ETV Bharat / state

স্ত্রী’র সঙ্গে বিবাদ ! 10 মাসের শিশুকন্যাকে জলে ফেলে দিল বাবা - Father Killed Daughter

Killer Dad Threw His 10 Months Old Daughter in runnel: দাম্পত্য কলহ, কন্যাসন্তানকে মানতে না-পারা ৷ রাগের বশে 10 মাসের শিশুকন্যাকে জলে ছুড়ে ফেলল বাবা ৷ কান্দির ঘটনায় চাঞ্চল্য ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 7:21 AM IST

Killer Dad Threw His 10 Months Old Daughter in runnel
10 মাসের শিশুকন্যাকে জলে ফেলে দিল বাবা (ইটিভি ভারত)

কান্দি, 7 সেপ্টেম্বর: কন্যাসন্তান হওয়ায় খুশি হতে পারেননি ৷ সেই রাগ থেকে 10 মাসের শিশুকন্যাকে জলে ফেলে দিল বাবা । তারপরেই অভিযুক্ত সাদিকুল শেখকে আটক করে পুলিশ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার কান্দি থানার ইন্দ্রহাটা গ্রামে । একরত্তির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 10 মাস বয়সি মৃত শিশুর নাম হুমায়ারা ইসলাম । স্ত্রী’র সঙ্গে অশান্তির পরই শিশুটিকে পাশের নয়ানজুলিতে ফেলে দেয় অভিযুক্ত সাদিকুল ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, 2 বছর আগে সামনের বাড়ির সাদিকুল শেখের সঙ্গে পালিয়ে বিয়ে করেন হুমায়ারার মা ৷ প্রেমবিবাহ হলেও দাম্পত্য কলহ লেগেই থাকত ৷ কন্যা সন্তান হওয়ার পর তা মানতে পারেনি সাদিকুল ৷ ফলে অশান্তি আরও বাড়ে ৷

দাম্পত্য কলহ চরমে ওঠায় মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই থাকছিলেন হুমায়ারা’র মা । দু’দিন আগে সালিশি সভা বসার পর ফের স্বামীর বাড়িতে যান তিনি । তারপরই বৃহস্পতিবার ফের অশান্তি শুরু হয় ৷ ওইদিন দুপুরে শিশু কন্যাটিকে তার বাবা পাশের নয়ানজলিতে ফেলে দেয় বলে অভিযোগ। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় । সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনার খবর পেয়ে কান্দি থানার আইসি মিনাল সিনহার নেতৃত্বে পৌঁছয় পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি আটক করা হয় অভিযুক্ত সাদিকুল শেখকে ৷

আরও পড়ুন:

কান্দি, 7 সেপ্টেম্বর: কন্যাসন্তান হওয়ায় খুশি হতে পারেননি ৷ সেই রাগ থেকে 10 মাসের শিশুকন্যাকে জলে ফেলে দিল বাবা । তারপরেই অভিযুক্ত সাদিকুল শেখকে আটক করে পুলিশ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার কান্দি থানার ইন্দ্রহাটা গ্রামে । একরত্তির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 10 মাস বয়সি মৃত শিশুর নাম হুমায়ারা ইসলাম । স্ত্রী’র সঙ্গে অশান্তির পরই শিশুটিকে পাশের নয়ানজুলিতে ফেলে দেয় অভিযুক্ত সাদিকুল ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, 2 বছর আগে সামনের বাড়ির সাদিকুল শেখের সঙ্গে পালিয়ে বিয়ে করেন হুমায়ারার মা ৷ প্রেমবিবাহ হলেও দাম্পত্য কলহ লেগেই থাকত ৷ কন্যা সন্তান হওয়ার পর তা মানতে পারেনি সাদিকুল ৷ ফলে অশান্তি আরও বাড়ে ৷

দাম্পত্য কলহ চরমে ওঠায় মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই থাকছিলেন হুমায়ারা’র মা । দু’দিন আগে সালিশি সভা বসার পর ফের স্বামীর বাড়িতে যান তিনি । তারপরই বৃহস্পতিবার ফের অশান্তি শুরু হয় ৷ ওইদিন দুপুরে শিশু কন্যাটিকে তার বাবা পাশের নয়ানজলিতে ফেলে দেয় বলে অভিযোগ। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় । সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনার খবর পেয়ে কান্দি থানার আইসি মিনাল সিনহার নেতৃত্বে পৌঁছয় পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি আটক করা হয় অভিযুক্ত সাদিকুল শেখকে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.