মেদিনীপুর, 10 এপ্রিল: ‘‘কারও কথায় আপনারা গ্যাস খাবেন না ৷ স্কুলে গিয়ে পড়ান,’’ মেদিনীপুরে দাঁড়িয়ে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের এমনই বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ যদিও কসবায় চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ ও তাঁদেরকে পুলিশের লাথি মারার ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ তিনি ৷
প্রসঙ্গত, রাজ্যজুড়ে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন অব্যাহত । জেলায় জেলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি ডিআই অফিস ঘেরাও করে আন্দোলনে নেমেছেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকরা । তাঁদের দাবি, তাঁদেরকে অতি দ্রুত চক ডাস্টার ফিরিয়ে দিক এই সরকার । এই প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতার কসবাতে আক্রান্ত হয়েছেন শিক্ষকরা । তাঁদের আন্দোলন থামাতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করেছে ৷ এমনকি মারধর করা হয় বলে অভিযোগ ৷ পুলিশের সেই মারের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক ।
এই ঘটনায় ফের নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে ৷ এরই মধ্যে বুধবার মেদিনীপুরে বৈঠকে যোগ দিতে আসেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি মেদিনীপুর শহরে এমকেডিএ-তে বৈঠকের পর মুখোমুখি হন সাংবাদিকদের । সেখানেই চাকরিহারা শিক্ষকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, "আপনারা কোনোভাবে কারও কাছ থেকে গ্যাস খাবেন না । না শুভেন্দু, না বিকাশ, না সুকান্ত ৷ সেই সঙ্গে আপনারা সংবাদমাধ্যেম ও সোশাল মিডিয়ার গ্যাসও খাবেন না ।"

এরপর কসবায় চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি মারার ঘটনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি পুরো ঘটনাটা দেখিনি, জানি না ৷ এই বিষয়ে মন্তব্য করব না ।" তবে ফিরহাদ হাকিম চাকরিহারা শিক্ষকদের পরামর্শ দেন, "আপনারা যদি গ্যাস খান তাহলে অরাজকতা সৃষ্টি হবে । ক্ষতিটা আপনাদেরই হবে । মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন ৷ উনি যখন আশ্বাস দিয়েছেন আপনাদের পাশে থাকার, তখন আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান ।’’ পাশাপাশি তিনি এও বলেন, "বিরোধী দলগুলি আপনাদের চাকরি যাওয়ার বিরোধিতা সুপ্রিম কোর্টে করেনি । তৃণমূল করেছে ৷"
