কলকাতা, 25 এপ্রিল: এবার থেকে দশ বছর রাখা হবে এসএসসি পরীক্ষার ওএমআর । বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । সোমবার রায়ের পর বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী । সেই বৈঠকেই তিনি জানান, এবার থেকে পরীক্ষা হলে দশ বছর রাখা হবে ওএমআর শিট । ফলে এবার থেকে আর ওএমআর শিট নিয়ে কোনও সমস্যা হবে না বলেই মনে করছে শিক্ষামহল ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার । সেখানে তিনি জানান, 2016 সালে নতুন আইন করা হয় এসএসসির । যে আইনে দেখা যায় এবার থেকে ওএমআর ভিত্তিক হবে পরীক্ষা । আর সেই ওএমআর রাখা হবে মাত্র এক বছর । তারপর সেই ওএমআর নষ্ট করে ফেলা হবে । ফলে বর্তমানে যে শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছে । তাতে এই ওএমআর শিট না থাকায় একটা বড় সমস্যা । কমিশনের চেয়ারম্যানের কথায়, "আমাদের কাছে যদি আসল ওএমআর শিটগুলো থাকতো তাহলে এত দূর জল গড়াত না ।"
এরপরেই প্রশ্ন করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে । কেন এই নতুন আইন করা হল ? তার প্রেক্ষিতে ব্রাত্য বলেন, "2016 সালে কেন এটা হয়েছিল, সেটা আমি এখন বলতে পারব না ৷ তবে আমি স্পষ্ট বলে দিয়েছি, এবার যখন এসএসসি পরীক্ষা হবে, সেই ওএমআর আগামী দশ বছর সংরক্ষণ করে রাখতে হবে ।"
ফলে দশ বছর যদি ওএমআর থাকে তাহলে শিক্ষামহলের অনুমান, এই ধরনের বড় দুর্নীতি আর হওয়া সম্ভব নয় । এছাড়াও এখন টেটের জন্য একটি ওএমআর পরীক্ষার্থীরা সঙ্গে রাখতে পারেন । অন্য আরেকটি উত্তরপত্র তারা জমা দেন পরীক্ষার হলে । যদি এই ব্যবস্থাও এসএসসিতে হয়, তাহলে মনে করা হচ্ছে ভবিষ্যতে আর কোনও সমস্যায় পড়বেন না এসএসসি পরীক্ষার্থীরা ।
আরও পড়ুন: