ETV Bharat / state

পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানের পরিবার উদ্বিগ্ন! 'দ্রুত বাড়ি ফিরুক'; আবেদন স্ত্রীর - BSF JAWAN DETAINED IN PAKISTAN

ভুলবশত পাকিস্তানে ঢুকে পড়েছিলেন বিএসএফ জওয়ান ৷ তখনই তাঁকে আটক করে পাকিস্তান সেনা ৷ এদিকে এই ঘটনায় দুশ্চিন্তায় রয়েছে ওই বিএসএফ জওয়ানের পরিবার ৷

Pakistan detains BSF Jawan
পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 24, 2025 at 9:08 PM IST

2 Min Read

রিষড়া, 24 এপ্রিল: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আবহে পাক সেনার হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ৷ তাঁর বাড়ি হুগলির রিষড়ার হরিসভায় ৷ বুধবার তিনি ভুলবশত ভারত-পাকিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান ৷ তখনই তাঁকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স ৷

এদিকে এই খবর পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্ত্রী থেকে শুরু করে প্রতিবেশীরা ৷ বিএসএফ জওয়ান পিকে সাউয়ের স্ত্রী রজনী বলেন, "গতকাল স্বামীর এক বন্ধু আমাকে খবরটা দিয়েছিলেন ৷ আমি চাই, তিনি দ্রুত বাড়ি ফিরে আসুক ৷" স্ত্রীর কাতর আবেদন, সরকার পূর্ণম কুমার সাউকে দ্রুত ফিরিয়ে আনুক ৷ বুধবার রাতে স্ত্রীর সঙ্গে তাঁর শেষবার ফোনে কথা হয় ৷

উদ্বিগ্ন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানের পরিবার (ইটিভি ভারত)

চল্লিশ বছর বয়সি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পঞ্জাবের ফিরোজপুর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের এলাকায় প্রবেশ করেন ৷ তিনি গাছের ছায়ায় বিশ্রাম নিতে যাচ্ছিলেন ৷ তখনই তাঁকে আটক করে পাকিস্তান সেনা ৷ সরকারি সূত্রের খবর, তাঁকে ছাড়িয়ে আনতে পাক রেঞ্জার্সের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করছে বিএসএফ ৷ এমনিতে এই ধরনের খবর দুই দেশের সীমান্তে ঘটে থাকে বলে জানিয়েছে সরকারি সূত্র ৷ কিন্তু এই মুহূর্তে পহেলগাঁওয়ে 26 জন পর্যটকের হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে ভারত-পাকিস্তান সম্পর্ক ৷

বিএসএফ জওয়ান পিকে সাউয়ের পরিবারে তাঁর স্ত্রী ও সাত বছরের এক সন্তানও রয়েছেন ৷ তাঁর বাবা-মাও রয়েছেন ৷ তাঁর এক প্রতিবেশী কৃষ্ণা পোদ্দার বলেন, "এটা দুঃখের বিষয় ৷ আমাদের দেশে ওরা এসে নানা রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ করে চলে যাচ্ছে ৷ আবার আমাদের সেনাকে ওরা ধরে রেখেছে ৷ আমরা চাইব, যে ভাবেই হোক তাঁকে (বিএসএফ জওয়ান) ছাড়াতেই হবে ৷ সরকারের কাছেও অনুরোধ করব, তাঁকে যেভাবে হোক দেশে ফিরিয়ে আনতে হবে ৷"

স্থানীয় সূত্রে খবর, বিএসএফ জওয়ান 31 মার্চ বাড়ি থেকে ছুটি কাটিয়ে পঞ্জাবের ফিরোজপুরে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে কাজে ফিরে যান ৷

রিষড়া, 24 এপ্রিল: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আবহে পাক সেনার হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ৷ তাঁর বাড়ি হুগলির রিষড়ার হরিসভায় ৷ বুধবার তিনি ভুলবশত ভারত-পাকিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান ৷ তখনই তাঁকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স ৷

এদিকে এই খবর পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্ত্রী থেকে শুরু করে প্রতিবেশীরা ৷ বিএসএফ জওয়ান পিকে সাউয়ের স্ত্রী রজনী বলেন, "গতকাল স্বামীর এক বন্ধু আমাকে খবরটা দিয়েছিলেন ৷ আমি চাই, তিনি দ্রুত বাড়ি ফিরে আসুক ৷" স্ত্রীর কাতর আবেদন, সরকার পূর্ণম কুমার সাউকে দ্রুত ফিরিয়ে আনুক ৷ বুধবার রাতে স্ত্রীর সঙ্গে তাঁর শেষবার ফোনে কথা হয় ৷

উদ্বিগ্ন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানের পরিবার (ইটিভি ভারত)

চল্লিশ বছর বয়সি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পঞ্জাবের ফিরোজপুর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের এলাকায় প্রবেশ করেন ৷ তিনি গাছের ছায়ায় বিশ্রাম নিতে যাচ্ছিলেন ৷ তখনই তাঁকে আটক করে পাকিস্তান সেনা ৷ সরকারি সূত্রের খবর, তাঁকে ছাড়িয়ে আনতে পাক রেঞ্জার্সের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করছে বিএসএফ ৷ এমনিতে এই ধরনের খবর দুই দেশের সীমান্তে ঘটে থাকে বলে জানিয়েছে সরকারি সূত্র ৷ কিন্তু এই মুহূর্তে পহেলগাঁওয়ে 26 জন পর্যটকের হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে ভারত-পাকিস্তান সম্পর্ক ৷

বিএসএফ জওয়ান পিকে সাউয়ের পরিবারে তাঁর স্ত্রী ও সাত বছরের এক সন্তানও রয়েছেন ৷ তাঁর বাবা-মাও রয়েছেন ৷ তাঁর এক প্রতিবেশী কৃষ্ণা পোদ্দার বলেন, "এটা দুঃখের বিষয় ৷ আমাদের দেশে ওরা এসে নানা রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ করে চলে যাচ্ছে ৷ আবার আমাদের সেনাকে ওরা ধরে রেখেছে ৷ আমরা চাইব, যে ভাবেই হোক তাঁকে (বিএসএফ জওয়ান) ছাড়াতেই হবে ৷ সরকারের কাছেও অনুরোধ করব, তাঁকে যেভাবে হোক দেশে ফিরিয়ে আনতে হবে ৷"

স্থানীয় সূত্রে খবর, বিএসএফ জওয়ান 31 মার্চ বাড়ি থেকে ছুটি কাটিয়ে পঞ্জাবের ফিরোজপুরে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে কাজে ফিরে যান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.