ETV Bharat / state

ঘাটাল মাস্টার প্ল্যান থেকে উন্নয়ন, আতশকাচের তলায় সাংসদ দেব - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 9:44 AM IST

Updated : Apr 24, 2024, 8:59 PM IST

Lok Sabha Election 2024: পরপর দু’বার তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছেন অভিনেতা দেব ৷ তৃতীয়বারেও দলের অন্যতম জনপ্রিয় মুখেই ভরসা রেখেছে রাজ্যের শাসকদল ৷ দেব সাংসদ হিসেবে কেমন ছিলেন ? খতিয়ে দেখল ইটিভি ভারত ৷

Etv Bharat
Etv Bharat
ঘাটালে হ্যাটট্রিকের দোরগোড়ায় অভিনেতা সাংসদ

ঘাটাল, 29 মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম হল ঘাটাল লোকসভা । এক সময় লাল দূর্গ বলে পরিচিত ছিল ঘাটাল । 1977 সাল থেকে 2009 সাল পর্যন্ত পাঁশকুড়া লোকসভা কেন্দ্র নাম হলেও পরবর্তীতে তা ঘাটাল লোকসভা হিসেবেই পরিচিত হয় ৷ এখান থেকেই টানা 7 বারের সাংসদ ছিলেন সিপিএমের গীতা মুখোপাধ্যায় ৷ মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনায় যার নাম অগ্রণী ৷ মাঝে 2004 সালে তৃণমূলের বিক্রম সরকার জিতলেও পরের লোকসভা ভোটেই ফের ফিরেছিল বামেরা ৷ আর তারপরে ফুটেছে জোড়াফুল ৷ 2014, 2019 লোকসভা ভোটে পরপর দু’বার সাংসদ হয়েছেন অভিনেতা দেব ৷

Lok Sabha Election
বিশ বাঁও জলে ঘাটাল মাস্টার প্ল্যান

ভোটে জেতার ক্ষেত্রে দেবের অন্যতম হাতিয়ার ছিল ঘাটাল মাস্টার প্ল্যান ৷ 2014 সালের সেই প্রতিশ্রুতি এখনও পূরণ করতে পারেননি দলের তারকা সাংসদ ৷ যা না-হওয়ার কারণ হিসেবে দেব বারবার কেন্দ্রীয় সরকারকে দুষলেও, ফি বছর নিয়ম করে জলে ডুবে থাকে ঘাটাল ও সংলগ্ন এলাকা ৷ এবারের ভোট প্রচারে দেব জানিয়েছেন, তিনি ক্ষমতায় এলে রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে ৷ যদিও তা নিয়ে বিরোধী শিবির কিংবা সাধারণ ভোটার, প্রত্যেকেই বিরক্ত ৷ অন্যদিকে, এলাকাবাসীদের অনেকে আবার দেবকেই ফের সাংসদ দেখতে চান ৷ তাঁদের কথায়, প্রতিকূলতা ছিল, অনেক কাজ এখনও অসম্পূর্ণ ৷ কিন্তু নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন দেব ৷ ফলে তৃতীয়বারেও ঘরের ছেলেকেই চাইছেন তাঁরা ৷

দেবের আমলে কী কী হয়েছে:

1. মুখ্যমন্ত্রীর ঘোষণা করা সোনার হাবের জায়গা চিহ্নিত হয়ে তৈরির কাজ চলছে

2. কোভিডের সময়ে পরিযায়ী শ্রমিকদের জেলায় ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে

3.ঘাটাল মাস্টার প্ল্যান না-হলেও বিভিন্ন নদী-নালা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়েছে

4. ঝুমি-সহ বিভিন্ন নদীতে ব্রিজ তৈরি করা হয়েছে

5. দাসপুরের পলাশপাই খালের ভগ্ন ব্রিজ মেরামত করা হয়েছে

দেবের আমলে কী কী হয়নি:

1. এখনও অধরা ঘাটাল মাস্টার প্ল্যান

2. একাধিক কর্মতীর্থ উদ্বোধন হলেও চালু হয়নি

3. বহু বাঁশের ব্রিজ কংক্রিট করার পরিকল্পনা হলেও, এখনও বাস্তবায়িত হয়নি

4. পাঁশকুড়ার উড়ালপুল ও পাকা রাস্তার প্রতিশ্রুতি পূরণ হয়নি

5.বহু অঙ্গনওয়াড়ি ছোট ছোট স্কুল গাছের নিচে চলে, একাধিক দুর্ঘটনা ঘটলেও তার সমাধান হয়নি

6. সবং মাদুর শিল্প নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও হয়নি

7. পিংলার পটশিল্পীদের বিশেষ ব্যবস্থার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি

দেবের এবারের প্রতিশ্রুতি:

1. রাজ্য সরকার দ্বারা রূপায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান

2. পাঁশকুড়া উড়ালপুল বাস্তবায়ন

3. আদিবাসী স্কুলগুলোর উন্নয়নকল্পে 10% টাকা দেওয়া

4. কেশপুরের সঙ্গে সংযোগকারী বেশ কিছু ব্রিজ তৈরি করে দেওয়া

এবারের চিত্রটা ঠিক কী ?

