ETV Bharat / state

নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের, গ্রেফতার চালক - CIVIC VOLUNTEER DEATH

শনিবার দুপুরে ঘটনাটি ঘটে ৷ নিহতের নাম নূপুর চট্টোপাধ্যায় ৷

Civic Volunteer Death
নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের, গ্রেফতার চালক (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 7, 2025 at 9:27 PM IST

2 Min Read

হাওড়া, 7 জুন: নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের । নিহতের নাম নূপুর চট্টোপাধ্যায় (52) । তাঁর বাড়ি হাওড়ার ডোমজুড়ে । শনিবার দুপুরে ঘটনাটি ঘটে ৷

তিনি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিলেন৷ নবান্নের সামনে দায়িত্বে ছিলেন তিনি । এই ঘটনায় ঘাতক টোটোর চালককে গ্রেফতার করেছে হাওড়ার শিবপুর থানার পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটি । তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনা ঘিরে ।

নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের, গ্রেফতার চালক (ইটিভি ভারত)

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার দুপুর 2টো নাগাদ । নবান্নর সাবওয়ের সামনে রাস্তা পার করছিলেন নূপুর চট্টোপাধ্যায় । সেই সময়েই পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি টোটো আচমকা তাঁকে ধাক্কা মারে । ধাক্কায় ছিটকে পড়ে দেওয়ালে মাথা ঠুকে গুরুতর চোট পান তিনি । রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি ৷ সঙ্গে সঙ্গে কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে একটি নার্সিংহোমে নিয়ে যান । সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী । ওই নার্সিংহোমেও তিনি যান ৷ তিনি বলেন, “একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে । আমাদের কলকাতা পুলিশের একজন মহিলা সিভিক ভলান্টিয়ার হেঁটে যাচ্ছিলেন, পিছন থেকে একটা টোটো ধাক্কা মারে । তারপর ওঁকে নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল । এখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় । চালককে গ্রেফতার করা হয়েছে । বাকি যা আইনি প্রক্রিয়া আছে আমরা করছি ।”

দুর্ঘটনার খবর পেয়ে নার্সিংহোমে ছুটে আসেন মৃতার স্বামী । উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিকও । ঘটনার তদন্তে নেমে শিবপুর থানার পুলিশ চালক-সহ মোট পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে । পরে চালককে গ্রেফতার করা হয় । তাঁর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে । দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । সূত্রের খবর, চালকের গাফিলতি প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ করা হবে ।

হাওড়া, 7 জুন: নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের । নিহতের নাম নূপুর চট্টোপাধ্যায় (52) । তাঁর বাড়ি হাওড়ার ডোমজুড়ে । শনিবার দুপুরে ঘটনাটি ঘটে ৷

তিনি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিলেন৷ নবান্নের সামনে দায়িত্বে ছিলেন তিনি । এই ঘটনায় ঘাতক টোটোর চালককে গ্রেফতার করেছে হাওড়ার শিবপুর থানার পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটি । তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনা ঘিরে ।

নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের, গ্রেফতার চালক (ইটিভি ভারত)

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার দুপুর 2টো নাগাদ । নবান্নর সাবওয়ের সামনে রাস্তা পার করছিলেন নূপুর চট্টোপাধ্যায় । সেই সময়েই পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি টোটো আচমকা তাঁকে ধাক্কা মারে । ধাক্কায় ছিটকে পড়ে দেওয়ালে মাথা ঠুকে গুরুতর চোট পান তিনি । রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি ৷ সঙ্গে সঙ্গে কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে একটি নার্সিংহোমে নিয়ে যান । সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী । ওই নার্সিংহোমেও তিনি যান ৷ তিনি বলেন, “একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে । আমাদের কলকাতা পুলিশের একজন মহিলা সিভিক ভলান্টিয়ার হেঁটে যাচ্ছিলেন, পিছন থেকে একটা টোটো ধাক্কা মারে । তারপর ওঁকে নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল । এখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় । চালককে গ্রেফতার করা হয়েছে । বাকি যা আইনি প্রক্রিয়া আছে আমরা করছি ।”

দুর্ঘটনার খবর পেয়ে নার্সিংহোমে ছুটে আসেন মৃতার স্বামী । উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিকও । ঘটনার তদন্তে নেমে শিবপুর থানার পুলিশ চালক-সহ মোট পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে । পরে চালককে গ্রেফতার করা হয় । তাঁর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে । দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । সূত্রের খবর, চালকের গাফিলতি প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.