ETV Bharat / state

সুকান্তের বিরুদ্ধে এফআইআর, আজ পথে নামছেন যৌনকর্মীরা - FIR AGAINST SUKANTA MAJUMDAR

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক যৌনকর্মী। অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

FIR AGAINST SUKANTA MAJUMDAR
সুকান্তের বিরুদ্ধে এফআইআর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 23, 2025 at 9:11 AM IST

3 Min Read

কলকাতা, 23 জুন: থানায় অভিযোগ দায়েরের পর এবার পথে নামছেন সোনাগাছির যৌনকর্মীদের একাংশ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রাস্তায় নামছেন সোনাগাছির যৌনকর্মীদের একাংশ। সোমবার বিকালে সোনাগাছির শীতলা মন্দির সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করবেন তাঁরা।

তাঁদের বক্তব্য,"তাঁরা যে যৌনকর্মী বা তাঁদের সন্তানরা যৌনকর্মী সন্তান হিসেবে যে পরিচিত, তা যেন কোন অপমানমূলক কাজে বা পরিচিত হিসেবে ব্যবহার না-করা হয়।" একইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে । তবে প্রশ্ন উঠছে, কলকাতা-সহ রাজ্যের 50টির বেশী যৌনপল্লীর যৌনকর্মীদের সংগঠন দুর্বারের ব্যানার ছাড়া এই আন্দোলন সংঘটিত হওয়া নিয়ে।

এমনকি, যৌনকর্মী সন্তানদের সংগঠন 'আমরা পদাতিকে'র ব্যানারেও এই আন্দোলন সংঘটিত হচ্ছে না। 'সেক্স ওয়ার্কারস্ কমিউনিটি'র ব্যানারে এ আন্দোলন নয় ৷ যেখানে 'দুর্বারে'র কোন শীর্ষ পদাধিকারী উপস্থিত থাকবেন না বলেই সুত্রের দাবি।

গত শুক্রবার ভবানীপুরের দলীয় কর্মসূচিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হয় বিজেপি-র রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। সে সময় কর্তব্যরত পুলিশের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। পুলিশের বিরুদ্ধে দায়িত্ব ভঙ্গের অভিযোগ তোলেন সুকান্ত। পুলিশ আইন মাফিক কাজ না-করে পুলিশ সমাজকে নীচে নামিয়ে এনেছে বলে উল্লেখ করেন বিজেপি সাংসদ ৷ একইসঙ্গে পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন,"আপনারা (পুলিশ) আইনটাকে সোনাগাছির যৌনকর্মীতে পরিণত করেছেন !" তাঁর এই বক্তব্য ঘিরেই শাসক দল তৃণমূল পাল্টা আক্রমণে নেমে পড়ে । রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সুকান্তের উদ্দেশে ক্ষমা চেয়ে নেওয়ার বার্তা দেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আবার যৌনকর্মীদের লড়াই না-বুঝে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তুলেছেন সুকান্তের বিরুদ্ধে।

এদিকে এই মন্তব্যের বিরুদ্ধে রবিবার কলকাতার বড়তলা থানায় গিয়ে এক যৌনকর্মী বালুরঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে সুকান্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ।

এরপর সোমবারের কর্মসূচি ঘোষণা করা হয়। আয়োজকদের বক্তব্য,"বিজেপি-র রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার 20 জুন কলকাতা পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে তুলনা করে যে মন্তব্য করেছিলেন, তা অত্যন্ত আপত্তিকর এবং অবমাননাকর ৷ তারই প্রতিক্রিয়া হিসেবে এই প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । তিনি যে কথাগুলি বলেছেন, তা আমাদের সম্প্রদায়ের জন্য আঘাতমূলক এবং অসম্মানজনক । এই ধরনের বক্তব্য কেবল অত্যন্ত অসংবেদনশীলই নয় বরং প্রান্তিক সম্প্রদায়ের জন্য ক্ষতিকারক । সোনাগাছি কোনও বিশৃঙ্খলার প্রতীক নয়। কোনও জননেতার পক্ষে আমাদের সম্পর্কে এত নেতিবাচক কথা বলা ন্যায্য বা গ্রহণযোগ্য নয়। এই প্রতিবাদ আমাদের সম্প্রদায়ের সদস্যদের, সমর্থক এবং কর্মীদের একত্রিত করে সম্মান এবং মর্যাদার পক্ষে কথা বলবে। আমরা চাই, আমাদের কণ্ঠস্বর উচ্চস্বরে এবং স্পষ্টভাবে শোনানো হোক। কেউ যেন আমাদের পরিচয়কে অপমান হিসেবে ব্যবহার না-করে ।"

এই কর্মসূচির বিষয়ে সোনাগাছির যৌনকর্মীদের সংগঠন 'আমরা পদাতিক'এর পদাধিকারী রতন দোলুইকে প্রশ্ন করা হলে তিনি ইটিভি ভারত-কে বলেন,"সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দাজনক এবং অপমানকর। এর তীব্র বিরোধিতা করি। তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন এবং বিক্ষোভের আয়োজন। যিনি এরকম মন্তব্য করতে পারেন, তাঁর মন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়!"

সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে দুর্বারের তরফে কোন প্রতিবাদ বা বিক্ষোভের আয়োজন করা হচ্ছে কি না, তা জানতে ইটিভি ভারতের তরফে দুর্বারের সেক্রেটারি বিশাল লস্করকে ফোন করা হলে তিনি জানান, এই মুহূর্তে তিনি দেশের বাইরে রয়েছেন। তাই কিছুই বলতে পারবেন না। দেশে ফেরার পর এসব বিষয় নিয়ে কথা বলবেন।

কলকাতা, 23 জুন: থানায় অভিযোগ দায়েরের পর এবার পথে নামছেন সোনাগাছির যৌনকর্মীদের একাংশ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রাস্তায় নামছেন সোনাগাছির যৌনকর্মীদের একাংশ। সোমবার বিকালে সোনাগাছির শীতলা মন্দির সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করবেন তাঁরা।

তাঁদের বক্তব্য,"তাঁরা যে যৌনকর্মী বা তাঁদের সন্তানরা যৌনকর্মী সন্তান হিসেবে যে পরিচিত, তা যেন কোন অপমানমূলক কাজে বা পরিচিত হিসেবে ব্যবহার না-করা হয়।" একইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে । তবে প্রশ্ন উঠছে, কলকাতা-সহ রাজ্যের 50টির বেশী যৌনপল্লীর যৌনকর্মীদের সংগঠন দুর্বারের ব্যানার ছাড়া এই আন্দোলন সংঘটিত হওয়া নিয়ে।

এমনকি, যৌনকর্মী সন্তানদের সংগঠন 'আমরা পদাতিকে'র ব্যানারেও এই আন্দোলন সংঘটিত হচ্ছে না। 'সেক্স ওয়ার্কারস্ কমিউনিটি'র ব্যানারে এ আন্দোলন নয় ৷ যেখানে 'দুর্বারে'র কোন শীর্ষ পদাধিকারী উপস্থিত থাকবেন না বলেই সুত্রের দাবি।

গত শুক্রবার ভবানীপুরের দলীয় কর্মসূচিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হয় বিজেপি-র রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। সে সময় কর্তব্যরত পুলিশের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। পুলিশের বিরুদ্ধে দায়িত্ব ভঙ্গের অভিযোগ তোলেন সুকান্ত। পুলিশ আইন মাফিক কাজ না-করে পুলিশ সমাজকে নীচে নামিয়ে এনেছে বলে উল্লেখ করেন বিজেপি সাংসদ ৷ একইসঙ্গে পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন,"আপনারা (পুলিশ) আইনটাকে সোনাগাছির যৌনকর্মীতে পরিণত করেছেন !" তাঁর এই বক্তব্য ঘিরেই শাসক দল তৃণমূল পাল্টা আক্রমণে নেমে পড়ে । রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সুকান্তের উদ্দেশে ক্ষমা চেয়ে নেওয়ার বার্তা দেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আবার যৌনকর্মীদের লড়াই না-বুঝে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তুলেছেন সুকান্তের বিরুদ্ধে।

এদিকে এই মন্তব্যের বিরুদ্ধে রবিবার কলকাতার বড়তলা থানায় গিয়ে এক যৌনকর্মী বালুরঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে সুকান্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ।

এরপর সোমবারের কর্মসূচি ঘোষণা করা হয়। আয়োজকদের বক্তব্য,"বিজেপি-র রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার 20 জুন কলকাতা পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে তুলনা করে যে মন্তব্য করেছিলেন, তা অত্যন্ত আপত্তিকর এবং অবমাননাকর ৷ তারই প্রতিক্রিয়া হিসেবে এই প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । তিনি যে কথাগুলি বলেছেন, তা আমাদের সম্প্রদায়ের জন্য আঘাতমূলক এবং অসম্মানজনক । এই ধরনের বক্তব্য কেবল অত্যন্ত অসংবেদনশীলই নয় বরং প্রান্তিক সম্প্রদায়ের জন্য ক্ষতিকারক । সোনাগাছি কোনও বিশৃঙ্খলার প্রতীক নয়। কোনও জননেতার পক্ষে আমাদের সম্পর্কে এত নেতিবাচক কথা বলা ন্যায্য বা গ্রহণযোগ্য নয়। এই প্রতিবাদ আমাদের সম্প্রদায়ের সদস্যদের, সমর্থক এবং কর্মীদের একত্রিত করে সম্মান এবং মর্যাদার পক্ষে কথা বলবে। আমরা চাই, আমাদের কণ্ঠস্বর উচ্চস্বরে এবং স্পষ্টভাবে শোনানো হোক। কেউ যেন আমাদের পরিচয়কে অপমান হিসেবে ব্যবহার না-করে ।"

এই কর্মসূচির বিষয়ে সোনাগাছির যৌনকর্মীদের সংগঠন 'আমরা পদাতিক'এর পদাধিকারী রতন দোলুইকে প্রশ্ন করা হলে তিনি ইটিভি ভারত-কে বলেন,"সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দাজনক এবং অপমানকর। এর তীব্র বিরোধিতা করি। তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন এবং বিক্ষোভের আয়োজন। যিনি এরকম মন্তব্য করতে পারেন, তাঁর মন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়!"

সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে দুর্বারের তরফে কোন প্রতিবাদ বা বিক্ষোভের আয়োজন করা হচ্ছে কি না, তা জানতে ইটিভি ভারতের তরফে দুর্বারের সেক্রেটারি বিশাল লস্করকে ফোন করা হলে তিনি জানান, এই মুহূর্তে তিনি দেশের বাইরে রয়েছেন। তাই কিছুই বলতে পারবেন না। দেশে ফেরার পর এসব বিষয় নিয়ে কথা বলবেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.