ETV Bharat / state

গত লোকসভার প্রচারে বাবুল-পবন কোলাকুলি! 'আজ এমন কী হল', প্রশ্ন ভোজপুরী গায়কের - Babul Supriyo Account Hack

Babul-Pawan Row: বাবুল সুপ্রিয় এখন তৃণমূলে ৷ এদিকে আসানসোল থেকে প্রার্থী হিসেবে আরেক গায়ক পবনের নাম ঘোষণা হয়েছিল ৷ তিনি অবশ্য সরে দাঁড়িয়ে আবারও ভোটে লড়ার ইচ্ছেপ্রকাশ করেছেন ৷ তবে 2019 সালের লোকসভা নির্বাচনে পবন, বিজেপির বাবুলের হয়ে প্রচার করেছিলেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 12:34 PM IST

ETV Bharat
বাবুল সুপ্রিয়র সঙ্গে পবন সিংয়ের সম্পর্কে চিড়

আসানসোল, 4 এপ্রিল: তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র গুগল অ্যাকাউন্ট-সহ সোশাল মিডিয়ার একাধিক অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে ৷ ভোজপুরী গায়ক পবন সিংয়ের অনুগামীরাই তা হ্যাক করেছে বলে অভিযোগ করেছেন বাবুল ৷ শুধু বাবুলই নয়, তাঁর পরিবারকে নিশানা করে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ ৷ এনিয়ে বাবুল তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে সরব হয়েছেন ৷ এদিকে একসময় বাবুলের হয়েই প্রচার করেছিলেন পবন সিং ৷ সেই প্রমাণ দিলেন বিহারের গায়ক-নায়ক ৷

গত কয়েকদিন ধরেই তুমুল আলোচনায় পবন সিং ও বাবুল সুপ্রিয় ৷ পবন সিংকে বিজেপি আসানসোল থেকে প্রার্থী করলেও তিনি প্রথমে দাঁড়াতে চাননি ৷ পরে আবার রাজি হন ৷ তৃণমূল তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলে, পবন যে সব সিনেমা, গানে অভিনয় করেছেন, তাতে মহিলাদের অসম্মান করা হয়েছে ৷

এই বিতর্কে কার্যত ঘি ঢেলেছিলেন তৃণমূল বিধায়ক বাবুল ৷ তিনি পবনের বেশ কিছু অ্যালবামের পোস্টার এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেন, পবন সিং তাঁর গানে বাঙালি মহিলাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন ৷ এরপর বাবুলের সেই পোস্টের প্রতিবাদ করেন পবন সিং ৷ তিনি জানান, তাঁর নামে যে পোস্টারগুলি বাবুল ছড়িয়েছিলেন, সেসবই ভুয়ো ৷ ওরকম কোনও গান তিনি গাননি ৷

গত 30 মার্চ পবন সিং পবন সিং তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে বিজেপি প্রার্থী বাবুল ও বিহারের গায়ক পবন সিংকে একই মঞ্চে দেখা যাচ্ছে ৷ এমনকী তাঁরা দু'জনে একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন ৷ এই ভিডিয়োর সঙ্গে পবন লেখেন, "শিল্পী এবং সন্ন্যাসীর কোনও জাত বা ধর্ম হয় না ৷ তাঁদের বিশেষ কুশলীর জন্য তাঁরা সমাজে সম্মান পান এবং তা পাবেনও ৷ 2019 সালে আমি বাবুল সুপ্রিয়ের জন্য প্রচারে আসানসোলে এসেছিলাম ৷ মান-সম্মান পেয়েছিলাম ৷ কিন্তু 2024 সালে বাবুলজির এমন কী হল যে আমায় বদনাম করতে ভুয়ো ছবির আশ্রয় নিতে হচ্ছে ? আপনি সঙ্গীতকেও ধোঁকা দিয়েছেন ৷ পুরোপুরি তৃণমূলের নেতা হয়ে গিয়েছেন, দুর্ভাগ্য!!"

এদিকে বিজেপিতে থাকাকালীন বাবুল আসানসোল লোকসভার প্রার্থী থাকাকালীন তার হয়ে প্রচারে আসার ভিডিওও পোস্ট করেন পবন সিং। এরপরেই ক্লাইম্যাক্সে আসে বাবুলের অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ ৷ তিনি দাবি করেন, পবন সিংয়ের অনুগামীরা বাবুল সুপ্রিয় ও তাঁর স্ত্রীর গুগল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে ৷ শুধু তাই নয় সোশাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়র মেয়ে, স্ত্রীকে নিয়ে অশ্লীল শব্দ প্রয়োগ করা হয়েছে, হুমকিও দেওয়া হয়েছে ৷

বাবুল সুপ্রিয় অবশ্য এনিয়ে ইতিমধ্যে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন ৷ যদিও গুগল অ্যাকাউন্ট, সোশাল মিডিয়ার অ্যাকাউন্টগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ বিষয়টি এক্স হ্যান্ডেলে বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ডেরেকও' ব্রায়েনকে জানানো হয়েছে ৷ ট্যাগ করা হয়েছে প্রধানমন্ত্রী ও জেপি নাড্ডাকেও ৷

বিষয়টি নিয়ে কথা বলার জন্য পবন সিংকে বারবার ফোন করা হলেও, তিনি ফোন ধরেন নি ৷ গত 2 মার্চ বিহারের নায়ক-গায়ক পবন সিংকে আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল থেকে প্রার্থী করেছিল বিজেপি ৷ পরের দিনই তিনি নির্বাচনে লড়বেন না বলে জানিয়ে দেন ৷ আবার 13 মার্চ তিনি জানান, তিনি ভোটে লড়বেন ৷

আরও পড়ুন:

