ETV Bharat / state

গুগল ম্যাপে লেখা 'পুলিশ টাকা নেয়' ! ভয়ে অন্য পথে যাত্রীরা - DURGAPUR GOOGLE MAP CONTROVERSY

গুগল ম্যাপে জিপিএস অন করে রামকৃষ্ণ এভিনিউয়ের কাছে গেলেই সেখানে লেখা দেখাচ্ছে, 'পুলিশ এখানে গাড়ি ধরে টাকা নেয়' ! এমন কাণ্ডে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ ৷

Police takes money, written in Google Map while searching in Durgapur
দুর্গাপুর স্টিল টাউনশিপের জিপিএস সিস্টেম গুগল ম্যাপে এজোন রামকৃষ্ণ এভিনিউ রোটারির জায়গায় 'পুলিশ টাকা নেয়' (ছবি সৌজন্য: গুগল ম্যাপ)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 16, 2025 at 9:19 PM IST

2 Min Read

দুর্গাপুর, 16 মার্চ: পুলিশ গাড়ি ধরে টাকা আদায় করে- এমন তথ্য দেখাচ্ছে গুগল ম্যাপ ! পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টিল টাউনশিপের গুগল ম্যাপ খুললেই দেখা হচ্ছে এমন লেখা। রামকৃষ্ণ এভিনিউ-এর ট্রাফিক চেক পোস্টের জায়গায় লেখা আছে 'পুলিশ এখানে গাড়ি ধরে,টাকা নেয়' ৷

ম্যাপে এমন লেখা দেখে সমালোচনায় সরব নেটিজেনরা ৷ দুর্গাপুর স্টিল টাউনশিপের এএসপি স্টেডিয়াম সংলগ্ন রামকৃষ্ণ এভিনিউ এবং তার আশপাশের এলাকায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট নাকা চেকিং করে ৷ দু'চাকার ও চার চাকা যানবাহন এবং চালকের সমস্ত নথিপত্র পরীক্ষা করে দেখে পুলিশ-প্রশাসন ৷ পাশাপাশি কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কি না, তাও খতিয়ে দেখেন ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা ৷

গুগল ম্যাপে লেখা পুলিশ টাকা নেয় (ছবি সৌজন্য: গুগল ম্যাপ)

লেখা দেখে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কে বা কারা এই ধরনের লেখা লিখল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ৷ হইচই পড়ে গিয়েছে নেটিজনেদের মধ্যেও ৷ কারা এসব করছে সেই নিয়েও চিন্তিত ট্রাফিক ৷ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত ৷ ব্যস্ত রাস্তা দিয়ে বহু বাইক থেকে শুরু করে চারচাকা গাড়ির চালক নিজেদের গন্তব্যে পৌঁছন ৷

সম্প্রতি মোবাইল লোকেশন ট্র্যাক করে ওই রাস্তা ধরে যেতে গিয়ে অনেকে চমকে যাচ্ছেন ৷ স্টেডিয়ামের সামনে গেলেই ম্যাপে লেখা ফুটে উঠছে 'পুলিশ এখানে গাড়ি ধরে, টাকা নেয়' ৷ সেই লেখা দেখে ভয়ে অনেকে থমকে যাচ্ছেন ৷ কেউ বা পুলিশের নাম দেখে অন্য পথ ধরছেন ৷ আবার মোবাইল লোকেশনে এই লেখা দেখে মজাও পাচ্ছেন নেটিজনদের একাংশ ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাইক চালক বলেন, "ওই রাস্তায় প্রায় দিন বিকেলের দিকে ট্রাফিক পুলিশ থাকে ৷ হেলমেট না থাকলে গাড়ি আটকানো হয় ৷ সেই জন্যই হয়তো কেউ মোবাইল লোকেশনে এসব লিখে দিয়েছে ৷"

