কলকাতা, 27 জুলাই: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। শনিবার সকাল 6টা 40 মিনিটে এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যুু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর। 34 বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ চৌধুরী। 1987 থেকে 2011 সাল পর্যন্ত কারা ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি।
প্রাক্তন কারামন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দুঃখিত। উনি বিরোধী রাজনীতি করলেও, আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। ওঁনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওঁনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কোনও প্রচেষ্টাই কাজে এল না। এই দুঃখের দিনে আমি ওঁনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের আন্তরিক সহমর্মিতা জানাই। প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সমস্ত সরকারি অফিস, কর্পোরেশন অর্ধদিবস ছুটি থাকবে।"
ছাত্র জীবন থেকেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল কমরেড বিশ্বনাথ চৌধুরীর ৷ সেই সময়েই বালুরঘাট কলেজে পিএসইউ'র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ওই কলেজে তিনবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে জেলার বাম ও গণ আন্দোলনের নেতৃত্ব দেন। 1977 সালে তিনি বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। 1977 থেকে 2011 পর্যন্ত দীর্ঘদিন তিনি বালুরঘাটের বিধায়ক ছিলেন। 2016 থেকে 2021 সাল পর্যন্ত ফের বালুরঘাট থেকে জয়ী হোন। 1987 সাল থেকে 2011 সাল পর্যন্ত দীর্ঘকাল তিনি বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ছিলেন। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি আরএসপি-র রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
কমরেড বিশ্বনাথ চৌধুরীকে শেষশ্রদ্ধা জানাতে তাঁর মৃতদেহ আজ বেলা 1 টা থেকে দুপুর 3.30 টা পর্যন্ত আরএসপি রাজ্য দফতরে শায়িত থাকবে। তারপর বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হবে। আরএসপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তাঁর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে ৷
রাজ্যের প্রাক্তন বাম ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী কমরেড বিশ্বনাথ চৌধুরীর জীবনাবসানে গভীর শোকপ্রকাশ করে, তাঁর পরিবার ও আরএসপি’র সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম ৷