ETV Bharat / state

অ্যাম্বুলেন্সে করে পাচারের চেষ্টা ! বাজেয়াপ্ত 150 কেজি গাঁজা, গ্রেফতার 5 - GANJA SMUGGLING

দুই যুবকের থেকে বাজেয়াপ্ত হয়েছে দেড় কুইন্টাল গাঁজা । অন্যদিকে সামশেরগঞ্জ পুলিশের তৎপরতায় দু’টি 7.6 এমএম পিস্তল, আট রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার হয়েছে তিন যুবক ।

Two Youth Arrested with approx 150 Kg Ganja
অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের চেষ্টা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2025, 5:06 PM IST

সামশেরগঞ্জ, 18 ফেব্রুয়ারি: পুলিশের চোখে ধুলো দিতে অ্যাম্বুলেন্সে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণের গাঁজা । কিন্তু, পাচারকারিদের চেষ্টা ব্যর্থ করল পুলিশ । গাঁজা পাচার করতে গিয়ে সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার হল দুই যুবক । জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সামশেরগঞ্জ থানার চকসাপুর মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের । বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় দেড় কুইন্টাল গাঁজা ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আদিত্য দাস এবং অনুপ সূত্রধর । আদিত্য দাসের বাড়ি শিলিগুড়িতে । অনুপ আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকার বাসিন্দা । মঙ্গলবার ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, সামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ এবং ওসি শিবপ্রসাদ ঘোষের উপস্থিতিতে গাঁজা বাজেয়াপ্ত করা হয় । উত্তরবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গের দিকে গাঁজা নিয়ে যাওয়ার পথেই গ্রেফতার করা হয় তাদের । নতুন কৌশলে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের ঘটনায় এলাকাজুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে ।

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের চেষ্টা (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে দেদার গাঁজা ঢুকছে দক্ষিণবঙ্গে । দিনকয়েক আগে তেলের ট্যাঙ্কারে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে দুই পাচারকারি । বাজেয়াপ্ত করা হয়েছিল দু’কুইন্টাল গাঁজা । এবার অ্যাম্বুলেন্সে পাচার করতে গয়ে ধৃত আরও দুই । পুলিশের বক্তব্য, ধৃতদের আজই মাদক আইনের বিশেষ আদালতে হাজির করা হচ্ছে । এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আদালতে ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হচ্ছে ।

উদ্ধার দু’টি পিস্তল...

অন্য আরেকটি ঘটনায় সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় দু’টি 7.6 এমএম পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং আট রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার হয়েছে তিন যুবক । সোমবার রাতে সামশেরগঞ্জ থানার নতুন জালাদিপুর 12 নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে তামিলনাড়ুর চেন্নাইয়ের দুই যুবক এবং সুতি থানার এক যুবককে গ্রেফতার করা হয়েছে । তাদের কাছ থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রগুলি । ধৃতদের মঙ্গলবার জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। চেন্নাই থেকে আগ্নেয়াস্ত্রগুলি হাত বদলের উদ্দেশ্যে সামশেরগঞ্জ এলাকায় এসেছিল বলেই জানতে পেরেছে পুলিশ । আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন

সামশেরগঞ্জ, 18 ফেব্রুয়ারি: পুলিশের চোখে ধুলো দিতে অ্যাম্বুলেন্সে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণের গাঁজা । কিন্তু, পাচারকারিদের চেষ্টা ব্যর্থ করল পুলিশ । গাঁজা পাচার করতে গিয়ে সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার হল দুই যুবক । জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সামশেরগঞ্জ থানার চকসাপুর মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের । বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় দেড় কুইন্টাল গাঁজা ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আদিত্য দাস এবং অনুপ সূত্রধর । আদিত্য দাসের বাড়ি শিলিগুড়িতে । অনুপ আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকার বাসিন্দা । মঙ্গলবার ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, সামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ এবং ওসি শিবপ্রসাদ ঘোষের উপস্থিতিতে গাঁজা বাজেয়াপ্ত করা হয় । উত্তরবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গের দিকে গাঁজা নিয়ে যাওয়ার পথেই গ্রেফতার করা হয় তাদের । নতুন কৌশলে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের ঘটনায় এলাকাজুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে ।

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের চেষ্টা (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে দেদার গাঁজা ঢুকছে দক্ষিণবঙ্গে । দিনকয়েক আগে তেলের ট্যাঙ্কারে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে দুই পাচারকারি । বাজেয়াপ্ত করা হয়েছিল দু’কুইন্টাল গাঁজা । এবার অ্যাম্বুলেন্সে পাচার করতে গয়ে ধৃত আরও দুই । পুলিশের বক্তব্য, ধৃতদের আজই মাদক আইনের বিশেষ আদালতে হাজির করা হচ্ছে । এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আদালতে ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হচ্ছে ।

উদ্ধার দু’টি পিস্তল...

অন্য আরেকটি ঘটনায় সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় দু’টি 7.6 এমএম পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং আট রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার হয়েছে তিন যুবক । সোমবার রাতে সামশেরগঞ্জ থানার নতুন জালাদিপুর 12 নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে তামিলনাড়ুর চেন্নাইয়ের দুই যুবক এবং সুতি থানার এক যুবককে গ্রেফতার করা হয়েছে । তাদের কাছ থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রগুলি । ধৃতদের মঙ্গলবার জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। চেন্নাই থেকে আগ্নেয়াস্ত্রগুলি হাত বদলের উদ্দেশ্যে সামশেরগঞ্জ এলাকায় এসেছিল বলেই জানতে পেরেছে পুলিশ । আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.