  1. 'আসানসোলে প্রার্থী হওয়া নিয়ে কোনও আপত্তি নেই', জেপি নাড্ডার সঙ্গেও কথা পবন সিংয়ের
  2. ‘ভোটে লড়ব’, আসানসোলে না-দাঁড়াতে চাওয়া পবনের ঘোষণায় নয়া জল্পনা
  3. নতুন গান থেকে রাজনীতি, ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে মনের জানালা খুলে দিলেন বাবুল

আসানসোল, 4 এপ্রিল: তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র গুগল অ্যাকাউন্ট-সহ সোশাল মিডিয়ার একাধিক অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে ৷ ভোজপুরী গায়ক পবন সিংয়ের অনুগামীরাই তা হ্যাক করেছে বলে অভিযোগ করেছেন বাবুল ৷ শুধু বাবুলই নয়, তাঁর পরিবারকে নিশানা করে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ ৷ এনিয়ে বাবুল তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে সরব হয়েছেন ৷ এদিকে একসময় বাবুলের হয়েই প্রচার করেছিলেন পবন সিং ৷ সেই প্রমাণ দিলেন বিহারের গায়ক-নায়ক ৷

গত কয়েকদিন ধরেই তুমুল আলোচনায় পবন সিং ও বাবুল সুপ্রিয় ৷ পবন সিংকে বিজেপি আসানসোল থেকে প্রার্থী করলেও তিনি প্রথমে দাঁড়াতে চাননি ৷ পরে আবার রাজি হন ৷ তৃণমূল তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলে, পবন যে সব সিনেমা, গানে অভিনয় করেছেন, তাতে মহিলাদের অসম্মান করা হয়েছে ৷

এই বিতর্কে কার্যত ঘি ঢেলেছিলেন তৃণমূল বিধায়ক বাবুল ৷ তিনি পবনের বেশ কিছু অ্যালবামের পোস্টার এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেন, পবন সিং তাঁর গানে বাঙালি মহিলাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন ৷ এরপর বাবুলের সেই পোস্টের প্রতিবাদ করেন পবন সিং ৷ তিনি জানান, তাঁর নামে যে পোস্টারগুলি বাবুল ছড়িয়েছিলেন, সেসবই ভুয়ো ৷ ওরকম কোনও গান তিনি গাননি ৷

গত 30 মার্চ পবন সিং পবন সিং তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে বিজেপি প্রার্থী বাবুল ও বিহারের গায়ক পবন সিংকে একই মঞ্চে দেখা যাচ্ছে ৷ এমনকী তাঁরা দু'জনে একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন ৷ এই ভিডিয়োর সঙ্গে পবন লেখেন, "শিল্পী এবং সন্ন্যাসীর কোনও জাত বা ধর্ম হয় না ৷ তাঁদের বিশেষ কুশলীর জন্য তাঁরা সমাজে সম্মান পান এবং তা পাবেনও ৷ 2019 সালে আমি বাবুল সুপ্রিয়ের জন্য প্রচারে আসানসোলে এসেছিলাম ৷ মান-সম্মান পেয়েছিলাম ৷ কিন্তু 2024 সালে বাবুলজির এমন কী হল যে আমায় বদনাম করতে ভুয়ো ছবির আশ্রয় নিতে হচ্ছে ? আপনি সঙ্গীতকেও ধোঁকা দিয়েছেন ৷ পুরোপুরি তৃণমূলের নেতা হয়ে গিয়েছেন, দুর্ভাগ্য!!"

এদিকে বিজেপিতে থাকাকালীন বাবুল আসানসোল লোকসভার প্রার্থী থাকাকালীন তার হয়ে প্রচারে আসার ভিডিওও পোস্ট করেন পবন সিং। এরপরেই ক্লাইম্যাক্সে আসে বাবুলের অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ ৷ তিনি দাবি করেন, পবন সিংয়ের অনুগামীরা বাবুল সুপ্রিয় ও তাঁর স্ত্রীর গুগল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে ৷ শুধু তাই নয় সোশাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়র মেয়ে, স্ত্রীকে নিয়ে অশ্লীল শব্দ প্রয়োগ করা হয়েছে, হুমকিও দেওয়া হয়েছে ৷

বাবুল সুপ্রিয় অবশ্য এনিয়ে ইতিমধ্যে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন ৷ যদিও গুগল অ্যাকাউন্ট, সোশাল মিডিয়ার অ্যাকাউন্টগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ বিষয়টি এক্স হ্যান্ডেলে বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ডেরেকও' ব্রায়েনকে জানানো হয়েছে ৷ ট্যাগ করা হয়েছে প্রধানমন্ত্রী ও জেপি নাড্ডাকেও ৷

বিষয়টি নিয়ে কথা বলার জন্য পবন সিংকে বারবার ফোন করা হলেও, তিনি ফোন ধরেন নি ৷ গত 2 মার্চ বিহারের নায়ক-গায়ক পবন সিংকে আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল থেকে প্রার্থী করেছিল বিজেপি ৷ পরের দিনই তিনি নির্বাচনে লড়বেন না বলে জানিয়ে দেন ৷ আবার 13 মার্চ তিনি জানান, তিনি ভোটে লড়বেন ৷

আরও পড়ুন:

  1. 'আসানসোলে প্রার্থী হওয়া নিয়ে কোনও আপত্তি নেই', জেপি নাড্ডার সঙ্গেও কথা পবন সিংয়ের
  2. ‘ভোটে লড়ব’, আসানসোলে না-দাঁড়াতে চাওয়া পবনের ঘোষণায় নয়া জল্পনা
  3. নতুন গান থেকে রাজনীতি, ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে মনের জানালা খুলে দিলেন বাবুল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.