ETV Bharat / state

শিক্ষকদের উপর লাঠি ভালোভাবে দেখছেন না জহর সরকার, বলছেন চোরের উপর বাটপারি - JAWHAR SIRCAR

শিক্ষকদের উপর লাঠিচার্জকে ভালোভাবে দেখছেন না জহর সরকার ৷ ইটিভি ভারতকে জানালেন যোগ্য-অযোগ্য বাছার উপায় ৷ শুনলেন সুরজিৎ দত্ত ৷

ETV BHARAT
জহর সরকার (ছবি: জহর সরকারের ফেসবুক পেজ)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 9, 2025 at 8:15 PM IST

3 Min Read

কলকাতা, 9 এপ্রিল: শিক্ষকদের উপর পুলিশের লাঠি চালানো সঠিক কাজ হয়নি । মত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন আমলা জহর সরকারের । এদিন যেভাবে বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে তাকে চোরের উপর বাটপারি বলছেন তিনি । বলছেন, এটা একদমই ঠিক হয়নি । তাঁর প্রশ্ন, "রাজ্যে ডাক্তারদের আন্দোলনে সরকার এবং পুলিশ প্রশাসন যেভাবে সংযম দেখিয়েছিল তার সুফল পাওয়া গেলেও, এখানে লাঠিচার্জ করে কী বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে ?"

এদিন ইটিভি ভারতের তরফ থেকে এই প্রাক্তন আমলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এদিনের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন ৷ শিক্ষকদের ডিআই অফিস ঘেরাওয়ের ঘটনায় পুলিশ লাঠিচার্জের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "চাকরি হারানো শিক্ষকদের লাঠিপেটা ও ধাক্কাধাক্কির ঘটনা খুবই দুঃখজনক । যাই হোক, আদতে তো ওরা শিক্ষক । শিক্ষকরা মার খাচ্ছে দেখলে ছাত্রছাত্রীদের দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে যায় ।"

শিক্ষকদের উপর লাঠি ভালোভাবে দেখছেন না জহর সরকার (একান্ত প্রতিক্রিয়া)

তিনি আরও অভিযোগ করেছেন, "এই সমস্যা আমাদের সরকার নিজেরাই তৈরি করেছে । একুশ সালে সাংসদ হওয়ার পর এক বছরের মাথায় অর্থাৎ 2022 সালেই বলেছিলাম, সরকারের সমাধানের রাস্তা বের করা উচিত । তখনও উদ্যোগী হলে আজকের দিন দেখতে হত না । কারণ তখনও অনেকগুলো শিট ছিল ।"

জহর সরকারের কথায়, "এখনও যে ওএমআর শিট উদ্ধার করা অসম্ভব, তা কিন্তু নয় । কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, তারও একটা ইঙ্গিত দিয়েছেন তিনি । এই প্রাক্তন দুঁদে আমলা বলেন, "প্রথমেই দেখা যাচ্ছে একটা বড় অংশ যাঁদের এসএসসি রেকমেন্ড করেনি, তাঁরা চাকরি পেয়েছেন । এঁরা তো পুরোপুরি অযোগ্য । চাইলেই এঁদেরকে একটা দিকে সরিয়ে দেওয়া যায় । এভাবেই বাছাই করতে থাকলে একটা সংখ্যা চলে আসবে, যাঁদের ঠিক করা সম্ভব নয় যে তাঁরা যোগ্য না অযোগ্য । এই সংখ্যক শিক্ষকদের পরিমাণ খুব কম । এতে যোগ্যরা অন্তত তাঁদের ন্যায় পাবেন ।"

এদিন আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে হওয়া ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, "শিক্ষকদের উপর লাঠিচার্জ বা ধাক্কাধাক্কির ঘটনা একদমই ভুল হয়েছে । এর কারণ, এর আগে ডাক্তারদের যে আন্দোলন হয়েছিল সেক্ষেত্রে পুলিশ অনেক নিয়ন্ত্রিত ভূমিকা নিয়েছিল । ডাক্তারদের আন্দোলনের ক্ষেত্রে লালবাজারের মুখ পর্যন্ত পৌঁছে গিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে হেনস্থা পর্যন্ত করেছিল । কিন্তু তখন দেখা গিয়েছিল পুলিশ সংযত আচরণ করেছিল, কোথাও লাঠিচার্জ করেনি । সে সময় তথাকথিত নবান্ন অভিযান যাঁরা করেছিল, তাঁদের উপরও সেরকম কঠোর পদক্ষেপ করা হয়নি । সে সময় সংযমী ছিল বলেই সমস্যাটা এখনও পর্যন্ত যতদূর মনে হচ্ছে সমাধানের দিকে যাচ্ছে ।"

জহর সরকারের কথায়, "কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রথম দিন থেকেই লাঠিবাজি শুরু করা হচ্ছে । একে তো চোর, এ যেন চোরের উপর বাটপার । এটা ঠিক নয় ।" এই সমস্ত পুলিশকর্মীরা যে ঘটনা ঘটালেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত কি না, এই প্রশ্নের জবাবে জহর সরকার বলেন, "সেটা সরকার বুঝুক, তাদের নির্দেশের উপর ভিত্তি করে এই ঘটনা ঘটেছে, নাকি পুলিশ নিজেদের বাহুবল দেখাতে গিয়ে সব করেছে ৷ একে তো শিক্ষকদের সঙ্গে ন্যায় অন্যায় হয়েছে । অনেক শিক্ষক পয়সা দিয়ে ঢুকেছেন, না-হলে পয়সার পাহাড় দেখা যাবে কেন ! অন্যদিকে যাঁরা যোগ্য, যাঁদের ন্যায় প্রাপ্য - তাঁরা ন্যায় পাচ্ছেন না । তার উপর চুরির উপর বাটপারি...লাঠি ! এটা একেবারেই ঠিক নয় ।"

