ETV Bharat / state

শুভেন্দু-বিকাশের গ্যাস খাবেন না, স্কুলে গিয়ে পড়ান, চাকরিহারা শিক্ষকদের বার্তা ফিরহাদের - FIRHAD HAKIM

চাকরিহারা শিক্ষকদের অন্যের কথায় কান না গিয়ে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখতে বললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এই প্রসঙ্গে বিরোধীদের একহাত নেন তিনি ৷

Firhad Hakim
চাকরিহারা শিক্ষকদের স্কুলে গিয়ে পড়ানোর বার্তা ফিরহাদ হাকিমের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 10, 2025 at 1:52 PM IST

2 Min Read

মেদিনীপুর, 10 এপ্রিল: ‘‘কারও কথায় আপনারা গ্যাস খাবেন না ৷ স্কুলে গিয়ে পড়ান,’’ মেদিনীপুরে দাঁড়িয়ে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের এমনই বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ যদিও কসবায় চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ ও তাঁদেরকে পুলিশের লাথি মারার ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ তিনি ৷

প্রসঙ্গত, রাজ্যজুড়ে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন অব্যাহত । জেলায় জেলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি ডিআই অফিস ঘেরাও করে আন্দোলনে নেমেছেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকরা । তাঁদের দাবি, তাঁদেরকে অতি দ্রুত চক ডাস্টার ফিরিয়ে দিক এই সরকার । এই প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতার কসবাতে আক্রান্ত হয়েছেন শিক্ষকরা । তাঁদের আন্দোলন থামাতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করেছে ৷ এমনকি মারধর করা হয় বলে অভিযোগ ৷ পুলিশের সেই মারের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক ।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

এই ঘটনায় ফের নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে ৷ এরই মধ্যে বুধবার মেদিনীপুরে বৈঠকে যোগ দিতে আসেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি মেদিনীপুর শহরে এমকেডিএ-তে বৈঠকের পর মুখোমুখি হন সাংবাদিকদের । সেখানেই চাকরিহারা শিক্ষকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, "আপনারা কোনোভাবে কারও কাছ থেকে গ্যাস খাবেন না । না শুভেন্দু, না বিকাশ, না সুকান্ত ৷ সেই সঙ্গে আপনারা সংবাদমাধ্যেম ও সোশাল মিডিয়ার গ্যাসও খাবেন না ।"

Firhad Hakim
এমকেডিএ'তে বৈঠকে ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)

এরপর কসবায় চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি মারার ঘটনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি পুরো ঘটনাটা দেখিনি, জানি না ৷ এই বিষয়ে মন্তব্য করব না ।" তবে ফিরহাদ হাকিম চাকরিহারা শিক্ষকদের পরামর্শ দেন, "আপনারা যদি গ্যাস খান তাহলে অরাজকতা সৃষ্টি হবে । ক্ষতিটা আপনাদেরই হবে । মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন ৷ উনি যখন আশ্বাস দিয়েছেন আপনাদের পাশে থাকার, তখন আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান ।’’ পাশাপাশি তিনি এও বলেন, "বিরোধী দলগুলি আপনাদের চাকরি যাওয়ার বিরোধিতা সুপ্রিম কোর্টে করেনি । তৃণমূল করেছে ৷"

Firhad Hakim
মেদিনীপুরে বৈঠকে যোগ দেন রাজ্যের মন্ত্রী (নিজস্ব ছবি)

মেদিনীপুর, 10 এপ্রিল: ‘‘কারও কথায় আপনারা গ্যাস খাবেন না ৷ স্কুলে গিয়ে পড়ান,’’ মেদিনীপুরে দাঁড়িয়ে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের এমনই বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ যদিও কসবায় চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ ও তাঁদেরকে পুলিশের লাথি মারার ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ তিনি ৷

প্রসঙ্গত, রাজ্যজুড়ে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন অব্যাহত । জেলায় জেলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি ডিআই অফিস ঘেরাও করে আন্দোলনে নেমেছেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকরা । তাঁদের দাবি, তাঁদেরকে অতি দ্রুত চক ডাস্টার ফিরিয়ে দিক এই সরকার । এই প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতার কসবাতে আক্রান্ত হয়েছেন শিক্ষকরা । তাঁদের আন্দোলন থামাতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করেছে ৷ এমনকি মারধর করা হয় বলে অভিযোগ ৷ পুলিশের সেই মারের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক ।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

এই ঘটনায় ফের নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে ৷ এরই মধ্যে বুধবার মেদিনীপুরে বৈঠকে যোগ দিতে আসেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি মেদিনীপুর শহরে এমকেডিএ-তে বৈঠকের পর মুখোমুখি হন সাংবাদিকদের । সেখানেই চাকরিহারা শিক্ষকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, "আপনারা কোনোভাবে কারও কাছ থেকে গ্যাস খাবেন না । না শুভেন্দু, না বিকাশ, না সুকান্ত ৷ সেই সঙ্গে আপনারা সংবাদমাধ্যেম ও সোশাল মিডিয়ার গ্যাসও খাবেন না ।"

Firhad Hakim
এমকেডিএ'তে বৈঠকে ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)

এরপর কসবায় চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি মারার ঘটনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি পুরো ঘটনাটা দেখিনি, জানি না ৷ এই বিষয়ে মন্তব্য করব না ।" তবে ফিরহাদ হাকিম চাকরিহারা শিক্ষকদের পরামর্শ দেন, "আপনারা যদি গ্যাস খান তাহলে অরাজকতা সৃষ্টি হবে । ক্ষতিটা আপনাদেরই হবে । মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন ৷ উনি যখন আশ্বাস দিয়েছেন আপনাদের পাশে থাকার, তখন আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান ।’’ পাশাপাশি তিনি এও বলেন, "বিরোধী দলগুলি আপনাদের চাকরি যাওয়ার বিরোধিতা সুপ্রিম কোর্টে করেনি । তৃণমূল করেছে ৷"

Firhad Hakim
মেদিনীপুরে বৈঠকে যোগ দেন রাজ্যের মন্ত্রী (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.