ETV Bharat / state

জাতীয় সড়ক সম্প্রসারণে সরকারি ক্ষতিপূরণ পাবেন 30 জমিদাতা ! কী বলছে হাইকোর্ট ? - Calcutta High Court

Barasat to Dalkhola National Highway: জাতীয় সড়ক সম্প্রসারণে কেন্দ্রের নতুন আইনে ক্ষতিপূরণ পেতে চলেছেন জমিদাতারা ৷ কীভাবে পাবেন টাকা ? জানালেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 10:33 PM IST

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)

কলকাতা, 5 অগস্ট: হাইকোর্টের নির্দেশে বারাসত থেকে ডালখোলা জাতীয় সড়ক সম্প্রসারণে জমিদাতারা নতুন আইনে ক্ষতিপূরণ পাবেন ৷ সোমবার বিষয়টি জানালেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস । প্রায় এক যুগ লড়াই করার পর অবশেষে সরকারি প্রকল্পে জমি দিয়ে কেন্দ্রের নতুন আইনে ক্ষতিপূরণ পেতে চলেছেন তাঁরা । মুর্শিদাবাদের প্রায় 30 জন জমিদাতা এই ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন আইনজীবী ।

হাইকোর্টের একের পর এক নির্দেশের পর গত সপ্তাহে সালিশি বা আরবিট্রেশন করে মালদা ডিভিশনের ডিভিশনাল কমিশনার সব পক্ষের সঙ্গে আলোচনার পর নতুন আইনে তাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন । এর ফলে বারাসত থেকে ডালখোলা জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য 2010 সালের দেওয়া জমির জন্য 2013 সালের কেন্দ্রের নতুন ক্ষতিপূরণ আইন মেনে জমিদাতারা বিশাল অঙ্কের ক্ষতিপূরণ পেতে চলেছেন ।

মুর্শিদাবাদের বহরমপুরের আঁধার মানিক এবং বাসুদেবখালি মৌজার 30 জন জমিদাতার ক্ষেত্রে নতুন আইনে ক্ষতিপূরণ 9 শতাংশ সুদ সমেত মেটানোর নির্দেশ দিয়েছেন কমিশনার । এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী অরিন্দম দাস জানান, রাজ্যে এতদিনে নতুন আইনে ক্ষতিপূরণের দাবি মেনে নেওয়ায় জমি জটে আটকে যাওয়া রাজ্যের বহু প্রকল্প গতি পাবে । 2013 সালের আগে যাঁরা সরকারি প্রকল্পে জমি দিয়ে 2015 সালের 1 জানুয়ারি পর্যন্ত ক্ষতিপূরণ পাননি বা নেননি, তাদেরই নতুন আইনে ক্ষতিপূরণ পাওয়ার কথা । আর নতুন আইন কার্যকর হলে জমির বর্তমান বাজার দরের প্রায় চার গুণ দাম পাওয়ার কথা জমিদাতাদের । কিন্তু এতদিন রাজ্য নতুন আইনে ক্ষতিপূরণ দিতে না চাওয়ায় আইনি জটে আটকে যায় বহু প্রকল্প ।

তিনি আরও জানান, কেন্দ্রের নতুন আইনের শুধু শিডিউল 1(এ) রাজ্য আপাতত কার্যকর করলেও বাকি দুটি শিডিউলও যাতে কার্যকর করা হয় এবার জমিদাতাদের সেই নিয়ে আইনি লড়াই করতে হবে । নতুন আইন রাজ্য কার্যকর করায় শুধু এই জাতীয় সড়ক নয়, গুজরাত থেকে অসম এশিয়ান হাইওয়ে, বীরভূমের উপর দিয়ে যাওয়া 14 নম্বর জাতীয় সড়ক-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে জমি দিয়ে নতুন আইনে ক্ষতিপূরণ না পাওয়া জমিদাতারা উপকৃত হবেন বলে আশা আইনজীবীদের ।

কলকাতা, 5 অগস্ট: হাইকোর্টের নির্দেশে বারাসত থেকে ডালখোলা জাতীয় সড়ক সম্প্রসারণে জমিদাতারা নতুন আইনে ক্ষতিপূরণ পাবেন ৷ সোমবার বিষয়টি জানালেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস । প্রায় এক যুগ লড়াই করার পর অবশেষে সরকারি প্রকল্পে জমি দিয়ে কেন্দ্রের নতুন আইনে ক্ষতিপূরণ পেতে চলেছেন তাঁরা । মুর্শিদাবাদের প্রায় 30 জন জমিদাতা এই ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন আইনজীবী ।

হাইকোর্টের একের পর এক নির্দেশের পর গত সপ্তাহে সালিশি বা আরবিট্রেশন করে মালদা ডিভিশনের ডিভিশনাল কমিশনার সব পক্ষের সঙ্গে আলোচনার পর নতুন আইনে তাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন । এর ফলে বারাসত থেকে ডালখোলা জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য 2010 সালের দেওয়া জমির জন্য 2013 সালের কেন্দ্রের নতুন ক্ষতিপূরণ আইন মেনে জমিদাতারা বিশাল অঙ্কের ক্ষতিপূরণ পেতে চলেছেন ।

মুর্শিদাবাদের বহরমপুরের আঁধার মানিক এবং বাসুদেবখালি মৌজার 30 জন জমিদাতার ক্ষেত্রে নতুন আইনে ক্ষতিপূরণ 9 শতাংশ সুদ সমেত মেটানোর নির্দেশ দিয়েছেন কমিশনার । এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী অরিন্দম দাস জানান, রাজ্যে এতদিনে নতুন আইনে ক্ষতিপূরণের দাবি মেনে নেওয়ায় জমি জটে আটকে যাওয়া রাজ্যের বহু প্রকল্প গতি পাবে । 2013 সালের আগে যাঁরা সরকারি প্রকল্পে জমি দিয়ে 2015 সালের 1 জানুয়ারি পর্যন্ত ক্ষতিপূরণ পাননি বা নেননি, তাদেরই নতুন আইনে ক্ষতিপূরণ পাওয়ার কথা । আর নতুন আইন কার্যকর হলে জমির বর্তমান বাজার দরের প্রায় চার গুণ দাম পাওয়ার কথা জমিদাতাদের । কিন্তু এতদিন রাজ্য নতুন আইনে ক্ষতিপূরণ দিতে না চাওয়ায় আইনি জটে আটকে যায় বহু প্রকল্প ।

তিনি আরও জানান, কেন্দ্রের নতুন আইনের শুধু শিডিউল 1(এ) রাজ্য আপাতত কার্যকর করলেও বাকি দুটি শিডিউলও যাতে কার্যকর করা হয় এবার জমিদাতাদের সেই নিয়ে আইনি লড়াই করতে হবে । নতুন আইন রাজ্য কার্যকর করায় শুধু এই জাতীয় সড়ক নয়, গুজরাত থেকে অসম এশিয়ান হাইওয়ে, বীরভূমের উপর দিয়ে যাওয়া 14 নম্বর জাতীয় সড়ক-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে জমি দিয়ে নতুন আইনে ক্ষতিপূরণ না পাওয়া জমিদাতারা উপকৃত হবেন বলে আশা আইনজীবীদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.