ETV Bharat / state

নববর্ষে নিউ জার্সি পাড়ি দিচ্ছে কুমোরটুলির ফাইবারের দুর্গা - DURGA PUJA 2025

বছর শুরুতেই মা চলেছেন বিদেশে । পুজো আসতে কয়েকমাস বাকি থাকলেও প্রবাসের সন্তানদের কাছে এখনই পাড়ি দিচ্ছেন দশভূজা ।

DURGA PUJA 2025
ফাইবারের দুর্গামূর্তি পাড়ি দিচ্ছে নিউ জার্সি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 15, 2025 at 10:50 PM IST

2 Min Read

কলকাতা, 15 এপ্রিল: পয়লা বৈশাখে বিদেশ পাড়ি দিচ্ছেন দেবী দশভূজা । কুমোরটুলি থেকে সোজা নিউ জার্সি । শিল্পীর শেষ মুহূর্তের প্রস্তুতি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ।

চলতি বছরে দুর্গাপুজো গত বছরের থেকে খানিকটা আগেই এগিয়ে এসেছে । এবার পুজো সেপ্টেম্বর মাসের শেষের দিকে । আর সেই উৎসবের প্রস্তুতি ধীরে ধীরে শুরু করতে চলেছে কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলো । তবে তার আগেই প্রস্তুতি নিয়ে ফেলে বিদেশের পুজো উদ্যোক্তারা । কারণ মূর্তি যেতেও অনেক সময় লাগে ।

কুমোরটুলি থেকে নিউ জার্সি যাচ্ছে ফাইবারের দুর্গা, দেখুন শেষ মুহূর্তের প্রস্তুতি (ইটিভি ভারত)

তাই গত বছরের পুজোর শেষ থেকেই ভিনদেশের কমিটিগুলি তাদের মূর্তির বরাত দিতে শুরু করে কুমোরটুলিতে । এবার নিউ জার্সির প্রবাসী বাঙালিদের পুজো কমিটি ত্রিনয়নী ফাইভারের দুর্গামূর্তির অর্ডার দিয়েছিল শিল্পী কৌশিক ঘোষকে । মাস দেড় আগে সেই বরাত মতো কাজ শুরু করেন শিল্পী ।

9 ফুট লম্বা, 16 ফুট চওড়া ও 5 চালার ফাইবার মূর্তি । সঙ্গে রয়েছে জরির সাজ । কয়েকদিন অক্লান্ত পরিশ্রমের পর আজ তার কাজ শেষ হয়েছে । এবার সপরিবারে সেই দুর্গা পাড়ি দিতে চলেছে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রর নিউ জার্সিতে ।

DURGA PUJA 2025
শিল্পীর শেষ মুহূর্তের কাজ চলছে (ইটিভি ভারত)

এই বিষয়ে শিল্পী কৌশিক ঘোষ বলেন, "আজ আমাদের কাছে একটা আনন্দের দিন । বাংলা নববর্ষের প্রথম দিনে এই কাজ শেষ করলাম । এবার মূর্তি পাড়ি দেবে নিউ জার্সিতে । আগামী তিন মাসের মধ্যে ফাইবারের তৈরি 14-15টি মূর্তি যাবে ভিন দেশে । এর মধ্যে আছে আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, ইতালির মতো দেশে । ইতিমধ্যে দু-একটি করে মূর্তি পাড়ি দিতে শুরু করেছে ভিন দেশে । আগামী কয়েক মাসে সেই সংখ্যা বাড়বে । মাসখানেক কাটলেই ভিন দেশের মূর্তির কাজের পরিমাণ বাড়বে । পুজো খানিকটা এগিয়ে আসাতে মূর্তি তৈরির কাজের সময় খানিকটা এগিয়ে আনতে হয়েছে আমাদের ।"

কলকাতা, 15 এপ্রিল: পয়লা বৈশাখে বিদেশ পাড়ি দিচ্ছেন দেবী দশভূজা । কুমোরটুলি থেকে সোজা নিউ জার্সি । শিল্পীর শেষ মুহূর্তের প্রস্তুতি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ।

চলতি বছরে দুর্গাপুজো গত বছরের থেকে খানিকটা আগেই এগিয়ে এসেছে । এবার পুজো সেপ্টেম্বর মাসের শেষের দিকে । আর সেই উৎসবের প্রস্তুতি ধীরে ধীরে শুরু করতে চলেছে কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলো । তবে তার আগেই প্রস্তুতি নিয়ে ফেলে বিদেশের পুজো উদ্যোক্তারা । কারণ মূর্তি যেতেও অনেক সময় লাগে ।

কুমোরটুলি থেকে নিউ জার্সি যাচ্ছে ফাইবারের দুর্গা, দেখুন শেষ মুহূর্তের প্রস্তুতি (ইটিভি ভারত)

তাই গত বছরের পুজোর শেষ থেকেই ভিনদেশের কমিটিগুলি তাদের মূর্তির বরাত দিতে শুরু করে কুমোরটুলিতে । এবার নিউ জার্সির প্রবাসী বাঙালিদের পুজো কমিটি ত্রিনয়নী ফাইভারের দুর্গামূর্তির অর্ডার দিয়েছিল শিল্পী কৌশিক ঘোষকে । মাস দেড় আগে সেই বরাত মতো কাজ শুরু করেন শিল্পী ।

9 ফুট লম্বা, 16 ফুট চওড়া ও 5 চালার ফাইবার মূর্তি । সঙ্গে রয়েছে জরির সাজ । কয়েকদিন অক্লান্ত পরিশ্রমের পর আজ তার কাজ শেষ হয়েছে । এবার সপরিবারে সেই দুর্গা পাড়ি দিতে চলেছে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রর নিউ জার্সিতে ।

DURGA PUJA 2025
শিল্পীর শেষ মুহূর্তের কাজ চলছে (ইটিভি ভারত)

এই বিষয়ে শিল্পী কৌশিক ঘোষ বলেন, "আজ আমাদের কাছে একটা আনন্দের দিন । বাংলা নববর্ষের প্রথম দিনে এই কাজ শেষ করলাম । এবার মূর্তি পাড়ি দেবে নিউ জার্সিতে । আগামী তিন মাসের মধ্যে ফাইবারের তৈরি 14-15টি মূর্তি যাবে ভিন দেশে । এর মধ্যে আছে আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, ইতালির মতো দেশে । ইতিমধ্যে দু-একটি করে মূর্তি পাড়ি দিতে শুরু করেছে ভিন দেশে । আগামী কয়েক মাসে সেই সংখ্যা বাড়বে । মাসখানেক কাটলেই ভিন দেশের মূর্তির কাজের পরিমাণ বাড়বে । পুজো খানিকটা এগিয়ে আসাতে মূর্তি তৈরির কাজের সময় খানিকটা এগিয়ে আনতে হয়েছে আমাদের ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.