ETV Bharat / state

পঞ্চানন কর্মকারের তৈরি হরফ দিয়ে ছাপা সমাচার দর্পণের সংস্করণের প্রদর্শনী কলকাতায় - SAMACHAR DARPAN

বেশ কয়েকটি বাংলা ছাপার হরফ তৈরির যন্ত্র ব্রিটেন থেকে এসেছিল । সেগুলি প্রথমবার প্রদর্শিত হচ্ছে কলকাতায় ৷ বাংলা নববর্ষ চলবে এই প্রদর্শনী ৷

Samachar Darpan
সমাচার দর্পণের সংস্করণের প্রদর্শনী কলকাতায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 12, 2025 at 8:15 PM IST

2 Min Read

কলকাতা, 12 এপ্রিল: 207 বছরের মাথায় প্রথম সমাচার দর্পণ পত্রিকার সংস্করণ প্রদর্শিত হল কলকাতায় । এই পত্রিকা পঞ্চানন কর্মকারের তৈরি ছাপার হরফ দিয়ে মুদ্রিত হয়েছিল । কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের খেলাত ভবনে শুক্রবার থেকে শুরু হয়েছে প্রদর্শনী, যা চলবে বাংলা নববর্ষ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত ।

সমাচার দর্পণ বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র । শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে 1818 সালে 23 মে প্রকাশিত হয় এই পত্রিকা । সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান । দেবনগরী ও বাংলা ছাপার হরফ প্রথম তৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার । তাঁর তৈরি বাংলা হরফে প্রথম বই ছাপা হয়েছিল 1778 সালে 'অ্যা গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাংগুয়েজ' । পরে 1799 সালে উইলিয়াম কেরির সঙ্গে যোগাযোগ হওয়াতে তিনি শ্রীরামপুরে মিশন প্রেসে যোগদান করেন ।

পঞ্চানন কর্মকারের তৈরি হরফ দিয়ে ছাপা সমাচার দর্পণের সংস্করণের প্রদর্শনী কলকাতায় (ইটিভি ভারত)

পঞ্চানন কর্মকারের দক্ষতায় এশিয়ার সর্ববৃহৎ টাইপ ফাউন্ডারি তৈরি হয় এই মিশন প্রেস । 1801 সালে উইলিয়ার কেরির বাইবেলের নতুন নিয়মের বাংলায় অনুবাদ বইটি তাঁর তৈরি অক্ষরে প্রকাশ হয় । এরপর 1818 সালে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশিত হয় শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে । সেই পত্রিকায় ব্যবহার হয় পঞ্চানন কর্মকারের তৈরি বাংলা ছাপার হরফ ।

exhibition in Kolkata
সমাচার দর্পণের প্রদর্শনী দেখছেন এক ছাত্রী (নিজস্ব ছবি)

আজ থেকে 50 বছর আগে সেই সংবাদপত্রের সংস্করণ প্রেসের তরফে কর্মকার পরিবারের তৎকালীন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় । এছাড়াও বেশ কয়েকটি বাংলা ছাপার হরফ তৈরির যন্ত্র সেই সময় ব্রিটেন থেকে এসেছিল । সেগুলি প্রদর্শিত হচ্ছে কলকাতায় ৷ এই সমস্ত দুষ্প্রাপ্য জিনিসগুলি চাক্ষুষ করতে হলে আসতে হবে খেলাত ভবনের প্রদর্শনীতে ।

exhibition in Kolkata
পঞ্চানন কর্মকারের তৈরি হরফ যন্ত্রের প্রদর্শনী (নিজস্ব ছবি)

পঞ্চানন কর্মকারের পঞ্চম প্রজন্ম প্রিয়াঙ্কা মল্লিক বলেন, "পঞ্চানন কর্মকারের তৈরি অক্ষর দিয়ে ছাপা বাংলার ভাষায় প্রথম বই যেমন এই প্রদর্শনীতে আছে, তেমনই বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ আছে । এই পত্রিকা সেই সময় বাংলার শিক্ষিত মানুষকে গদ্য রস গ্রহণে সাহায্য করে । তাই এই বই ও সংবাদপত্র যেমন আছে তেমনই পঞ্চানন কর্মকারের তৈরি 300টি টাইপ ফেস ও 4টি অক্ষর তৈরির যন্ত্র এখানে প্রদর্শিত হচ্ছে ।"

exhibition in Kolkata
সমাচার দর্পণের সংস্করণের প্রদর্শনী (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "পারিবারিক উদ্যোগেই এই প্রদর্শন । 207 বছরের মাথায় এই সব সংগ্রহ প্রকাশ করা হচ্ছে । এত দিন বাড়িতেই রাখা থাকত । গবেষণার কাজে যুক্ত ছাত্রছাত্রী বা বিশেষজ্ঞরা বাড়িতে আসতেন এগুলি দেখতে । এখন আমজনতা যাতে পঞ্চানন কর্মকারের কাজ জানতে পারেন তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

কলকাতা, 12 এপ্রিল: 207 বছরের মাথায় প্রথম সমাচার দর্পণ পত্রিকার সংস্করণ প্রদর্শিত হল কলকাতায় । এই পত্রিকা পঞ্চানন কর্মকারের তৈরি ছাপার হরফ দিয়ে মুদ্রিত হয়েছিল । কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের খেলাত ভবনে শুক্রবার থেকে শুরু হয়েছে প্রদর্শনী, যা চলবে বাংলা নববর্ষ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত ।

সমাচার দর্পণ বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র । শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে 1818 সালে 23 মে প্রকাশিত হয় এই পত্রিকা । সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান । দেবনগরী ও বাংলা ছাপার হরফ প্রথম তৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার । তাঁর তৈরি বাংলা হরফে প্রথম বই ছাপা হয়েছিল 1778 সালে 'অ্যা গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাংগুয়েজ' । পরে 1799 সালে উইলিয়াম কেরির সঙ্গে যোগাযোগ হওয়াতে তিনি শ্রীরামপুরে মিশন প্রেসে যোগদান করেন ।

পঞ্চানন কর্মকারের তৈরি হরফ দিয়ে ছাপা সমাচার দর্পণের সংস্করণের প্রদর্শনী কলকাতায় (ইটিভি ভারত)

পঞ্চানন কর্মকারের দক্ষতায় এশিয়ার সর্ববৃহৎ টাইপ ফাউন্ডারি তৈরি হয় এই মিশন প্রেস । 1801 সালে উইলিয়ার কেরির বাইবেলের নতুন নিয়মের বাংলায় অনুবাদ বইটি তাঁর তৈরি অক্ষরে প্রকাশ হয় । এরপর 1818 সালে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশিত হয় শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে । সেই পত্রিকায় ব্যবহার হয় পঞ্চানন কর্মকারের তৈরি বাংলা ছাপার হরফ ।

exhibition in Kolkata
সমাচার দর্পণের প্রদর্শনী দেখছেন এক ছাত্রী (নিজস্ব ছবি)

আজ থেকে 50 বছর আগে সেই সংবাদপত্রের সংস্করণ প্রেসের তরফে কর্মকার পরিবারের তৎকালীন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় । এছাড়াও বেশ কয়েকটি বাংলা ছাপার হরফ তৈরির যন্ত্র সেই সময় ব্রিটেন থেকে এসেছিল । সেগুলি প্রদর্শিত হচ্ছে কলকাতায় ৷ এই সমস্ত দুষ্প্রাপ্য জিনিসগুলি চাক্ষুষ করতে হলে আসতে হবে খেলাত ভবনের প্রদর্শনীতে ।

exhibition in Kolkata
পঞ্চানন কর্মকারের তৈরি হরফ যন্ত্রের প্রদর্শনী (নিজস্ব ছবি)

পঞ্চানন কর্মকারের পঞ্চম প্রজন্ম প্রিয়াঙ্কা মল্লিক বলেন, "পঞ্চানন কর্মকারের তৈরি অক্ষর দিয়ে ছাপা বাংলার ভাষায় প্রথম বই যেমন এই প্রদর্শনীতে আছে, তেমনই বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ আছে । এই পত্রিকা সেই সময় বাংলার শিক্ষিত মানুষকে গদ্য রস গ্রহণে সাহায্য করে । তাই এই বই ও সংবাদপত্র যেমন আছে তেমনই পঞ্চানন কর্মকারের তৈরি 300টি টাইপ ফেস ও 4টি অক্ষর তৈরির যন্ত্র এখানে প্রদর্শিত হচ্ছে ।"

exhibition in Kolkata
সমাচার দর্পণের সংস্করণের প্রদর্শনী (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "পারিবারিক উদ্যোগেই এই প্রদর্শন । 207 বছরের মাথায় এই সব সংগ্রহ প্রকাশ করা হচ্ছে । এত দিন বাড়িতেই রাখা থাকত । গবেষণার কাজে যুক্ত ছাত্রছাত্রী বা বিশেষজ্ঞরা বাড়িতে আসতেন এগুলি দেখতে । এখন আমজনতা যাতে পঞ্চানন কর্মকারের কাজ জানতে পারেন তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.