2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর 2014 সালে তরুণ অভিনেতা-রাজনীতিবিদ দীপক অধিকারী ওরফে দেবকে প্রার্থী করে তৃণমূল । রাজনীতির অন্দরের খবর, নিজেদের মধ্যে দ্বন্দ্ব থামাতেই এই উদ্যোগ নিয়েছিল তৃণমূল । যদিও ব্যক্তিগত ক্যারিশমা, দলের সংগঠনের মেলবন্ধনে প্রায় 2 লক্ষ 61 হাজার ভোটে যেতেন দেব ৷

পাঁচ বছর পর ফের তাঁকেই প্রার্থী করে দল ৷ প্রায় 34 হাজার ভোট বাড়ালেও জয়ের ব্যবধান কমে প্রায় অর্ধেক হয়ে যায় ৷ দেবের বিপক্ষে ছিলেন বিজেপির ভারতী ঘোষ ৷ গতবারের চেয়ে প্রায় 5 লক্ষ 15 হাজার ভোট বাড়ায় বিজেপি ৷ সেখানেই এবার হিরণ্ময় চট্টোপাধ্যায়কে (হিরণ) প্রার্থী করেছে দল ৷ প্রতিপক্ষ দেবকে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে চ্য়ালেঞ্জ ও নানা চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ শুধু মৌখিক অভিযোগই নয়, স্বপক্ষে কেন্দ্রীয় সরকারের একাধিক রিপোর্টের কপিও দেখাচ্ছেন পদ্মের প্রার্থী ৷ ফলে দেবের জন্য লড়াইটা ক্রমশ কঠিন হচ্ছে ৷ যদিও তৃতীয়বারও লোকসভা নির্বাচনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ঘাটালের তৃণমূল প্রার্থী ৷

আরও পড়ুন:

  1. ঘাটালে ‘হিরোগিরি’ ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা
  2. দেবকে 'সেতু চোর' তকমা দিয়ে বিক্ষোভে হিরণ
  3. কী কাজ করেছি মানুষ জানে, ইটিভি ভারতকে বললেন দেব

ঘাটালে হ্যাটট্রিকের দোরগোড়ায় অভিনেতা সাংসদ

ঘাটাল, 29 মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম হল ঘাটাল লোকসভা । এক সময় লাল দূর্গ বলে পরিচিত ছিল ঘাটাল । 1977 সাল থেকে 2009 সাল পর্যন্ত পাঁশকুড়া লোকসভা কেন্দ্র নাম হলেও পরবর্তীতে তা ঘাটাল লোকসভা হিসেবেই পরিচিত হয় ৷ এখান থেকেই টানা 7 বারের সাংসদ ছিলেন সিপিএমের গীতা মুখোপাধ্যায় ৷ মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনায় যার নাম অগ্রণী ৷ মাঝে 2004 সালে তৃণমূলের বিক্রম সরকার জিতলেও পরের লোকসভা ভোটেই ফের ফিরেছিল বামেরা ৷ আর তারপরে ফুটেছে জোড়াফুল ৷ 2014, 2019 লোকসভা ভোটে পরপর দু’বার সাংসদ হয়েছেন অভিনেতা দেব ৷

Lok Sabha Election
বিশ বাঁও জলে ঘাটাল মাস্টার প্ল্যান

ভোটে জেতার ক্ষেত্রে দেবের অন্যতম হাতিয়ার ছিল ঘাটাল মাস্টার প্ল্যান ৷ 2014 সালের সেই প্রতিশ্রুতি এখনও পূরণ করতে পারেননি দলের তারকা সাংসদ ৷ যা না-হওয়ার কারণ হিসেবে দেব বারবার কেন্দ্রীয় সরকারকে দুষলেও, ফি বছর নিয়ম করে জলে ডুবে থাকে ঘাটাল ও সংলগ্ন এলাকা ৷ এবারের ভোট প্রচারে দেব জানিয়েছেন, তিনি ক্ষমতায় এলে রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে ৷ যদিও তা নিয়ে বিরোধী শিবির কিংবা সাধারণ ভোটার, প্রত্যেকেই বিরক্ত ৷ অন্যদিকে, এলাকাবাসীদের অনেকে আবার দেবকেই ফের সাংসদ দেখতে চান ৷ তাঁদের কথায়, প্রতিকূলতা ছিল, অনেক কাজ এখনও অসম্পূর্ণ ৷ কিন্তু নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন দেব ৷ ফলে তৃতীয়বারেও ঘরের ছেলেকেই চাইছেন তাঁরা ৷

