ETV Bharat / state

তৃণমূল নেতার আপত্তিকর ভিডিয়ো ভাইরাল করার হুঁশিয়ারি শাসক-বিধায়ক হুমায়ুনের - Humayun Kabir Threats TMC Leaders

Humayun Kabir Threats TMC Leaders: জুনিয়র ডাক্তারদের ঘেরাও-এর হুমকির পর, এবার ভরতপুর-1 ব্লকের তৃণমূল সভাপতির ভিডিয়ো ভাইরাল করার হুঁশিয়ারি দিলেন বিধায়ক হুমায়ুন কবীর ৷ বিধায়কের ওঠ-বস করার ভিডিয়ো ভাইরাল করার হুঁশিয়ারি দিলেন ভরতপুরের বিতর্কিত বিধায়ক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 7:35 PM IST

Humayun Kabir Threats TMC Leaders
ভরতপুর 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতিকে হুমকির অভিযোগ হুমায়ুন কবীরের বিরুদ্ধে ৷ (নিজস্ব চিত্র)

ভরতপুর, 1 অক্টোবর: দলের ব্লক সভাপতির অন্তর্বাস পরিহিত ওঠ-বস করার ভিডিয়ো ভাইরাল করার হুঁশিয়ারি এবার ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীরের ৷ কিছুদিন আগে জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছিলেন ৷ এবার নাম না-করে ভরতপুর-1 ব্লকের তৃণমূলের সভাপতিকে নিশানা করলেন তিনি ৷ তাঁর দাবি, কলকাতায় কোনও এক শীর্ষ নেতার সামনে অন্তর্বাস পরে ওঠ-বস করার ভিডিয়ো দেখেছেন ৷ তা তিনি যেকোনোদিন সংবাদমাধ্যমকে দিয়ে ভাইরাল করতে পারেন ৷

সোমবার মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভরতপুর-1 ব্লকে বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করেন হুমায়ুন কবীর ৷ সেই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই তৃণমূলের ভরতপুর 1 ও 2 নম্বর ব্লকের সভাপতিকে নিশানা করেন তিনি ৷ যদিও, তাঁদের নাম নেননি ভরতপুরের বিধায়ক ৷

ভরতপুর 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতিকে হুমকির অভিযোগ হুমায়ুন কবীরের বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত)

হুমায়ুন কবীর বলেন, "আমার কাজ নিয়ে প্রশ্ন তোলেন ৷ এদিকে কলকাতায় অন্তর্বাস পরে ওঠ-বস করার ভিডিয়ো দেখেছি ৷ এক শীর্ষনেতার সামনে কলকাতার হোটেলে ওঠ-বস করছেন ৷ আমাকে চ্যালেঞ্জ করলে, সাংবাদিকদের দিয়ে ভিডিয়ো ভাইরাল করে দেব ৷"

উল্লেখ্য, ভরতপুর-1 ব্লকের সভাপতি নজরুল ইসলাম ৷ আর দুই নম্বর ব্লকের সভাপতি মুস্তাফিজুর রহমান ৷ তাঁদের বিরুদ্ধে ভরতপুর এলাকায় পক্ষপাতিত্বের অভিযোগও করেছেন বিধায়ক ৷ হুমায়ুনের অভিযোগ, ভরতপুরের যে বিধায়ক কার্যালয় রয়েছে সেটি দখল করে রেখেছেন তাঁরা ৷ আর জনগণকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছেন ৷ তাই তিনি নতুন একটি বিধায়ক কার্যালয় তৈরি করিয়েছেন ৷ এবার এখান থেকেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করবেন তিনি ৷

যদিও, হুমায়ুন কবীরের এই মন্তব্যের জবাব দিতে চাননি নজরুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান ৷ ভরতপুর-1 ব্লকের তৃণমূল সভাপতি নজরুল ইসলাম বলেন, "ও পাগল ৷ সবসময় পাগলের প্রলাপ বকে ৷ ওর কথার কোনও জবাব দেব না ৷" অন্যদিকে, ভরতপুর-2 ব্লকের সভাপতি মুস্তাফিজুর রহমান বিষয়টিতে মুর্শিদাবাদের জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন ৷

ভরতপুর, 1 অক্টোবর: দলের ব্লক সভাপতির অন্তর্বাস পরিহিত ওঠ-বস করার ভিডিয়ো ভাইরাল করার হুঁশিয়ারি এবার ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীরের ৷ কিছুদিন আগে জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছিলেন ৷ এবার নাম না-করে ভরতপুর-1 ব্লকের তৃণমূলের সভাপতিকে নিশানা করলেন তিনি ৷ তাঁর দাবি, কলকাতায় কোনও এক শীর্ষ নেতার সামনে অন্তর্বাস পরে ওঠ-বস করার ভিডিয়ো দেখেছেন ৷ তা তিনি যেকোনোদিন সংবাদমাধ্যমকে দিয়ে ভাইরাল করতে পারেন ৷

সোমবার মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভরতপুর-1 ব্লকে বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করেন হুমায়ুন কবীর ৷ সেই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই তৃণমূলের ভরতপুর 1 ও 2 নম্বর ব্লকের সভাপতিকে নিশানা করেন তিনি ৷ যদিও, তাঁদের নাম নেননি ভরতপুরের বিধায়ক ৷

ভরতপুর 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতিকে হুমকির অভিযোগ হুমায়ুন কবীরের বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত)

হুমায়ুন কবীর বলেন, "আমার কাজ নিয়ে প্রশ্ন তোলেন ৷ এদিকে কলকাতায় অন্তর্বাস পরে ওঠ-বস করার ভিডিয়ো দেখেছি ৷ এক শীর্ষনেতার সামনে কলকাতার হোটেলে ওঠ-বস করছেন ৷ আমাকে চ্যালেঞ্জ করলে, সাংবাদিকদের দিয়ে ভিডিয়ো ভাইরাল করে দেব ৷"

উল্লেখ্য, ভরতপুর-1 ব্লকের সভাপতি নজরুল ইসলাম ৷ আর দুই নম্বর ব্লকের সভাপতি মুস্তাফিজুর রহমান ৷ তাঁদের বিরুদ্ধে ভরতপুর এলাকায় পক্ষপাতিত্বের অভিযোগও করেছেন বিধায়ক ৷ হুমায়ুনের অভিযোগ, ভরতপুরের যে বিধায়ক কার্যালয় রয়েছে সেটি দখল করে রেখেছেন তাঁরা ৷ আর জনগণকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছেন ৷ তাই তিনি নতুন একটি বিধায়ক কার্যালয় তৈরি করিয়েছেন ৷ এবার এখান থেকেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করবেন তিনি ৷

যদিও, হুমায়ুন কবীরের এই মন্তব্যের জবাব দিতে চাননি নজরুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান ৷ ভরতপুর-1 ব্লকের তৃণমূল সভাপতি নজরুল ইসলাম বলেন, "ও পাগল ৷ সবসময় পাগলের প্রলাপ বকে ৷ ওর কথার কোনও জবাব দেব না ৷" অন্যদিকে, ভরতপুর-2 ব্লকের সভাপতি মুস্তাফিজুর রহমান বিষয়টিতে মুর্শিদাবাদের জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.