দার্জিলিং, 26 মার্চ: রেড পান্ডা প্রজনন কেন্দ্র এবং দার্জিলিং চিড়িয়াখানার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার । বিদেশি পর্যটকদের জন্য সাজিয়ে তোলা হবে দার্জিলিং চিড়িয়াখানা । চিড়িয়াখানার বায়ো ব্যাংকিং ও গবেষণাগারে যাতে গবেষণায় জোর দেওয়া হয় সেই উদ্যোগও নেওয়া হবে । বুধবার কার্শিয়াং বনবিভাগ ও কার্শিয়াং বন বিভাগের অধীন মহানন্দা অভয়ারণ্য পরিদর্শন করে এমনই একগুচ্ছ পরিকল্পনার কথা ইটিভি ভারতকে জানালেন রাজ্যের বন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা ।
পাঁচদিনের পাহাড় সফরে রয়েছেন বনমন্ত্রী । সান্দাকফু, সিঙ্গালিলা অভয়ারণ্য, তোপকেদাড়া রেডপান্ডা প্রজনন কেন্দ্র, দার্জিলিং চিড়িয়াখানা ও মহানন্দা অঅভয়ারণ্য পরিদর্শন করেন তিনি । রাজ্যের প্রথম কোনও বনমন্ত্রী সিঙ্গালিলা অভয়ারণ্য ও সান্দাকফু পরিদর্শন করলেন ।
রাজ্য জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং চিড়িয়াখানার অ্যাকোয়ারিয়াম মেরামতের জন্য প্রায় দশ লক্ষ টাকা, মাল্টিপারপাস হলের মেরামত ও সংস্কারের জন্য 11 লক্ষ টাকা, সিঙ্গালিলা অভয়ারণ্যে গৈরীবাসে রেড পান্ডা প্রজনন কেন্দ্রের ফেন্সিং বৃদ্ধি ও মেরামতের জন্য 14 লক্ষ 22 হাজার টাকা বরাদ্দ করা হয়েছে । বায়ো ব্যাংকিং, গবেষণাগার ও মিউজিয়ামে ভিন রাজ্যের পাশাপাশি বিদেশি সংস্থা যাতে গবেষণার সুযোগ পায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে ।

বীরবাহা হাঁসদা এদিন বলেন, "আমার পাহাড়ের বনবিভাগ, প্রজনন কেন্দ্র ও অভয়ারণ্য পরিদর্শনের কারণই হল সেইসব এলাকায় বনকর্মীরা কাজের সময় কী কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা খতিয়ে দেখা । একদম গোড়ায় গিয়ে অভাব সমস্যা খতিয়ে দেখেছি । কোনও মাধ্যম নয় । সরাসরি তাঁদের সঙ্গে কথা বলেছি । বেশকিছু প্রস্তাব পেয়েছি ৷ সেসব খতিয়ে দেখব । তবে বনকর্মী ও আধিকারিকরা দারুণ কাজ করছেন । দার্জিলিং চিড়িয়াখানা গোটা বিশ্বে নজির স্থাপন করেছে । আগের থেকে চিড়িয়াখাগুলো অনেকটা উন্নত হয়েছে । মুখ্যমন্ত্রী প্রতিটি চিড়িয়াখানা ও সাফারি পার্কের পরিকাঠামোগত উন্নয়নে জোর দিয়েছেন । সেই দিক দিয়েও কিছু প্রস্তাব পেয়েছি । সেগুলো করার চেষ্টা করব । আর মুখ্যমন্ত্রীর দেখানো পথে একজন বনের কর্মী হিসেবে সেই কাজই করছি ।"