ETV Bharat / state

ন্যাশনাল মেডিক্যালে রোগীর আত্মীয়দের বেধড়ক লাঠিচার্জ সিভিক ভলান্টিয়ারের, খতিয়ে দেখছে লালবাজার - Calcutta National Medical College

Family Members of Patient Beaten at Hospital Premises: পুলিশের উপস্থিতিতে রোগীর পরিবারের সদস্যদের লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। আক্রান্তদের মধ্যে রয়েছেন এক মহিলাও ৷ ঘটনায় হুলস্থুল ন্যাশনাল মেডিক্যাল কলেজ চত্বর।

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 3:36 PM IST

Updated : Jul 1, 2024, 9:46 PM IST

CALCUTTA NATIONAL MEDICAL COLLEGE AND HOSPITAL
ন্যাশনাল মেডিক্যাল কলেজ (ফাইল ছবি)

কলকাতা, 1 জুলাই: রোগীকে ইঞ্জেকশন দেওয়া ঘিরে বচসা। পরে হাসপাতালের বাইরে রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখালে রবিবার দুপুরে উত্তেজনা ছড়ায় কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ পরবর্তীতে ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু অভিযোগ, পুলিশের উপস্থিতিতে সংশ্লিষ্ট রোগীর পরিবারের সদস্যদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে এক সিভিক ভলান্টিয়ার। লাঠিচার্জ করেন পুলিশ আধিকারিকরাও ৷ আক্রান্তদের মধ্যে রয়েছেন এক মহিলাও ৷ ঘটনায় হুলস্থুল ন্যাশনাল মেডিক্যাল কলেজ চত্বর।

রোগী আত্মীয়দের বেধড়ক লাঠিচার্জ পুলিশের (ইটিভি ভারত)

রবিবার সরকারি হাসপাতাল প্রাঙ্গণের এই ঘটনার স্মৃতি উসকে দিচ্ছে বছরকয়েক আগে এক্সাইড মোড়ের ঘটনা ৷ যেখানে চোর সন্দেহে এক যুবককে ক্রসিংয়ে ফেলে তাঁর বুকে পা তুলে দিয়েছিল এক সিভিক ভলেন্টিয়ার। পরবর্তীতে সেই ঘটনায় তৎকালীন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন কলকাতা পুলিশের তরফে সরানো হয়েছে সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়ারকে ৷ সেই মর্মান্তিক ঘটনার স্মৃতিই ফিরল রবিবার ৷ ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবারের সদস্যরা।

ঘটনা প্রসঙ্গে রোগীর ছেলে মহম্মদ শাহদাব ইটিভি ভারতকে জানান, মায়ের চিকিৎসার জন্য একাধিক জায়গায় ঘুরতে হয়। মা'কে একটি ইঞ্জেকশন দিলে মায়ের ব্যাথা হয়। বিষয়টি নার্সকে জানালে খারাপ ব্যবহার করা হয় বলে জানিয়েছেন রোগীর ছেলে। এরপরে রোগীর স্বামী মেজাজ হারালে খাকি উর্দি পরিহিত পুলিশ ও এক সিভিক ভলান্টিয়ার রোগীর ছেলে ও মেয়েকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ রোগীর ছেলের। পরে হাসপাতালের বাইরে রোগীর মেয়ে ও স্বামীকেও লাঠি দিয়ে মারধর করা হয়।

অভিযোগ দায়ের হলেও পুলিশের তরফে এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি ৷ রোগীর আত্মীয়রাই প্রথমে পুলিশকে ঘুষি মারে বলে অভিযোগ। ঘটনায় এক পুলিশকর্মী আহত হন বলেও অভিযোগ। এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করা না-হলেও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন আইনের পথে হাঁটবে।

কলকাতা, 1 জুলাই: রোগীকে ইঞ্জেকশন দেওয়া ঘিরে বচসা। পরে হাসপাতালের বাইরে রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখালে রবিবার দুপুরে উত্তেজনা ছড়ায় কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ পরবর্তীতে ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু অভিযোগ, পুলিশের উপস্থিতিতে সংশ্লিষ্ট রোগীর পরিবারের সদস্যদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে এক সিভিক ভলান্টিয়ার। লাঠিচার্জ করেন পুলিশ আধিকারিকরাও ৷ আক্রান্তদের মধ্যে রয়েছেন এক মহিলাও ৷ ঘটনায় হুলস্থুল ন্যাশনাল মেডিক্যাল কলেজ চত্বর।

রোগী আত্মীয়দের বেধড়ক লাঠিচার্জ পুলিশের (ইটিভি ভারত)

রবিবার সরকারি হাসপাতাল প্রাঙ্গণের এই ঘটনার স্মৃতি উসকে দিচ্ছে বছরকয়েক আগে এক্সাইড মোড়ের ঘটনা ৷ যেখানে চোর সন্দেহে এক যুবককে ক্রসিংয়ে ফেলে তাঁর বুকে পা তুলে দিয়েছিল এক সিভিক ভলেন্টিয়ার। পরবর্তীতে সেই ঘটনায় তৎকালীন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন কলকাতা পুলিশের তরফে সরানো হয়েছে সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়ারকে ৷ সেই মর্মান্তিক ঘটনার স্মৃতিই ফিরল রবিবার ৷ ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবারের সদস্যরা।

ঘটনা প্রসঙ্গে রোগীর ছেলে মহম্মদ শাহদাব ইটিভি ভারতকে জানান, মায়ের চিকিৎসার জন্য একাধিক জায়গায় ঘুরতে হয়। মা'কে একটি ইঞ্জেকশন দিলে মায়ের ব্যাথা হয়। বিষয়টি নার্সকে জানালে খারাপ ব্যবহার করা হয় বলে জানিয়েছেন রোগীর ছেলে। এরপরে রোগীর স্বামী মেজাজ হারালে খাকি উর্দি পরিহিত পুলিশ ও এক সিভিক ভলান্টিয়ার রোগীর ছেলে ও মেয়েকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ রোগীর ছেলের। পরে হাসপাতালের বাইরে রোগীর মেয়ে ও স্বামীকেও লাঠি দিয়ে মারধর করা হয়।

অভিযোগ দায়ের হলেও পুলিশের তরফে এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি ৷ রোগীর আত্মীয়রাই প্রথমে পুলিশকে ঘুষি মারে বলে অভিযোগ। ঘটনায় এক পুলিশকর্মী আহত হন বলেও অভিযোগ। এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করা না-হলেও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন আইনের পথে হাঁটবে।

Last Updated : Jul 1, 2024, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.