দুর্গাপুর, 10 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ নির্যাতিতার সুবিচারের দাবিতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ ৷ দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোমবার মিছিল করল সিপিএম ৷ দুর্গাপুরের সেই মিছিল থেকে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন বাম সাংসদ বংশ গোপাল চৌধুরী ৷ তিনি বলেন, "সুপ্রিম কোর্টে হয় শুনানি হবে, না হয়ে ভিন্ন সুনামি হবে ৷"
কলকাতার আরজি কর হাসপাতালে ঠিক একমাস আগে তরুণী পড়ুয়া চিকিৎসকে নারকীয়ভাবে ধর্ষণ ও খুন করা হয় । বিগত একমাস ধরে সেই ঘটনার প্রতিবাদে আন্দোলনরত সাধারণ মানুষ ৷ আন্দোলনের সীমা রাজ্য ও দেশ ছাড়িয়ে চলে গিয়েছে বিদেশের মাটিতেও ৷ নির্যাতিতার সুবিচারের দাবিতে প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিরোধী রাজনৈতিক দলগুলিও ৷
সোমবার দুর্গাপুরের বেনাচিতি এলাকায় একযোগে প্রতিবাদ মিছিল করে বামেদের সমস্ত সংগঠনগুলি ৷ মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান তাঁরা ৷ কখনও শোনা যায়, 'আমরা চাই আজাদি', তো কখনও 'দাবি এক, দফা এক / মমতার পদত্যাগ' শ্লোগান ৷ ভিড়িঙ্গি মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় স্টিল মার্কেট এলাকায় ৷ নৃশংস ভাবে ধর্ষণের ও হত্যার পর প্রমাণ লোপাট করা হয়েছে বলেও অভিযোগ করা হয় বামেদের পক্ষ থেকে । সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতেও তাঁরা খুশি নন বলেও জানান বাম নেতৃত্ব ।
দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে, আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে বলেও হুঁশিয়ারি দেন বাম কর্মী-সমর্থকরা । প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী বলেন, "এই মামলা সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ছিল না । স্বতঃপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করেছে । আমাদের নেতা মহম্মদ সেলিম বলেছেন দ্রুত শুনানি না হলে সুনামি হবে ।" সেই সঙ্গে তিনি জানান, তবে সাধারণ মানুষের একটা বড় অংশ এই ঘটনা নিয়ে রাজনীতি চাইছেন না ৷ তাদের দাবি, নির্যাতিতার দোষীদের উপযুক্ত শাস্তি ৷