কলকাতা, 15 মে: নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ ও উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু । পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে ।
বুধবার বিশেষ বুলেটিন জারি করে হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । এই অঞ্চল থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখাটি এখন ঝাড়খণ্ড, বিদর্ভ, তেলেঙ্গানার উপর দিয়ে বিস্তৃত । পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে হাওয়া বইছে এবং সূর্যের তেজ প্রখর । এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ গরমের অস্বস্তি জারি থাকবে । তাপপ্রবাহ না-হলেও তার মতো পরিস্থিতি তৈরি হতে পারে ।
আজ কেমন থাকবে আবহাওয়া :
আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে । আজ পর্যন্ত তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে ।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস :
আজ এবং আগামিকাল অর্থাৎ, বৃহস্পতি ও শুক্রবার কালবৈশাখীর সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় । বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে । শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ সব জেলায় । সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে ।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস :
শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় ৷ মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে ।
বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 85 এবং সর্বনিম্ন 58 শতাংশ ।