড়াই বেআইনিভাবে পুকুরের মাটি কাটা হচ্ছিল। সেই মাটি অন্যত্র পাচারও চলছিল। তাই আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"

হাবড়া, 12 এপ্রিল: প্রকাশ্য দিবালোকে রীতিমতো জেসিবি লাগিয়ে মাটি পাচার করা হচ্ছিল। খবর পাওয়া মাত্র কড়া পদক্ষেপ করল ভূমি ও ভূমি রাজস্ব দফতর। বন্ধ করে দেওয়া হয়েছে মাটি পাচার। ঘটনাস্থল থেকে পাকড়াও করা হয়েছে একজনকে। মাটি বোঝাই একটি ট্রাক্টরও আটক করা হয়েছে। ঘটনার জেরে শোরগোল পড়ে উত্তর 24 পরগনার হাবড়ায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,হাবড়ার নগরথুবা রাজবাড়ি বাজার এলাকায় দীর্ঘদিনের প্রাচীন একটি পুকুর রয়েছে। প্রায় পাঁচ বিঘা জমির ওপর ওই পুকুরটি অবস্থান। সম্প্রতি পুকুর সংস্কারের নামে জেসিবি লাগিয়ে ওই পুকুর থেকে মাটি তুলে তা বাইরে পাচার করা হচ্ছিল। কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে কানাঘুষো চলছিল এলাকায়। তারই মধ্যে শনিবার দুপুরে বাসিন্দারা বিষয়টি স্থানীয় কাউন্সিলর সঞ্জয়কুমার দাসকে জানান। তিনি সঙ্গে সঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক সামিউল আলমের সঙ্গে কথা বলেন। অতিরিক্ত জেলাশাসক সঙ্গে সঙ্গে হাবড়া থানার পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Illegal soil smuggling in Habra
মাটি পাচার ! হাবড়ায় গ্রেফতার 1 (ইটিভি ভারত)

অতিরিক্ত জেলাশাসকের নির্দেশ পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসা মাত্রই মাটি পাচারের সঙ্গে‌ জড়িতরা যে যার মতো ছুটে পালিয়ে যায়। পুকুরের মালিক ভবেশ কুণ্ডুর ছেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। তদন্তকারী পুলিশ আধিকারিক তাঁর কাছে মাটি কাটার অনুমতিপত্র দেখতে চান। কিন্তু তিনি তা দেখাতে পারেননি বলে অভিযোগ। তাঁর কাছে বৈধ কোনও অনুমতি না থাকায় পুলিশ তাঁকে পাকড়াও করে থানায় নিয়ে যায়। পরে,অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর সঞ্জয়কুমার দাস বলেন, "কয়েকদিন ধরেই আমার কাছে অভিযোগ আসছিল স্থানীয় একটি পুকুর থেকে অবাধে মাটি কেটে তা পাচার করে দিচ্ছেন অসাধু কয়েকজন লোক। বিষয়টি আমি পুরসভার চেয়ারম্যানকে জানাই। বিষয়টি জানানো হয় ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসককেও। অভিযোগ পেয়ে ভূমি রাজস্ব দফতর পদক্ষেপ নিয়েছে। প্রশাসনকে বলেছি,সরকারের রেভিনিউ ফাঁকি দিয়ে বেআইনিভাবে মাটি পাচার চলবে না। পুকুর সংস্কার করতে হলে নির্দিষ্ট অনুমতি নিয়ে তা করতে হবে।"

এদিকে,বিষয়টি নিয়ে হাবড়া 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক মৃণালকান্তি দাস বলেন, "প্রশাসনের অনুমতি ছাড়াই বেআইনিভাবে পুকুরের মাটি কাটা হচ্ছিল। সেই মাটি অন্যত্র পাচারও চলছিল। তাই আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.