ETV Bharat / state

বিরাটিতে গুপ্তচর সন্দেহে ধৃত পাকিস্তানির তথ্য জানতে বিদেশমন্ত্রকে চিঠি ইডির - PAKISTAN AGENT ARRESTED

বিরাটিতে গুপ্তচর সন্দেহে ধৃত পাকিস্তানির ভিসা সংক্রান্ত তথ্য জানতে বিদেশমন্ত্রকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

ETV BHARAT
বিদেশমন্ত্রকে চিঠি ইডির (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 3, 2025 at 2:31 PM IST

2 Min Read

কলকাতা, 3 জুন: এবার বিদেশমন্ত্রকের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । পাসপোর্ট জালিয়াতি মামলায় উত্তর 24 পরগনা জেলার বিরাটি থেকে ধৃত পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিকের ভারতীয় ভিসার তথ্য চেয়ে বিদেশমন্ত্রকে বিশেষ আবেদন করল ইডি ।

অভিযোগ, বছর ছয়েক আগে বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেয়েছিল পাকিস্তানি আজাদ । তদন্তে নেমে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ঘেঁটে ও ধৃতকে জেরা করে এমনটাই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় এজেন্সির হাতে । আজাদের আসল নাম ছিল আজাদ হোসেন । তদন্তকারীরা এও জানতে পেরেছেন যে, 2016 সালের পরবর্তীকালে মল্লিক পদবি নিয়ে ভারতে আসেন আজাদ । বলা চলে, ভারত তথা কলকাতায় আসার জন্যই এই পদবি গ্রহণ ।

কিন্তু তদন্তে নেমে ইডির তদন্তকারীরা যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি চিন্তিত তা হল, কী করে আজাদ ভিসা পেলেন ? ঠিক কী কী নথি দিয়ে তিনি ভিসা পেয়েছিলেন ? তাঁর আবেদনপত্র ঠিকমতো যাচাই হয়েছিল কি না ! যদি যাচাই হয়ে থাকে, তবে এত বড় ভুল কীভাবে হল ? কারা যাচাই করেছিলেন সেই নথি ? সেই সব তথ্যই বিদেশমন্ত্রকের কাছ থেকে জানতে চেয়েছে ইডি ।

তদন্তে নেমে আজাদকে জেরা করে এবং তাঁর মোবাইল থেকে পাকিস্তানের নাগরিকদের সঙ্গে কথোপকথনের রেকর্ড পেয়েছেন ইডির তদন্তকারীরা । তাঁরা জানাচ্ছেন যে, আজাদের দুটি মোবাইল থেকে উদ্ধার হয়েছে 20 হাজার পাতার নথি, পাসপোর্ট বানানোর প্রচুর ছবি ও প্রচুর ভয়েস রেকর্ড ৷ কার সঙ্গে কী কথা হয়েছে, সেগুলো ইতিমধ্যেই ডিকোড করছে ইডি ।

ইদির তদন্তকারীরা অভিযোগ করছেন যে, আগে থেকে যদি সজাগ হওয়া যেত, সেক্ষেত্রে এত বড় ভুল হত না । চোরাগোপ্তা পথে নয়, বরং সরকারি ভাবেই ভারতের নাগরিকত্ব ও ভারতের ভিসা পেয়েছিলেন আজাদ । আর এই আজাদই কি না পাকিস্তানি ! ইডির দাবি, এটি একটি বড় ভুল । একজন পাকিস্তানি গুপ্তচর ভারতে ঢুকল, তার ভিসাও পরীক্ষা করে কেন দেখা হল না, সেই প্রশ্ন তুলেছেন ইডি আধিকারিকরা ৷

তাঁরা মনে করছেন ভারত তথা এই রাজ্যে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ধৃত আজাদের থাকাটা মোটেও অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ভালো নয় । আজাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে একাধিক পাকিস্তানি ফোন নম্বর পেয়েছেন তদন্তকারীরা । পাশাপাশি বেশকিছু সাংকেতিক ভাষাও মিলেছে ৷ এখন সেটাই যাচাইয়ের কাজ চালানো হচ্ছে ।

কলকাতা, 3 জুন: এবার বিদেশমন্ত্রকের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । পাসপোর্ট জালিয়াতি মামলায় উত্তর 24 পরগনা জেলার বিরাটি থেকে ধৃত পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিকের ভারতীয় ভিসার তথ্য চেয়ে বিদেশমন্ত্রকে বিশেষ আবেদন করল ইডি ।

অভিযোগ, বছর ছয়েক আগে বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেয়েছিল পাকিস্তানি আজাদ । তদন্তে নেমে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ঘেঁটে ও ধৃতকে জেরা করে এমনটাই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় এজেন্সির হাতে । আজাদের আসল নাম ছিল আজাদ হোসেন । তদন্তকারীরা এও জানতে পেরেছেন যে, 2016 সালের পরবর্তীকালে মল্লিক পদবি নিয়ে ভারতে আসেন আজাদ । বলা চলে, ভারত তথা কলকাতায় আসার জন্যই এই পদবি গ্রহণ ।

কিন্তু তদন্তে নেমে ইডির তদন্তকারীরা যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি চিন্তিত তা হল, কী করে আজাদ ভিসা পেলেন ? ঠিক কী কী নথি দিয়ে তিনি ভিসা পেয়েছিলেন ? তাঁর আবেদনপত্র ঠিকমতো যাচাই হয়েছিল কি না ! যদি যাচাই হয়ে থাকে, তবে এত বড় ভুল কীভাবে হল ? কারা যাচাই করেছিলেন সেই নথি ? সেই সব তথ্যই বিদেশমন্ত্রকের কাছ থেকে জানতে চেয়েছে ইডি ।

তদন্তে নেমে আজাদকে জেরা করে এবং তাঁর মোবাইল থেকে পাকিস্তানের নাগরিকদের সঙ্গে কথোপকথনের রেকর্ড পেয়েছেন ইডির তদন্তকারীরা । তাঁরা জানাচ্ছেন যে, আজাদের দুটি মোবাইল থেকে উদ্ধার হয়েছে 20 হাজার পাতার নথি, পাসপোর্ট বানানোর প্রচুর ছবি ও প্রচুর ভয়েস রেকর্ড ৷ কার সঙ্গে কী কথা হয়েছে, সেগুলো ইতিমধ্যেই ডিকোড করছে ইডি ।

ইদির তদন্তকারীরা অভিযোগ করছেন যে, আগে থেকে যদি সজাগ হওয়া যেত, সেক্ষেত্রে এত বড় ভুল হত না । চোরাগোপ্তা পথে নয়, বরং সরকারি ভাবেই ভারতের নাগরিকত্ব ও ভারতের ভিসা পেয়েছিলেন আজাদ । আর এই আজাদই কি না পাকিস্তানি ! ইডির দাবি, এটি একটি বড় ভুল । একজন পাকিস্তানি গুপ্তচর ভারতে ঢুকল, তার ভিসাও পরীক্ষা করে কেন দেখা হল না, সেই প্রশ্ন তুলেছেন ইডি আধিকারিকরা ৷

তাঁরা মনে করছেন ভারত তথা এই রাজ্যে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ধৃত আজাদের থাকাটা মোটেও অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ভালো নয় । আজাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে একাধিক পাকিস্তানি ফোন নম্বর পেয়েছেন তদন্তকারীরা । পাশাপাশি বেশকিছু সাংকেতিক ভাষাও মিলেছে ৷ এখন সেটাই যাচাইয়ের কাজ চালানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.