নদিয়া, 2 অগস্ট: জমি জালিয়াতির অভিযোগে গ্রেফতার মায়াপুর ইসকনের এক প্রাক্তন কর্মকর্তা ৷ জমি জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হল মায়াপুর ইসকনের প্রাক্তন চিফ কো-অর্ডিনেটর জয়ন্ত সাহা ওরফে জগদআর্তিহা দাসকে।
বৃহস্পতিবার মায়াপুর বামনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবদ্বীপ থানায় অভিযোগ করেন ৷ তার ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জয়ন্ত সাহাকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ ৷ তবে সূত্রের খবর অনুযায়ী, ওই জমির চরিত্র বদল না করেই বিদেশিদের কাছে জমি বিক্রি করেছে বলে অভিযোগ ৷ শুক্রবার ধৃত ইসকনের প্রাক্তন কর্তা জগদআর্তিহা দাসকে নবদ্বীপ আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
অন্যদিকে, ইসকনের একজন গ্রেফতারের খবর পাওয়া মাত্রই নবদ্বীপ আদালতে পৌঁছন ভারতীয় কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার, শ্রুতি শেখর গোস্বামী ছাড়াও বিজেপির অন্যান্য নেতৃত্ব। এ বিষয়ে রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার বলেন, "দীর্ঘ 12 বছর আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে হঠাৎ করে এখন কেন গ্রেফতার তা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ শুধু তাই নয়, তিনি হিন্দু ধর্ম রক্ষার্থে বিভিন্ন রকম কর্মসূচিতেও যোগ দিয়েছেন ৷ এমনকী কার্তিক মহারাজের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যখন নির্বাচনী প্রচারে আক্রমণ করেছিলেন তখন প্রতিবাদী মুখ ছিলেন এই ইসকন ভক্ত।"
শুধু তাই নয়, বিজেপি নেতার দাবি, কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানেও তাঁর বিশেষ ভূমিকা ছিল ৷ আর তাই হিন্দু ধর্ম রক্ষার্থে তিনি একজন প্রতিবাদী মানুষ বলেই তাঁকে পুলিশ চক্রান্ত করে গ্রেফতার করেছে বলে অভিযোগ বিজেপির। অন্যদিকে, সূত্রের খবর অনুযায়ী, বেশ কয়েক মাস আগে ইসকনের একজন রক্ষীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল এই জগদআর্তিহা দাসের বিরুদ্ধে ৷ তারপর তাঁকে ইসকনের চিফ কো-অর্ডিনেটরের পদ থেকে অপসারণ করা হয় বলে জানা গিয়েছে ৷