কলকাতা, 9 এপ্রিল: শিক্ষকদের উপর পুলিশের লাঠি চালানো সঠিক কাজ হয়নি । মত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন আমলা জহর সরকারের । এদিন যেভাবে বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে তাকে চোরের উপর বাটপারি বলছেন তিনি । বলছেন, এটা একদমই ঠিক হয়নি । তাঁর প্রশ্ন, "রাজ্যে ডাক্তারদের আন্দোলনে সরকার এবং পুলিশ প্রশাসন যেভাবে সংযম দেখিয়েছিল তার সুফল পাওয়া গেলেও, এখানে লাঠিচার্জ করে কী বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে ?"

এদিন ইটিভি ভারতের তরফ থেকে এই প্রাক্তন আমলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এদিনের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন ৷ শিক্ষকদের ডিআই অফিস ঘেরাওয়ের ঘটনায় পুলিশ লাঠিচার্জের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "চাকরি হারানো শিক্ষকদের লাঠিপেটা ও ধাক্কাধাক্কির ঘটনা খুবই দুঃখজনক । যাই হোক, আদতে তো ওরা শিক্ষক । শিক্ষকরা মার খাচ্ছে দেখলে ছাত্রছাত্রীদের দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে যায় ।"

শিক্ষকদের উপর লাঠি ভালোভাবে দেখছেন না জহর সরকার (একান্ত প্রতিক্রিয়া)

তিনি আরও অভিযোগ করেছেন, "এই সমস্যা আমাদের সরকার নিজেরাই তৈরি করেছে । একুশ সালে সাংসদ হওয়ার পর এক বছরের মাথায় অর্থাৎ 2022 সালেই বলেছিলাম, সরকারের সমাধানের রাস্তা বের করা উচিত । তখনও উদ্যোগী হলে আজকের দিন দেখতে হত না । কারণ তখনও অনেকগুলো শিট ছিল ।"

জহর সরকারের কথায়, "এখনও যে ওএমআর শিট উদ্ধার করা অসম্ভব, তা কিন্তু নয় । কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, তারও একটা ইঙ্গিত দিয়েছেন তিনি । এই প্রাক্তন দুঁদে আমলা বলেন, "প্রথমেই দেখা যাচ্ছে একটা বড় অংশ যাঁদের এসএসসি রেকমেন্ড করেনি, তাঁরা চাকরি পেয়েছেন । এঁরা তো পুরোপুরি অযোগ্য । চাইলেই এঁদেরকে একটা দিকে সরিয়ে দেওয়া যায় । এভাবেই বাছাই করতে থাকলে একটা সংখ্যা চলে আসবে, যাঁদের ঠিক করা সম্ভব নয় যে তাঁরা যোগ্য না অযোগ্য । এই সংখ্যক শিক্ষকদের পরিমাণ খুব কম । এতে যোগ্যরা অন্তত তাঁদের ন্যায় পাবেন ।"

এদিন আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে হওয়া ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, "শিক্ষকদের উপর লাঠিচার্জ বা ধাক্কাধাক্কির ঘটনা একদমই ভুল হয়েছে । এর কারণ, এর আগে ডাক্তারদের যে আন্দোলন হয়েছিল সেক্ষেত্রে পুলিশ অনেক নিয়ন্ত্রিত ভূমিকা নিয়েছিল । ডাক্তারদের আন্দোলনের ক্ষেত্রে লালবাজারের মুখ পর্যন্ত পৌঁছে গিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে হেনস্থা পর্যন্ত করেছিল । কিন্তু তখন দেখা গিয়েছিল পুলিশ সংযত আচরণ করেছিল, কোথাও লাঠিচার্জ করেনি । সে সময় তথাকথিত নবান্ন অভিযান যাঁরা করেছিল, তাঁদের উপরও সেরকম কঠোর পদক্ষেপ করা হয়নি । সে সময় সংযমী ছিল বলেই সমস্যাটা এখনও পর্যন্ত যতদূর মনে হচ্ছে সমাধানের দিকে যাচ্ছে ।"

জহর সরকারের কথায়, "কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রথম দিন থেকেই লাঠিবাজি শুরু করা হচ্ছে । একে তো চোর, এ যেন চোরের উপর বাটপার । এটা ঠিক নয় ।" এই সমস্ত পুলিশকর্মীরা যে ঘটনা ঘটালেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত কি না, এই প্রশ্নের জবাবে জহর সরকার বলেন, "সেটা সরকার বুঝুক, তাদের নির্দেশের উপর ভিত্তি করে এই ঘটনা ঘটেছে, নাকি পুলিশ নিজেদের বাহুবল দেখাতে গিয়ে সব করেছে ৷ একে তো শিক্ষকদের সঙ্গে ন্যায় অন্যায় হয়েছে । অনেক শিক্ষক পয়সা দিয়ে ঢুকেছেন, না-হলে পয়সার পাহাড় দেখা যাবে কেন ! অন্যদিকে যাঁরা যোগ্য, যাঁদের ন্যায় প্রাপ্য - তাঁরা ন্যায় পাচ্ছেন না । তার উপর চুরির উপর বাটপারি...লাঠি ! এটা একেবারেই ঠিক নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.