ETV Bharat / state

রেড রোডে হনুমান জয়ন্তী পালনের অনুমতি দেয়নি পুলিশ, হাইকোর্টে হিন্দু সেবাদল - HANUMAN JAYANTI 2025

হিন্দু সেবাদল হনুমান জয়ন্তী পালনের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে ৷ বুধবার এই মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে ।

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 8, 2025 at 4:12 PM IST

2 Min Read

কলকাতা, 8 এপ্রিল: কলকাতার রেড রোডে হনুমান জয়ন্তী পালন করতে চায় হিন্দু সেবাদল ৷ তার জন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল তারা । আগামী 12 এপ্রিল হনুমান জয়ন্তী ৷ সেই উপলক্ষে ধর্মতলার রেড রোডে শোভাযাত্রা বের করতে চায় ওই সংগঠন ।

হিন্দু সেবাদলের দাবি, তারা রেড রোডে হনুমান জয়ন্তী শোভাযাত্রা করার জন্য অনুমতি চেয়ে রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেছে ৷ তবে প্রশাসন তাদের সেই আবেদনে কোনওরকম কর্ণপাত করতে নারাজ । তাই শোভাযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হিন্দু সেবাদল ।

প্রসঙ্গত, কলকাতার রেড রোডে সুদীর্ঘকাল ধরে ঈদ উল ফিতরের সময় নমাজের একটা রীতি রয়েছে । কিন্তু সেখানে কখনও হনুমান জয়ন্তী পালন হয়েছে বলে জানা যায় না । এবার সেখানেই হনুমান জয়ন্তী পালনের আর্জি জানিয়েছে হিন্দু সেবাদল । তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । বুধবার মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে ভোর পাঁচটা থেকে বেলা 11টা পর্যন্ত হিন্দু সেবাদলের পক্ষ থেকে এক শোভাযাত্রা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রেড রোড অঞ্চলে । পুলিশের কাছে সেই শোভাযাত্রার অনুমতি চেয়ে না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হিন্দু সেবাদল ।

কয়েকদিন আগেই রামনবমী উৎযাপন করতে চেয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে । আদালত সব ক্ষেত্রেই শর্তসাপেক্ষে শান্তিপূর্ণ শোভাযাত্রা করার অনুমতি দিয়েছিল । এবার হনুমান জয়ন্তী পালনের অনুমতি চাওয়া হল, তাও আবার রেড রোডে । এই মামলায় কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় সেই দিকে তাকিয়ে সকলে ।

কলকাতা, 8 এপ্রিল: কলকাতার রেড রোডে হনুমান জয়ন্তী পালন করতে চায় হিন্দু সেবাদল ৷ তার জন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল তারা । আগামী 12 এপ্রিল হনুমান জয়ন্তী ৷ সেই উপলক্ষে ধর্মতলার রেড রোডে শোভাযাত্রা বের করতে চায় ওই সংগঠন ।

হিন্দু সেবাদলের দাবি, তারা রেড রোডে হনুমান জয়ন্তী শোভাযাত্রা করার জন্য অনুমতি চেয়ে রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেছে ৷ তবে প্রশাসন তাদের সেই আবেদনে কোনওরকম কর্ণপাত করতে নারাজ । তাই শোভাযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হিন্দু সেবাদল ।

প্রসঙ্গত, কলকাতার রেড রোডে সুদীর্ঘকাল ধরে ঈদ উল ফিতরের সময় নমাজের একটা রীতি রয়েছে । কিন্তু সেখানে কখনও হনুমান জয়ন্তী পালন হয়েছে বলে জানা যায় না । এবার সেখানেই হনুমান জয়ন্তী পালনের আর্জি জানিয়েছে হিন্দু সেবাদল । তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । বুধবার মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে ভোর পাঁচটা থেকে বেলা 11টা পর্যন্ত হিন্দু সেবাদলের পক্ষ থেকে এক শোভাযাত্রা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রেড রোড অঞ্চলে । পুলিশের কাছে সেই শোভাযাত্রার অনুমতি চেয়ে না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হিন্দু সেবাদল ।

কয়েকদিন আগেই রামনবমী উৎযাপন করতে চেয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে । আদালত সব ক্ষেত্রেই শর্তসাপেক্ষে শান্তিপূর্ণ শোভাযাত্রা করার অনুমতি দিয়েছিল । এবার হনুমান জয়ন্তী পালনের অনুমতি চাওয়া হল, তাও আবার রেড রোডে । এই মামলায় কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় সেই দিকে তাকিয়ে সকলে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.