ETV Bharat / state

দু'সপ্তাহের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি, জানালেন শিক্ষামন্ত্রী - SSC RECRUITMENT SCAM

তিন ঘণ্টা বৈঠক চলার পর যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । সিবিআইয়ের দেওয়া তালিকাই প্রকাশ করা হবে বলে খবর ।

BRATYA BASU MEETING WITH TAINTED JOBLESS TEACHERS
যোগ্য চাকরিহারাদের সঙ্গে বৈঠকে ব্রাত্য বসু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 11, 2025 at 10:06 PM IST

2 Min Read

কলকাতা, 11 এপ্রিল: দশদিন পরেই প্রকাশ করা হবে যোগ্য-অযোগ্যদের তালিকা । আগামী 21 এপ্রিল এসএসসি ওয়েবসাইটে প্রকাশিত হবে সেই তালিকা । শুক্রবার প্রায় 3 ঘণ্টা ধরে বিকাশ ভবনে যোগ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চাকরিহারা শিক্ষকদের 13 জনের প্রতিনিধি দল । যোগ্য চাকরিহারা শিক্ষকেরা নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষামন্ত্রীর সামনে । সেই দাবির কিছু জায়গা মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেই জানান চাকরিহারা শিক্ষকরা । কিন্তু চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত যোগ্যদের আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তাঁরা ।

এদিনের বৈঠক শেষ করে যোগ্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করা হচ্ছে । পরের রবিবারের মধ্যে কাজ শেষ হতে পারে । আইনি পরামর্শ নিয়ে তাঁরা সেই তালিকা প্রকাশ করবেন পরের সপ্তাহের সোমবার । মিরর ইমেজ নেই । যদি সেটা থাকত, তাহলে সিবিআই খুঁজে বার করত । তবে সিবিআই যেটা দিয়েছে সেটাই তাঁরা প্রকাশ করবেন । যেদিন আমরা আইনি পথে সম্পূর্ণভাবে জিতে আসব । সেদিন একমাত্র স্বস্তি পাব ।"

আইনি পরামর্শ নিয়ে ওএমআর শিট প্রকাশের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রীও । শুক্রবার বিকাশ ভবনে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার-সহ শিক্ষা দফতরের বিভিন্ন আধিকারিকরা । বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ওনারা বলেছেন । ইতিবাচক আইনি পরামর্শ পেলে সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে আমাদের কোনও সমস্যা নেই । আমার মনে হচ্ছে হপ্তা দেড়-দুয়ের মধ্যে শুয়ে তালিকা আমরা প্রকাশ করে দেব । মিরর ইমেজ তুলে দিতেও আমাদের কোনও সমস্যা নেই । তবে আইনি পরামর্শ নেব ।"

কিন্তু এই তালিকা এসএসসি একাধিকবার সুপ্রিম কোর্টে পেশ করেছে । তাতে সন্তুষ্ট হয়নি দেশের শীর্ষ আদালত । তবে এবার কি এই তালিকা প্রকাশ করলেই হবে সমাধান ? এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "এই তালিকায় কেন সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হলেন না সেটা আমরা জানি না । মহামান্য সুপ্রিম কোর্ট নিজেই যোগ্য অযোগ্য কথাটি লিখেছেন । আমরা রিভিউ নিয়ে আশাবাদী ।"

অন্যদিকে এখন আরেকটি প্রশ্ন সব থেকে উল্লেখযোগ্য । সেটা হল বেতন । সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা এই শিক্ষকেরা বেতন পাবে ? সেই বিষয়ে ব্রাত্য বসু বলেন, "আমরা রিভিউ পিটিশনে যাব । তাই তার আগে এই নিয়ে কথা বললে আদালত অবমাননা করা হবে । শীঘ্রই আমরা রিভিউ পিটিশন করব ।"

কলকাতা, 11 এপ্রিল: দশদিন পরেই প্রকাশ করা হবে যোগ্য-অযোগ্যদের তালিকা । আগামী 21 এপ্রিল এসএসসি ওয়েবসাইটে প্রকাশিত হবে সেই তালিকা । শুক্রবার প্রায় 3 ঘণ্টা ধরে বিকাশ ভবনে যোগ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চাকরিহারা শিক্ষকদের 13 জনের প্রতিনিধি দল । যোগ্য চাকরিহারা শিক্ষকেরা নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষামন্ত্রীর সামনে । সেই দাবির কিছু জায়গা মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেই জানান চাকরিহারা শিক্ষকরা । কিন্তু চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত যোগ্যদের আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তাঁরা ।

এদিনের বৈঠক শেষ করে যোগ্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করা হচ্ছে । পরের রবিবারের মধ্যে কাজ শেষ হতে পারে । আইনি পরামর্শ নিয়ে তাঁরা সেই তালিকা প্রকাশ করবেন পরের সপ্তাহের সোমবার । মিরর ইমেজ নেই । যদি সেটা থাকত, তাহলে সিবিআই খুঁজে বার করত । তবে সিবিআই যেটা দিয়েছে সেটাই তাঁরা প্রকাশ করবেন । যেদিন আমরা আইনি পথে সম্পূর্ণভাবে জিতে আসব । সেদিন একমাত্র স্বস্তি পাব ।"

আইনি পরামর্শ নিয়ে ওএমআর শিট প্রকাশের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রীও । শুক্রবার বিকাশ ভবনে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার-সহ শিক্ষা দফতরের বিভিন্ন আধিকারিকরা । বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ওনারা বলেছেন । ইতিবাচক আইনি পরামর্শ পেলে সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে আমাদের কোনও সমস্যা নেই । আমার মনে হচ্ছে হপ্তা দেড়-দুয়ের মধ্যে শুয়ে তালিকা আমরা প্রকাশ করে দেব । মিরর ইমেজ তুলে দিতেও আমাদের কোনও সমস্যা নেই । তবে আইনি পরামর্শ নেব ।"

কিন্তু এই তালিকা এসএসসি একাধিকবার সুপ্রিম কোর্টে পেশ করেছে । তাতে সন্তুষ্ট হয়নি দেশের শীর্ষ আদালত । তবে এবার কি এই তালিকা প্রকাশ করলেই হবে সমাধান ? এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "এই তালিকায় কেন সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হলেন না সেটা আমরা জানি না । মহামান্য সুপ্রিম কোর্ট নিজেই যোগ্য অযোগ্য কথাটি লিখেছেন । আমরা রিভিউ নিয়ে আশাবাদী ।"

অন্যদিকে এখন আরেকটি প্রশ্ন সব থেকে উল্লেখযোগ্য । সেটা হল বেতন । সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা এই শিক্ষকেরা বেতন পাবে ? সেই বিষয়ে ব্রাত্য বসু বলেন, "আমরা রিভিউ পিটিশনে যাব । তাই তার আগে এই নিয়ে কথা বললে আদালত অবমাননা করা হবে । শীঘ্রই আমরা রিভিউ পিটিশন করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.