ETV Bharat / state

মাছ ধরতে গিয়ে নৌকা উলটে নিখোঁজ মৎস্যজীবী, স্বামীর পথ চেয়ে স্ত্রী - Fisherman Missing

Fisherman Missing in Hooghly River: হুগলি নদীতে ছোট নৌকাকে ধাক্কা পণ্যবাহী জাহাজের ৷ নৌকো উলটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রায়চকের মৎস্যজীবী ৷ তাঁর সন্ধানে তল্লাশি চলছে ৷ নামানো হয়েছে ডুবুরি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 3:14 PM IST

Fisherman Missing
হুগলি নদীতে নৌকা উলটে নিখোঁজ মৎস্যজীবী (নিজস্ব ছবি)

ডায়মন্ড হারবার, 3 অগস্ট: হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে অঘটন ! পণ্যবাহী জাহাজের ধাক্কায় নৌকা উলটে নিখোঁজ মৎস্যজীবী ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে হুগলি নদীতে ৷ নিখোঁজ মৎস্যজীবীর নাম প্রভাকর ধারা । তাঁর বাড়ি দক্ষিণ 24 পরগনার পারুলিয়া কোস্টাল থানার অন্তর্গত রায়চক এলাকায় ৷ শনিবার দুপুর পর্যন্ত ওই মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷

নিখোঁজ মৎস্যজীবীকে নিয়ে উদ্বিগ্ন পরিবার (ইটিভি ভারত)

ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ হুগলি নদীর রায়চকে ভিড় জমিয়েছে উদ্বিগ্ন ধারা পরিবারের সদস্যরা । নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পারুলিয়া কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷ পাশাপাশি প্রভাকরের খোঁজে হুগলি নদীতে নামানো হয়েছে ডুবুরিও ।

এ বিষয়ে প্রভাকরের স্ত্রী দিশা ধারা বলেন, "হুগলি নদীতে ছোট নৌকো নিয়ে মাছ ধরতে গিয়েছিল৷ সেইসময় একটি জাহাজ এসে তাঁদের ছোট নৌকাতে ধাক্কা মারে ৷ এরপর হুগলি নদীতে তলিয়ে যায় আমার স্বামী । পুলিশের পক্ষ থেকে হুগলি নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে । আমার স্বামী জীবিত রয়েছে কি না তা জানি না ।"

জানা গিয়েছে, সংসারে হাল ধরতে নিজের জীবন বাজি রেখে শুক্রবার বিকেলে হুগলি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন প্রভাকর ধারা । নদীতে মাছ ধরার সময় পণ্যবাহী জাহাজ এসে তাঁদের নৌকায় ধাক্কা মারে ৷ তাতে মাঝ নদীতে উলটে যায় প্রভাকরদের নৌকো ৷ নৌকাতে সেসময় তিনি ছাড়াও আরও তিনজন ছিলেন ৷ হুগলি নদীতে পড়ে যান সকল মৎস্যজীবীরা ।

এই ঘটনা দেখে তড়িঘড়ি উদ্ধারের জন্য এগিয়ে আসেন হুগলি নদীতে মাছ ধরতে যাওয়া আরও কিছু ছোট নৌকোর মৎস্যজীবীরা । তাঁদের প্রচেষ্টায় তিনজন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয় ৷ তবে প্রভাকরকে উদ্ধার করা যায়নি । নদীর স্রোতের কারণে মুহূর্তের মধ্যে তলিয়ে যান তিনি । তাঁর সন্ধানে তল্লাশি জারি রয়েছে ৷

ডায়মন্ড হারবার, 3 অগস্ট: হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে অঘটন ! পণ্যবাহী জাহাজের ধাক্কায় নৌকা উলটে নিখোঁজ মৎস্যজীবী ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে হুগলি নদীতে ৷ নিখোঁজ মৎস্যজীবীর নাম প্রভাকর ধারা । তাঁর বাড়ি দক্ষিণ 24 পরগনার পারুলিয়া কোস্টাল থানার অন্তর্গত রায়চক এলাকায় ৷ শনিবার দুপুর পর্যন্ত ওই মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷

নিখোঁজ মৎস্যজীবীকে নিয়ে উদ্বিগ্ন পরিবার (ইটিভি ভারত)

ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ হুগলি নদীর রায়চকে ভিড় জমিয়েছে উদ্বিগ্ন ধারা পরিবারের সদস্যরা । নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পারুলিয়া কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷ পাশাপাশি প্রভাকরের খোঁজে হুগলি নদীতে নামানো হয়েছে ডুবুরিও ।

এ বিষয়ে প্রভাকরের স্ত্রী দিশা ধারা বলেন, "হুগলি নদীতে ছোট নৌকো নিয়ে মাছ ধরতে গিয়েছিল৷ সেইসময় একটি জাহাজ এসে তাঁদের ছোট নৌকাতে ধাক্কা মারে ৷ এরপর হুগলি নদীতে তলিয়ে যায় আমার স্বামী । পুলিশের পক্ষ থেকে হুগলি নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে । আমার স্বামী জীবিত রয়েছে কি না তা জানি না ।"

জানা গিয়েছে, সংসারে হাল ধরতে নিজের জীবন বাজি রেখে শুক্রবার বিকেলে হুগলি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন প্রভাকর ধারা । নদীতে মাছ ধরার সময় পণ্যবাহী জাহাজ এসে তাঁদের নৌকায় ধাক্কা মারে ৷ তাতে মাঝ নদীতে উলটে যায় প্রভাকরদের নৌকো ৷ নৌকাতে সেসময় তিনি ছাড়াও আরও তিনজন ছিলেন ৷ হুগলি নদীতে পড়ে যান সকল মৎস্যজীবীরা ।

এই ঘটনা দেখে তড়িঘড়ি উদ্ধারের জন্য এগিয়ে আসেন হুগলি নদীতে মাছ ধরতে যাওয়া আরও কিছু ছোট নৌকোর মৎস্যজীবীরা । তাঁদের প্রচেষ্টায় তিনজন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয় ৷ তবে প্রভাকরকে উদ্ধার করা যায়নি । নদীর স্রোতের কারণে মুহূর্তের মধ্যে তলিয়ে যান তিনি । তাঁর সন্ধানে তল্লাশি জারি রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.