ETV Bharat / state

দিল্লির ঘটনায় উদ্বেগ প্রকাশ নেই কমিশনের! তোপ ফিরহাদের

Firhad Hakim: সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ মণিপুর থেকে দিল্লির ঘটনার প্রসঙ্গ টেনে পালটা তোপ দাগলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 6:21 PM IST

Firhad Hakim
ফিরহাদ হাকিম
সন্দেশখালি নিয়ে কমিশনকে তোপ ফিরহাদের

কলকাতা, 10 মার্চ: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ভোট প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দল । দলীয় সভায় রাজ্যে এসে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা যাচ্ছে সন্দেশখালি প্রসঙ্গ । এবার নির্বাচন কমিশনও সন্দেশখালি নিয়ে উষ্মা প্রকাশ করেছে ৷ তার পালটা দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । দিল্লিতে ধর্মাচার পালনরত ব্যক্তিকে পুলিশের অত্যাচারের অভিযোগ উঠেছে ৷ সেই প্রসঙ্গে টেনে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কলকাতার মেয়র । পাশাপাশি ফিরহাদ এ দিন প্রশ্ন তুললেন দিল্লির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে না কেন কমিশন?

এ দিন মণিপুর থেকে দিল্লির ঘটনার প্রসঙ্গ টেনে এই তৃণমূল নেতা বলেন, "বিচারক, নির্বাচন কমিশন সব টিভি দেখে দেখে নিজেদের মতামত তৈরি করে । সন্দেশখালিতে কিছু অন্যায়-অত্যাচার হয়েছে । সেখানে অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে । আইনি প্রক্রিয়া চলছে ৷ আদালত তাদের শাস্তি দেবে । তাতে উদ্বেগ প্রকাশের কী আছে । যেখানে সত্যি গুলি করে মেরে দেওয়া হচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা নেই, সেটা নিয়ে উদ্বেগ হচ্ছে না । যত উদ্বেগ সব বাংলায় । জমি কেড়েছে এমন চার পাঁচটা ছেলের জন্য উদ্বেগ প্রকাশ করছে ।"

ফিরহাদ হাকিমের কথায়, "গতকাল দিল্লির রাস্তায় ধর্মাচার পালন করছিলেন কিছু মানুষ । তাঁদের সেই অবস্থায় লাথি মারা হয়েছে । এই ভারতবর্ষে আছি আমরা ! একটা মানুষ তাঁর ধর্মাচার পালন করছে সেই সময় অমিত শাহের পুলিশ লাথি মারবে? করোনা সময় থেকে হিংসার রাজনীতি শুরু করেছে । সেখানে নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করছে না যেখানে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের চেষ্টা করছে পুলিশ । আর সন্দেশখালি নিয়ে উদ্বেগ হচ্ছে । আদালত চুপ করে রয়েছে আর মানুষের অধিকার চলে যাচ্ছে। প্যালেস্তাইন আর দিল্লির মধ্যে কী তফাৎ রইল ? ধর্মাচার পালন করার সময় সে যেই হোক তাঁকে লাথি মারবে ?সে অন্যায় করলে গ্রেফতার করুক । একটা নির্লজ্জ অপদার্থ সরকার, তাকে যারা সমর্থন করেন তারাও নির্লজ্জ । শুধু ধর্মীয় বিভাজন, দেশ ভাগ করার চেষ্টা । এই সব বিষয় নির্বাচন কমিশনের উদ্বেগ নেই? যত উদ্বেগ এখানে ৷"

লোকসভা ভোটে রাজ্যের বিরোধীদের সন্দেশখালি যে ভোট প্রচারের অন্যতম ইস্যু হতে চলেছে, তা প্রধানমন্ত্রী থেকে অন্যান্য দলের নেতাদের বক্তব্যে ইতিমধ্যেই একপ্রকার স্পষ্ট । তবে নির্বাচন কমিশন সন্দেশখালির ঘটনায় উদ্বেগ প্রকাশ করায় ভোটের আগে আরও চাপ বাড়ল তৃণমূলের বলে মনে করছে রাজনৈতিক মহল । এই প্রসঙ্গেই নির্বাচন কমিশনকে পালটা তোপ দাগল রাজ্যের শাসকদল ।

আরও পড়ুন:

  1. দুয়ারে লোকসভা, আচমকা পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের! কারণ নিয়ে ধোঁয়াশা
  2. 'সন্দেশখালির ঝড় তৃণমূলকে উড়িয়ে নিয়ে যাবে বাংলা থেকে', বারাসতে হুঙ্কার মোদির
  3. মমতার মঞ্চে দাঁড়িয়ে সন্দেশখালির মহিলারা জানালেন, 'যা সমস্যা ছিল বেশিরভাগটাই মিটে গিয়েছে'