তবে এসিপি (ট্রাফিক) রাজকুমার মালাকার বলেন, "গোটা দুর্গাপুরজুড়েই ট্রাফিকের বিশেষ নজরদারি চলে ৷ মদ্যপান করে গাড়ি চালালে আইনি পদক্ষেপ করা হয় ৷ ট্রাফিকের কড়া পদক্ষেপের জন্য দুর্ঘটনা কমেছে ৷ বসন্ত উৎসবের আবহেও দুর্ঘটনার হার একেবারেই কম ৷ মানুষের কোনও সমস্যা হচ্ছে কি না, সেটাও জানা হচ্ছে ৷ আমরা এই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম বিভাগের সাথে যোগাযোগ করেছি। গুগলের এই লোকেশন ম্যাপ তৈরি করা হয় ভিন দেশে। তাই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম বিভাগ কাজ করছে। "

দুর্গাপুর, 16 মার্চ: পুলিশ গাড়ি ধরে টাকা আদায় করে- এমন তথ্য দেখাচ্ছে গুগল ম্যাপ ! পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টিল টাউনশিপের গুগল ম্যাপ খুললেই দেখা হচ্ছে এমন লেখা। রামকৃষ্ণ এভিনিউ-এর ট্রাফিক চেক পোস্টের জায়গায় লেখা আছে 'পুলিশ এখানে গাড়ি ধরে,টাকা নেয়' ৷

ম্যাপে এমন লেখা দেখে সমালোচনায় সরব নেটিজেনরা ৷ দুর্গাপুর স্টিল টাউনশিপের এএসপি স্টেডিয়াম সংলগ্ন রামকৃষ্ণ এভিনিউ এবং তার আশপাশের এলাকায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট নাকা চেকিং করে ৷ দু'চাকার ও চার চাকা যানবাহন এবং চালকের সমস্ত নথিপত্র পরীক্ষা করে দেখে পুলিশ-প্রশাসন ৷ পাশাপাশি কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কি না, তাও খতিয়ে দেখেন ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা ৷

গুগল ম্যাপে লেখা পুলিশ টাকা নেয় (ছবি সৌজন্য: গুগল ম্যাপ)

লেখা দেখে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কে বা কারা এই ধরনের লেখা লিখল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ৷ হইচই পড়ে গিয়েছে নেটিজনেদের মধ্যেও ৷ কারা এসব করছে সেই নিয়েও চিন্তিত ট্রাফিক ৷ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত ৷ ব্যস্ত রাস্তা দিয়ে বহু বাইক থেকে শুরু করে চারচাকা গাড়ির চালক নিজেদের গন্তব্যে পৌঁছন ৷

সম্প্রতি মোবাইল লোকেশন ট্র্যাক করে ওই রাস্তা ধরে যেতে গিয়ে অনেকে চমকে যাচ্ছেন ৷ স্টেডিয়ামের সামনে গেলেই ম্যাপে লেখা ফুটে উঠছে 'পুলিশ এখানে গাড়ি ধরে, টাকা নেয়' ৷ সেই লেখা দেখে ভয়ে অনেকে থমকে যাচ্ছেন ৷ কেউ বা পুলিশের নাম দেখে অন্য পথ ধরছেন ৷ আবার মোবাইল লোকেশনে এই লেখা দেখে মজাও পাচ্ছেন নেটিজনদের একাংশ ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাইক চালক বলেন, "ওই রাস্তায় প্রায় দিন বিকেলের দিকে ট্রাফিক পুলিশ থাকে ৷ হেলমেট না থাকলে গাড়ি আটকানো হয় ৷ সেই জন্যই হয়তো কেউ মোবাইল লোকেশনে এসব লিখে দিয়েছে ৷"

তবে এসিপি (ট্রাফিক) রাজকুমার মালাকার বলেন, "গোটা দুর্গাপুরজুড়েই ট্রাফিকের বিশেষ নজরদারি চলে ৷ মদ্যপান করে গাড়ি চালালে আইনি পদক্ষেপ করা হয় ৷ ট্রাফিকের কড়া পদক্ষেপের জন্য দুর্ঘটনা কমেছে ৷ বসন্ত উৎসবের আবহেও দুর্ঘটনার হার একেবারেই কম ৷ মানুষের কোনও সমস্যা হচ্ছে কি না, সেটাও জানা হচ্ছে ৷ আমরা এই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম বিভাগের সাথে যোগাযোগ করেছি। গুগলের এই লোকেশন ম্যাপ তৈরি করা হয় ভিন দেশে। তাই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম বিভাগ কাজ করছে। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.