ETV Bharat / state

সন্দীপ-ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি ! উদ্ধার 5 কোটির সোনা - ED Found Gold Worth Crores

Gold Seized by ED: ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণে সোনা, যার বাজার মূল্য কমপক্ষে 5 কোটি টাকা ৷ তাঁর সঙ্গে আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষের সম্পর্ক ভালো বলেই জানা গিয়েছে ৷ সেই সূত্রেই ব্যবসায়ীর বাড়িতে তদন্ত চালায় ইডি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 5:08 PM IST

Updated : Sep 7, 2024, 8:25 PM IST

Huge Amount of Gold
ব্যবসায়ীর বাড়িতে মিলল বিপুল সোনা (ইটিভি ভারত)

কলকাতা, 7 সেপ্টেম্বর: সল্টলেকে বিই ব্লকের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল ইডি ৷ সেই সোনার বাজার মূল্য 5 কোটি টাকা ৷ জানা গিয়েছে, ওই বাড়িটি ব্যবসায়ী স্বপন সাহার ৷ তিনি ওষুধ ব্যবসায়ী ৷ তাঁর সঙ্গে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে ভালো সম্পর্ক ৷ আরজি কর দুর্নীতির তদন্তে শুক্রবার ইডির একটি দল তাঁর বাড়িতে তল্লাশি চালায় ৷ 9 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে ৷

সল্টলেকে ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি (ইটিভি ভারত)

গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর তরফ থেকে শহরের প্রায় 12 টি জায়গায় ম্যারাথন তল্লাশি চালানো হয়। সেখানে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি ও ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র এবং সামগ্রী বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সেগুলি গতকাল রাতে সিজিও কমপ্লেক্স এ নিয়ে আসা হয় ৷

শনিবার দুপুরে জানা যায়, ইডি আধিকারিকরা বিপুল পরিমাণে সোনা উদ্ধার করেছে, এর বাজার মূল্য পাঁচ কোটি টাকা ৷ এদিকে এই বিপুল সোনা কোথা থেকে কীভাবে এল, তার সমর্থনে সঠিক নথি দেখাতে পারেননি ব্যবসায়ী স্বপন সাহা ৷ তাই ওই বিপুল সোনা বাজেয়াপ্ত করে তা সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছে ইডি ৷ তদন্তকারীরা জানতে পারেন, আরজি কর হাসপাতালের একাধিক মেডিক্যাল সামগ্রী স্বপনের হাত ধরেই বিদেশে চলে যেত ৷ স্বপনের বাড়ি থেকে সোনা-সহ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেন ইডির তদন্তকারীরা ৷

আরজি কর দুর্নীতি মামলার তদন্তে শুক্রবারই ইডির আধিকারিকরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ক্যানিংয়ের বাংলাতে যান ৷ সেখানে তল্লাশি অভিযান চলে ৷ এছাড়া সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের সুভাষগ্রামের বাড়িতেও পৌঁছয় ইডি ৷ তাঁকে সেখান থেকে আটক করেছে ইডি ৷

তদন্তকারীদের অনুমান, আরজি কর হাসপাতালে যে দুর্নীতির ঘটনা ঘটেছে, সেটা যথেষ্ট বড় ৷ এর নেপথ্যে একাধিক রাঘববোয়াল যুক্ত রয়েছে ৷ ইডি দফতরে বেশ কয়েকজনকে এই ঘটনায় সাক্ষ্য হিসেবে ডাকা হয়েছে ৷ তাঁদের বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে ৷

হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী প্রথম আরজি কর হাসপাতালের দুর্নীতির ঘটনা সামনে আনেন ৷ এদিকে 2023 সালে তিনি যখন হাসপাতালের দুর্নীতির ঘটনা সামনে আনেন, তখন এই ঘটনায় কোনও তদন্ত হয়নি ৷ কিন্তু গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের পড়ুয়া তরুণী চিকিৎসকের সঙ্গে যে জঘন্য অপরাধের ঘটনা ঘটে, তারপর ধীরে ধীরে সংশ্লিষ্ট হাসপাতালে দুর্নীতির ঘটনাটিও সামনে আসে ৷ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা ৷

কলকাতা, 7 সেপ্টেম্বর: সল্টলেকে বিই ব্লকের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল ইডি ৷ সেই সোনার বাজার মূল্য 5 কোটি টাকা ৷ জানা গিয়েছে, ওই বাড়িটি ব্যবসায়ী স্বপন সাহার ৷ তিনি ওষুধ ব্যবসায়ী ৷ তাঁর সঙ্গে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে ভালো সম্পর্ক ৷ আরজি কর দুর্নীতির তদন্তে শুক্রবার ইডির একটি দল তাঁর বাড়িতে তল্লাশি চালায় ৷ 9 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে ৷

সল্টলেকে ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি (ইটিভি ভারত)

গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর তরফ থেকে শহরের প্রায় 12 টি জায়গায় ম্যারাথন তল্লাশি চালানো হয়। সেখানে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি ও ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র এবং সামগ্রী বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সেগুলি গতকাল রাতে সিজিও কমপ্লেক্স এ নিয়ে আসা হয় ৷

শনিবার দুপুরে জানা যায়, ইডি আধিকারিকরা বিপুল পরিমাণে সোনা উদ্ধার করেছে, এর বাজার মূল্য পাঁচ কোটি টাকা ৷ এদিকে এই বিপুল সোনা কোথা থেকে কীভাবে এল, তার সমর্থনে সঠিক নথি দেখাতে পারেননি ব্যবসায়ী স্বপন সাহা ৷ তাই ওই বিপুল সোনা বাজেয়াপ্ত করে তা সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছে ইডি ৷ তদন্তকারীরা জানতে পারেন, আরজি কর হাসপাতালের একাধিক মেডিক্যাল সামগ্রী স্বপনের হাত ধরেই বিদেশে চলে যেত ৷ স্বপনের বাড়ি থেকে সোনা-সহ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেন ইডির তদন্তকারীরা ৷

আরজি কর দুর্নীতি মামলার তদন্তে শুক্রবারই ইডির আধিকারিকরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ক্যানিংয়ের বাংলাতে যান ৷ সেখানে তল্লাশি অভিযান চলে ৷ এছাড়া সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের সুভাষগ্রামের বাড়িতেও পৌঁছয় ইডি ৷ তাঁকে সেখান থেকে আটক করেছে ইডি ৷

তদন্তকারীদের অনুমান, আরজি কর হাসপাতালে যে দুর্নীতির ঘটনা ঘটেছে, সেটা যথেষ্ট বড় ৷ এর নেপথ্যে একাধিক রাঘববোয়াল যুক্ত রয়েছে ৷ ইডি দফতরে বেশ কয়েকজনকে এই ঘটনায় সাক্ষ্য হিসেবে ডাকা হয়েছে ৷ তাঁদের বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে ৷

হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী প্রথম আরজি কর হাসপাতালের দুর্নীতির ঘটনা সামনে আনেন ৷ এদিকে 2023 সালে তিনি যখন হাসপাতালের দুর্নীতির ঘটনা সামনে আনেন, তখন এই ঘটনায় কোনও তদন্ত হয়নি ৷ কিন্তু গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের পড়ুয়া তরুণী চিকিৎসকের সঙ্গে যে জঘন্য অপরাধের ঘটনা ঘটে, তারপর ধীরে ধীরে সংশ্লিষ্ট হাসপাতালে দুর্নীতির ঘটনাটিও সামনে আসে ৷ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা ৷

Last Updated : Sep 7, 2024, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.