সন্দেশখালি নিয়ে কমিশনকে তোপ ফিরহাদের

কলকাতা, 10 মার্চ: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ভোট প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দল । দলীয় সভায় রাজ্যে এসে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা যাচ্ছে সন্দেশখালি প্রসঙ্গ । এবার নির্বাচন কমিশনও সন্দেশখালি নিয়ে উষ্মা প্রকাশ করেছে ৷ তার পালটা দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । দিল্লিতে ধর্মাচার পালনরত ব্যক্তিকে পুলিশের অত্যাচারের অভিযোগ উঠেছে ৷ সেই প্রসঙ্গে টেনে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কলকাতার মেয়র । পাশাপাশি ফিরহাদ এ দিন প্রশ্ন তুললেন দিল্লির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে না কেন কমিশন?

এ দিন মণিপুর থেকে দিল্লির ঘটনার প্রসঙ্গ টেনে এই তৃণমূল নেতা বলেন, "বিচারক, নির্বাচন কমিশন সব টিভি দেখে দেখে নিজেদের মতামত তৈরি করে । সন্দেশখালিতে কিছু অন্যায়-অত্যাচার হয়েছে । সেখানে অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে । আইনি প্রক্রিয়া চলছে ৷ আদালত তাদের শাস্তি দেবে । তাতে উদ্বেগ প্রকাশের কী আছে । যেখানে সত্যি গুলি করে মেরে দেওয়া হচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা নেই, সেটা নিয়ে উদ্বেগ হচ্ছে না । যত উদ্বেগ সব বাংলায় । জমি কেড়েছে এমন চার পাঁচটা ছেলের জন্য উদ্বেগ প্রকাশ করছে ।"

ফিরহাদ হাকিমের কথায়, "গতকাল দিল্লির রাস্তায় ধর্মাচার পালন করছিলেন কিছু মানুষ । তাঁদের সেই অবস্থায় লাথি মারা হয়েছে । এই ভারতবর্ষে আছি আমরা ! একটা মানুষ তাঁর ধর্মাচার পালন করছে সেই সময় অমিত শাহের পুলিশ লাথি মারবে? করোনা সময় থেকে হিংসার রাজনীতি শুরু করেছে । সেখানে নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করছে না যেখানে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের চেষ্টা করছে পুলিশ । আর সন্দেশখালি নিয়ে উদ্বেগ হচ্ছে । আদালত চুপ করে রয়েছে আর মানুষের অধিকার চলে যাচ্ছে। প্যালেস্তাইন আর দিল্লির মধ্যে কী তফাৎ রইল ? ধর্মাচার পালন করার সময় সে যেই হোক তাঁকে লাথি মারবে ?সে অন্যায় করলে গ্রেফতার করুক । একটা নির্লজ্জ অপদার্থ সরকার, তাকে যারা সমর্থন করেন তারাও নির্লজ্জ । শুধু ধর্মীয় বিভাজন, দেশ ভাগ করার চেষ্টা । এই সব বিষয় নির্বাচন কমিশনের উদ্বেগ নেই? যত উদ্বেগ এখানে ৷"

লোকসভা ভোটে রাজ্যের বিরোধীদের সন্দেশখালি যে ভোট প্রচারের অন্যতম ইস্যু হতে চলেছে, তা প্রধানমন্ত্রী থেকে অন্যান্য দলের নেতাদের বক্তব্যে ইতিমধ্যেই একপ্রকার স্পষ্ট । তবে নির্বাচন কমিশন সন্দেশখালির ঘটনায় উদ্বেগ প্রকাশ করায় ভোটের আগে আরও চাপ বাড়ল তৃণমূলের বলে মনে করছে রাজনৈতিক মহল । এই প্রসঙ্গেই নির্বাচন কমিশনকে পালটা তোপ দাগল রাজ্যের শাসকদল ।

আরও পড়ুন:

  1. দুয়ারে লোকসভা, আচমকা পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের! কারণ নিয়ে ধোঁয়াশা
  2. 'সন্দেশখালির ঝড় তৃণমূলকে উড়িয়ে নিয়ে যাবে বাংলা থেকে', বারাসতে হুঙ্কার মোদির
  3. মমতার মঞ্চে দাঁড়িয়ে সন্দেশখালির মহিলারা জানালেন, 'যা সমস্যা ছিল বেশিরভাগটাই মিটে গিয়েছে'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.