দুর্গাপুর, 19 জুলাই: রাত তখন সাড়ে ন'টা। পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে পরপর গুলির শব্দে কেঁপে উঠল এলাকা। ভেঙে পড়ে সরকারি সৌরশক্তি চালিত পথবাতিও। তারপরেই শুরু হলো সংঘর্ষ। বৃহস্পতিবার দুর্গাপুরের কাঁকসার গোপালপুর বড়কালী মন্দির এলাকার ঘটনা ৷ জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরেই এই অশান্তি বলে অনুমান অনেকের ৷
স্থানীয় সূত্রে খবর, গোপালপুর পঞ্চায়েতের বড় কালীমন্দির এলাকার বাসিন্দা সঞ্জয় লায়েক এবং প্রদ্যুৎ লায়েক ৷ দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলেছে । বৃহস্পতিবার সন্ধে থেকে ফের বিবাদ শুরু হয় প্রদ্যুৎ ও সঞ্জয়ের মধ্যে ৷ সেই বিবাদ থেকেই হাতাহাতি ও গুলি চালানের ঘটনা ঘটেছে ৷ এলাকায় অশান্তি থামাতে গিয়ে প্রতিবাদ করেন পঞ্চায়েত সদস্যর ভাই ৷ সেই সময়ে তাঁর উপর চাড়াও হয়ে মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ বাহিনী। দু'জনকে আটকও করেছে ৷
পঞ্চায়েত সদস্য চন্দনা পালের অভিযোগ, "বৃহস্পতিবার রাতে আমার মামা সঞ্জয় লায়েক গুলির শব্দ শুনতে পেয়ে চিৎকার করেন। দেখেন প্রদ্যুৎ লায়েক বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পঞ্চায়েতের সরকারি সৌরশক্তি চালিত পথবাতিতে। তারপরেই আমার ভাই কালু পাল প্রতিবাদ করতে যায় ৷ মারধর করে প্রদ্যুৎ লায়েক। আমি তৎক্ষণাৎ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আধিকারিকদের বিষয়টি জানায়।"
প্রদ্যুৎ লায়েকের মা রমা লায়েকের অভিযোগ, তাঁর ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে । কাঞ্চনদের সঙ্গে জমি নিয়ে একটা অশান্তি রয়েছে দীর্ঘদিন থেকে। সেই জমি ও বাড়ি কেড়ে নিতে চাইছে। রাতের অন্ধকারে নানা অসামাজিক কাজ ও অবৈধ মদ বিক্রির অভিযোগ করেছেন তিনি ৷
'খুব ভালো লাগছে', জমি বিবাদের অবসানে শান্তিনিকেতনে এসে জানালেন অমর্ত্য সেন
এ বিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জয়জিৎ মণ্ডল বলেন,"জমি সংক্রান্ত বিবাদ থেকে এই ঘটনা। বিবাদ থাকতেই পারে কিন্তু প্রদ্যুৎ লায়েকের এভাবে গুলি চালিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করা অসামজিক। সেই আগ্নেয়াস্ত্রও বেআইনি। এলাকায় নানান অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ও। আমরা সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ দায়ের করব।"
বিজেপি নেতার সঙ্গে জমিবিবাদে দুই কৃষককে ইডির তলব, অর্থমন্ত্রীকে সরানোর দাবি