ETV Bharat / state

প্রবল বর্ষণে উত্তর সিকিমে বন্যা পরিস্থিতি, আটকে প্রায় 800 পর্যটক - FLOOD SITUATION IN SIKKIM

একটা বিপর্যয় ঠিকভাবে কাটিয়ে ওঠার আগেই সিকিমে ফের বিপর্যয় ৷ টানা ভারী বৃষ্টিতে রাস্তায় ধস, বাড়ি ও রাস্তার উপর দিয়ে বইছে জল ৷

North Sikkim Flood Situation
ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তর সিকিম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 25, 2025 at 6:59 AM IST

2 Min Read

গ্যাংটক, 25 এপ্রিল: ফের প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিবেশী রাজ্য সিকিম । লোনাক হ্রদ ভেঙে বন্যা পরিস্থিতির ধাক্কা সামলে উঠতে না উঠতেই এবার উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাতের জেরে সিকিমে বন্যা পরিস্থিতি । যার জেরে ফের ধাক্কার মুখে সিকিমের পর্যটন শিল্প । শুক্রবার থেকেই পর্যটকদের জন্য উত্তর সিকিম যাওয়ার পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে ।

এই মুহূর্তে উত্তর সিকিমে আটকে রয়েছে প্রায় আটশো পর্যটক । তাদের অবশ্য সুরক্ষিত থাকার ব্যবস্থা করেছে সিকিম সরকার । তাদের চুংথাং এলাকায় সরিয়ে নিয়ে আসা হয়েছে । পাশাপাশি উত্তর সিকিমে প্রায় 200 গাড়ি আটকে রয়েছে । সেই সঙ্গে যাঁদের কাছে পর্যটনের অনুমতি রয়েছে, তাঁদেরও ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । বৃহস্পতিবার বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে । তার ফলে একাধিক রাস্তায় ধস নেমেছে । বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল ।

উত্তর সিকিমের বন্যা পরিস্থিতি, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

সপ্তাহের শুরু থেকেই একাধিকবার প্রবল ঝড়বৃষ্টির সম্মুখীন হয়েছে সিকিম । বৃহস্পতিবার থেকে শুরু হয় প্রবল বৃষ্টি । তাতেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লাচুং ও লাচেন । অস্বাভাবিকভাবে জলস্তর বেড়েছে তিস্তায় । লাচেন, লাচুং ও গুরুদোংমার যাওয়ার একাধিক রাস্তায় ধস নেমেছে । ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেছে প্রশাসন । কিন্তু প্রবল বৃষ্টির ফলে উদ্ধার ও মেরামতের কাজেও ব্যাঘাত ঘটছে । বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গ্যাংটকেও । একাধিক বাড়ি, রাস্তার উপর দিয়ে জল বইতে শুরু করেছে । তিস্তার অস্বাভাবিক জলস্ফীতির কারণে এনএইচআইডিসিএল 5 কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে । কারণে ওই ইউনিটটি বন্ধ রাখা হয়েছে ।

এই বিষয়ে সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "এই সপ্তাহব্যাপী বৃষ্টি চলবে । আগামী সপ্তাহে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে । তবে আবহাওয়ায় একটা বদল শনিবারই আসতে পারে ।"

North Sikkim Flood
উত্তর সিকিমের রাস্তায় বইছে জলস্রোত (ইটিভি ভারত)

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট স্যানাল বলেন, "ব্যাপক বৃষ্টি হচ্ছে । পর্যটকদের চুংথাংয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । বাকি আর কেউ কোথাও আটকে পড়েছেন কি না, আমরা তা দেখছি ।"

এর আগে লোনাক হ্রদ ফেটে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সিকিমে । প্রায় শতাধিক পরিবারের ঘর তিস্তার জলোচ্ছাসে ভেসে গিয়েছিল । তারপরে ফের এই বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি সিকিমের পর্যটনে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করছে পর্যটনমহল ।

গ্যাংটক, 25 এপ্রিল: ফের প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিবেশী রাজ্য সিকিম । লোনাক হ্রদ ভেঙে বন্যা পরিস্থিতির ধাক্কা সামলে উঠতে না উঠতেই এবার উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাতের জেরে সিকিমে বন্যা পরিস্থিতি । যার জেরে ফের ধাক্কার মুখে সিকিমের পর্যটন শিল্প । শুক্রবার থেকেই পর্যটকদের জন্য উত্তর সিকিম যাওয়ার পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে ।

এই মুহূর্তে উত্তর সিকিমে আটকে রয়েছে প্রায় আটশো পর্যটক । তাদের অবশ্য সুরক্ষিত থাকার ব্যবস্থা করেছে সিকিম সরকার । তাদের চুংথাং এলাকায় সরিয়ে নিয়ে আসা হয়েছে । পাশাপাশি উত্তর সিকিমে প্রায় 200 গাড়ি আটকে রয়েছে । সেই সঙ্গে যাঁদের কাছে পর্যটনের অনুমতি রয়েছে, তাঁদেরও ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । বৃহস্পতিবার বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে । তার ফলে একাধিক রাস্তায় ধস নেমেছে । বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল ।

উত্তর সিকিমের বন্যা পরিস্থিতি, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

সপ্তাহের শুরু থেকেই একাধিকবার প্রবল ঝড়বৃষ্টির সম্মুখীন হয়েছে সিকিম । বৃহস্পতিবার থেকে শুরু হয় প্রবল বৃষ্টি । তাতেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লাচুং ও লাচেন । অস্বাভাবিকভাবে জলস্তর বেড়েছে তিস্তায় । লাচেন, লাচুং ও গুরুদোংমার যাওয়ার একাধিক রাস্তায় ধস নেমেছে । ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেছে প্রশাসন । কিন্তু প্রবল বৃষ্টির ফলে উদ্ধার ও মেরামতের কাজেও ব্যাঘাত ঘটছে । বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গ্যাংটকেও । একাধিক বাড়ি, রাস্তার উপর দিয়ে জল বইতে শুরু করেছে । তিস্তার অস্বাভাবিক জলস্ফীতির কারণে এনএইচআইডিসিএল 5 কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে । কারণে ওই ইউনিটটি বন্ধ রাখা হয়েছে ।

এই বিষয়ে সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "এই সপ্তাহব্যাপী বৃষ্টি চলবে । আগামী সপ্তাহে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে । তবে আবহাওয়ায় একটা বদল শনিবারই আসতে পারে ।"

North Sikkim Flood
উত্তর সিকিমের রাস্তায় বইছে জলস্রোত (ইটিভি ভারত)

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট স্যানাল বলেন, "ব্যাপক বৃষ্টি হচ্ছে । পর্যটকদের চুংথাংয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । বাকি আর কেউ কোথাও আটকে পড়েছেন কি না, আমরা তা দেখছি ।"

এর আগে লোনাক হ্রদ ফেটে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সিকিমে । প্রায় শতাধিক পরিবারের ঘর তিস্তার জলোচ্ছাসে ভেসে গিয়েছিল । তারপরে ফের এই বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি সিকিমের পর্যটনে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করছে পর্যটনমহল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.