কলকাতা, 28 এপ্রিল: মে মাসেই প্রকাশিত হচ্ছে এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল । পরীক্ষা শেষের 50 দিনের মাথায় ফল প্রকাশ পাচ্ছে ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, মে মাসের সাত তারিখ দুপুর সাড়ে বারোটার সময় সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করা হবে এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল ।
তবে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবে বেলা দুটো থেকে । তারা https://result.wb.gov.in এবং https://results.digilocker.gov.in/ ওয়েবসাইটে নিজেদের ফলাফল জানতে পারবে । এছাড়া WBCHSE Results অ্যাপের মাধ্যমেও ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা ৷ আর তার পরের দিন, অর্থাৎ আট মে নিজেদের স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা । উল্লেখ্য, এই বছরই শেষ বারের মতো হচ্ছে বার্ষিক ভাবে উচ্চমাধ্যমিক । এই শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে সেমেস্টার পদ্ধতি ।

চলতি বছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 5 লাখ 8 হাজার 413 জন । এবার পরীক্ষা শুরু হয়েছিল 3 মার্চ । শেষ হয় 18 মার্চ । সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে বেলা 1টা 15 পর্যন্ত ৷ এ বছর উচ্চমাধ্যমিকে মোট ছাত্রের সংখ্যা 2 লাখ 30 হাজার 421 । মোট ছাত্রীর সংখ্যা 2 লাখ 77 হাজার 992 । ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ছিল 47 হাজার 571 জন বেশি । 23টি জেলাতেই ছাত্রীরা এগিয়ে রয়েছে ছাত্রদের তুলনায় । অন্যদিকে, মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 2 হাজার 89টি । তার মধ্যে 136টি ছিল স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র । তবে এই বছর পরীক্ষা বাতিল হয় মোট আটজন পরীক্ষার্থীর ।
অন্যদিকে, 2 মে প্রকাশিত হচ্ছে এবছরের মাধ্যমিকের ফলাফল । সকাল ন'টায় সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ । ওই দিনই স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা । ঠিক তার পরের দিন অর্থাৎ 3 মে প্রকাশিত হবে মাদ্রাসা আলিম এবং ফাজিলের ফলাফল । সকাল সাড়ে 10টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশিত হবে ফলাফল । ওই দিনই বেলা বারোটা থেকে ইন্টারনেটের মাধ্যমে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা ।