ETV Bharat / state

লোকালয়ে দাপিয়ে বেড়ানো বাইসনের হানায় জলপাইগুড়িতে আহত এক মহিলা-সহ 4 - Bison Attack in Jalpaiguri

Bison Attack in Jalpaiguri: এলাকায় বাইসন হানা ৷ ঘটনায় আহত 4 ৷ তাদের মধ্যে একজন মহিলাও আছেন ৷ গুরুতর আহত অবস্থায় ইতিমধ্যেই একজনকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ এলাকাবাসীকে সাবধান করতে প্রচার শুরু করেছেন বনকর্মীরা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 3:43 PM IST

Bison Attack in Jalpaiguri
লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন
লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন

জলপাইগুড়ি, 21 মার্চ: লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন ৷ বন্যপ্রাণীর আক্রমণে আহত এক মহিলা-সহ 4 । বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারী বাইশচালা এলাকায় দাপিয়ে বেড়ায় বাইসনটি ৷ আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে স্থানীয় জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এদিন বেলার দিকে আবারও এলাকায় ঢুকে পড়ে বাইসনটি ৷ বন্যপ্রাণীটির হানায় জখম হয়েছেন চন্দন বৈরাগী ও সৌভিক রায় নামে আরও দুই ব্যক্তি ৷

এলাকাবাসীদের দাবি, পাশেই সোনাখালী জঙ্গল ৷ সেখান থেকেই সম্ভবত একাধিক বাইসন এলাকায় ঢুকে পড়ে ৷ সেইসময়ে বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন বিমল রায় ৷ তখনই একটি বাইসন তাঁর উপর হামলা চালায় ৷ বাইসনে গুঁতোয় গুরুতর আহত হন ওই ব্যক্তি ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ওই ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ হামলায় জখম হয়েছে আরও এক মহিলা ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ ধূপগুড়ি হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে ৷ জখম মহিলার নাম আরতী রায় ।

ঘটনায় আহত আরতী রায় বলেন, "বাড়ির সামনে গরুকে জল দিতে গিয়েছিলাম ৷ সেইসময়ে একটি বাইসন চলে আসে ৷ তারপর আমার উপর হামলা করে ৷" কোনওরকমে বাইসনের হাত থেকে তাঁকে রক্ষা করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় যুবক রঞ্জন রায় ৷ তাঁর কথায়, "বৌদি বাড়ির সামনে কাজ করছিল ৷ সেই সময়েই একটি বাইসন চলে আসে ৷ কেউ বলছে একটা আবার কেউ বলছে 3টি বাইসন এসেছে ৷

স্থানীয়রাই বন দফতরে খবর দেয় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে যান বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা। তাঁরা এসে বাইসনগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন ৷ ঘুমপাড়ানি গুলিতে কাবু করে একটি বাইসন জঙ্গলে ফেরাতে পেরেছেন ৷ অন্যদু’টি বাইসন লেবু বাগানে আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে । এলাকাবাসীদের সাবধান করার পাশাপাশি প্রচার চলছে ৷ দু’টি বাইসন বনদফতরের ধরা না-পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

আরও পড়ুন:

  1. বাইসনের আক্রমণে জলপাইগুড়িতে মৃত্যু চা শ্রমিকের, আক্রান্ত স্ত্রী ও নাতি
  2. ডুয়ার্সে বাইসনের হামলায় আহত এক, বনদফতরের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের
  3. শিলিগুড়িতে লোকালয়ে ঢুকল বাইসন, জঙ্গলে ফেরানোর চেষ্টায় বন দফতর

লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন

জলপাইগুড়ি, 21 মার্চ: লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন ৷ বন্যপ্রাণীর আক্রমণে আহত এক মহিলা-সহ 4 । বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারী বাইশচালা এলাকায় দাপিয়ে বেড়ায় বাইসনটি ৷ আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে স্থানীয় জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এদিন বেলার দিকে আবারও এলাকায় ঢুকে পড়ে বাইসনটি ৷ বন্যপ্রাণীটির হানায় জখম হয়েছেন চন্দন বৈরাগী ও সৌভিক রায় নামে আরও দুই ব্যক্তি ৷

এলাকাবাসীদের দাবি, পাশেই সোনাখালী জঙ্গল ৷ সেখান থেকেই সম্ভবত একাধিক বাইসন এলাকায় ঢুকে পড়ে ৷ সেইসময়ে বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন বিমল রায় ৷ তখনই একটি বাইসন তাঁর উপর হামলা চালায় ৷ বাইসনে গুঁতোয় গুরুতর আহত হন ওই ব্যক্তি ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ওই ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ হামলায় জখম হয়েছে আরও এক মহিলা ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ ধূপগুড়ি হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে ৷ জখম মহিলার নাম আরতী রায় ।

ঘটনায় আহত আরতী রায় বলেন, "বাড়ির সামনে গরুকে জল দিতে গিয়েছিলাম ৷ সেইসময়ে একটি বাইসন চলে আসে ৷ তারপর আমার উপর হামলা করে ৷" কোনওরকমে বাইসনের হাত থেকে তাঁকে রক্ষা করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় যুবক রঞ্জন রায় ৷ তাঁর কথায়, "বৌদি বাড়ির সামনে কাজ করছিল ৷ সেই সময়েই একটি বাইসন চলে আসে ৷ কেউ বলছে একটা আবার কেউ বলছে 3টি বাইসন এসেছে ৷

স্থানীয়রাই বন দফতরে খবর দেয় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে যান বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা। তাঁরা এসে বাইসনগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন ৷ ঘুমপাড়ানি গুলিতে কাবু করে একটি বাইসন জঙ্গলে ফেরাতে পেরেছেন ৷ অন্যদু’টি বাইসন লেবু বাগানে আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে । এলাকাবাসীদের সাবধান করার পাশাপাশি প্রচার চলছে ৷ দু’টি বাইসন বনদফতরের ধরা না-পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

আরও পড়ুন:

  1. বাইসনের আক্রমণে জলপাইগুড়িতে মৃত্যু চা শ্রমিকের, আক্রান্ত স্ত্রী ও নাতি
  2. ডুয়ার্সে বাইসনের হামলায় আহত এক, বনদফতরের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের
  3. শিলিগুড়িতে লোকালয়ে ঢুকল বাইসন, জঙ্গলে ফেরানোর চেষ্টায় বন দফতর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.