আমতা, 27 জুন: মুখ্যমন্ত্রীর ধমকই সার ! নবান্ন থেকে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের দেওয়া বার্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এখনও হাওড়া গ্রামীণ এলাকাতে রমরমিয়ে চলছে বেআইনি বালি খাদান । এমনটাই অভিযোগ তুলে সরবে হলেন এবার স্থানীয় মহিলারা ৷ জেলা প্রশাসনের নাকের ডগায় রাতের অন্ধকারে চলছে এই বালি পাচার করার কাজ বলে অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে আমতা 1 নম্বর ব্লকের মান্দারিয়া খালের উপর মান্দারিয়া সেতু এলাকাতে ।
অভিযোগ, আমতা সেচ দফতরের দুই কিলোমিটারের মধ্যেই এই এলাকা ৷ সেখানেই অবৈধভাবে চলছে খাল কেটে বালি তোলার কাজ । সব জেনেও না জানার ভান করে আছে স্থানীয় প্রশাসন । এলাকাবাসীর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও হুঁশ নেই জেলা প্রশাসনের । ওই এলাকার একদিকে রয়েছে রসপুর গ্রাম পঞ্চায়েত ৷ অন্যদিকে রয়েছে সিরাজবাটি গ্রাম পঞ্চায়েত । সেতু থেকে কয়েকশো মিটারের মধ্যে রাতের অন্ধকারে চলছে এই অবৈধ বালি তোলার কাজকারবার, যার জেরে সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা ৷
স্থানীয় এক বাসিন্দা রূপা কাঁড়ার বলেন, "প্রতিদিন রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত রীতিমতো পাইপলাইন বসিয়ে চলে এই অবৈধভাবে বালি তোলার কাজ । যার জেরে বর্ষার সময়ে ওই এলাকাতে ব্যাপক আকারে ধস নামার আশঙ্কায় রয়েছি আমরা । পাশাপাশি নিজেদের বাসস্থান-সহ সেতুটাও ভেঙে পড়তে পারে । রাতে ডাম্পার বোঝাই করে চলে বালি পাচারের এই বেআইনি কাজকারবার । প্রতিবাদ করলেই প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় বালি মাফিয়ারা । পুলিশ প্রশাসন সবকিছু জেনেও নির্বিকার । তাদের প্রচ্ছন্ন মদতেই চলছে এই কাজ কারবার । প্রতিবাদ করলেই জানানো হয় সরকারিভাবে এলএন্ডটির কাজ হচ্ছে ।"
যদিও প্রশাসন সূত্রে খবর, বিগত ছয় মাস ধরে এলএন্ডটির সমস্ত কাজ বন্ধ রয়েছে । ঘটনার কথা জানতে পেরে সংবাদমাধ্যম ঘটনাস্থলে পৌঁছতেই সাহস করে মুখ খোলেন এলাকার মহিলারা ।
এ বিষয়ে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নির্মল মাজি বলেন, "ঘটনাটি ইতিমধ্যেই আমাদের নজরে এসেছে । সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে । তাই কোনও রকম অবৈধ কাজকরবার চলতে দেওয়া যাবে না । ইতিমধ্যেই আমতা এক নম্বর ব্লকের বিডিও এবং আমতা থানার পুলিশ আধিকারিককে বিষয়টি জানানো হয়েছে । পাশাপাশি সেচ দফতরের এসডিওকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আমতা থানায় একটি এফআইআর দায়ের করা হয় ৷ পাশাপাশি এই ঘটনাতে যুক্ত দোষীদের যাতে অবিলম্বে গ্রেফতার করা যায়, তার দাবি জানাচ্ছি ।"