দেবের আমলে কী কী হয়েছে:

1. মুখ্যমন্ত্রীর ঘোষণা করা সোনার হাবের জায়গা চিহ্নিত হয়ে তৈরির কাজ চলছে

2. কোভিডের সময়ে পরিযায়ী শ্রমিকদের জেলায় ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে

3.ঘাটাল মাস্টার প্ল্যান না-হলেও বিভিন্ন নদী-নালা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়েছে

4. ঝুমি-সহ বিভিন্ন নদীতে ব্রিজ তৈরি করা হয়েছে

5. দাসপুরের পলাশপাই খালের ভগ্ন ব্রিজ মেরামত করা হয়েছে

দেবের আমলে কী কী হয়নি:

1. এখনও অধরা ঘাটাল মাস্টার প্ল্যান

2. একাধিক কর্মতীর্থ উদ্বোধন হলেও চালু হয়নি

3. বহু বাঁশের ব্রিজ কংক্রিট করার পরিকল্পনা হলেও, এখনও বাস্তবায়িত হয়নি

4. পাঁশকুড়ার উড়ালপুল ও পাকা রাস্তার প্রতিশ্রুতি পূরণ হয়নি

5.বহু অঙ্গনওয়াড়ি ছোট ছোট স্কুল গাছের নিচে চলে, একাধিক দুর্ঘটনা ঘটলেও তার সমাধান হয়নি

6. সবং মাদুর শিল্প নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও হয়নি

7. পিংলার পটশিল্পীদের বিশেষ ব্যবস্থার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি

দেবের এবারের প্রতিশ্রুতি:

1. রাজ্য সরকার দ্বারা রূপায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান

2. পাঁশকুড়া উড়ালপুল বাস্তবায়ন

3. আদিবাসী স্কুলগুলোর উন্নয়নকল্পে 10% টাকা দেওয়া

4. কেশপুরের সঙ্গে সংযোগকারী বেশ কিছু ব্রিজ তৈরি করে দেওয়া

এবারের চিত্রটা ঠিক কী ?

2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর 2014 সালে তরুণ অভিনেতা-রাজনীতিবিদ দীপক অধিকারী ওরফে দেবকে প্রার্থী করে তৃণমূল । রাজনীতির অন্দরের খবর, নিজেদের মধ্যে দ্বন্দ্ব থামাতেই এই উদ্যোগ নিয়েছিল তৃণমূল । যদিও ব্যক্তিগত ক্যারিশমা, দলের সংগঠনের মেলবন্ধনে প্রায় 2 লক্ষ 61 হাজার ভোটে যেতেন দেব ৷

পাঁচ বছর পর ফের তাঁকেই প্রার্থী করে দল ৷ প্রায় 34 হাজার ভোট বাড়ালেও জয়ের ব্যবধান কমে প্রায় অর্ধেক হয়ে যায় ৷ দেবের বিপক্ষে ছিলেন বিজেপির ভারতী ঘোষ ৷ গতবারের চেয়ে প্রায় 5 লক্ষ 15 হাজার ভোট বাড়ায় বিজেপি ৷ সেখানেই এবার হিরণ্ময় চট্টোপাধ্যায়কে (হিরণ) প্রার্থী করেছে দল ৷ প্রতিপক্ষ দেবকে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে চ্য়ালেঞ্জ ও নানা চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ শুধু মৌখিক অভিযোগই নয়, স্বপক্ষে কেন্দ্রীয় সরকারের একাধিক রিপোর্টের কপিও দেখাচ্ছেন পদ্মের প্রার্থী ৷ ফলে দেবের জন্য লড়াইটা ক্রমশ কঠিন হচ্ছে ৷ যদিও তৃতীয়বারও লোকসভা নির্বাচনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ঘাটালের তৃণমূল প্রার্থী ৷

আরও পড়ুন:

  1. ঘাটালে ‘হিরোগিরি’ ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা
  2. দেবকে 'সেতু চোর' তকমা দিয়ে বিক্ষোভে হিরণ
  3. কী কাজ করেছি মানুষ জানে, ইটিভি ভারতকে বললেন দেব
Last Updated : Apr 24, 2024, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.