আসানসোল, 1 জুলাই: জেলে গিয়েও সরাসরি পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিল বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং ৷ সোমবার আসানসোল আদালত থেকে সুবোধকে জেলে নিয়ে আসা হয় ৷ তখনই এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই সিআইডি'র তরফে আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট মামলাও দায়ের করেছে ।
2022 সালে রানীগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের ঘটনায় বিহারের বেউড় জেল থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় সুবোধকে। সোমবার তাকে সিআইডি নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আসানসোল আদালতে আবেদন জানায় ৷ যদিও আইনজীবীদের কর্মবিরতি থাকার জেরে সুবোধ সিংকে জেল হেফাজতেই পাঠান বিচারক। ফের আসানসোল সংশোধনাগারে সুবোধকে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশোধনাগারে যাওয়ার সময় ওই মামলার তদন্তকারী অফিসারকে এবং অন্য আরও এক অফিসারকে সুবোধ সিং দেখে নেওয়ার হুমকি দিয়েছে।
এই ঘটনার পরই সিআইডির পক্ষ থেকে গোটা ঘটনার বিবরণ জানিয়ে আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের পর পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কুখ্যাত গ্যাংস্টারের এমন আচরণকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না পুলিশ মহল। নিরাপত্তা আরও বাড়ানোর কথা ভাবছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। কারণ হিসাবে পুলিশের দাবি, এই সুবোধ সিংয়ের নেটওয়ার্ক বিরাট।বিহারের জেলে বসেই রাজ্যে রাজ্যে সোনার দোকানে ডাকাতি থেকে শুরু করে তোলাবাজি এবং খুনের মতো অপরাধ করিয়েছে। তাই কোনওভাবেই ঝুঁকি নিতে নারাজ পুলিশ ৷ এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, সিআইডির তরফে আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ করা হয়েছে। তাতে বলা হয়েছে সুবোধ সিং নামে এক দুষ্কৃতী অফিসারদের হুমকি দিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে ব্যবস্থ নিচ্ছে।