ETV Bharat / state

সাত সকালে কলকাতা ও জেলায় ইডির অভিযান

ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, নদিয়া এবং কলকাতার একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান । বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ।

ED raids in kolkata
কলকাতা-সহ জেলায় ইডির তল্লাশি অভিযান (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 8, 2025 at 10:55 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 সেপ্টেম্বর: বালি পাচার মামলায় নামমাত্র নয়, এবার জোরকদমে তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । সোমবার ভোর থেকেই শুরু হয়েছে তল্লাশির ঝড় । কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় একযোগে এদিন অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । জানা গিয়েছে, তদন্তকারীদের এই অভিযানের লক্ষ্য, বালি কারবারের সঙ্গে জড়িত আর্থিক অনিয়ম ও সম্ভাব্য অর্থপাচারের সূত্র খুঁজে বের করা ৷

ইডি সূত্রে খবর, রবিবার গভীর রাতে ছোট ছোট দলে ভাগ হয়ে অভিযানের উদ্দেশ্যে রওনা দেন তদন্তকারীরা । তাঁদের সঙ্গে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী । সোমবার ভোর হতেই প্রায় একই সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে ইডির অভিযান শুরু হয় । এই মুহূর্তে ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, নদিয়া এবং কলকাতার একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান ।

সাত সকালে কলকাতা ও জেলায় ইডির অভিযান (ইটিভি ভারত)

কলকাতায় বেহালার সখেরবাজারের জেমস লং সরণিতে একটি সংস্থার অফিসে ও রিজেন্ট কলোনিতে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এক কর্মীর বাড়িতে বিশেষ নজর দিয়েছেন তদন্তকারীরা । সকাল ছ'টার আগে থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির তদন্তকারী অফিসাররা ওই বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছেন ৷ এখনও পর্যন্ত ফ্ল্যাটের ভিতর তদন্তকারী অফিসাররা রয়েছেন ৷ তাঁরা জিজ্ঞাসাবাদ করছেন বাড়ির সদস্যদের ৷ ঘটনাস্থলে রয়েছে হরিদেবপুর থানার পুলিশও । তবে সঠিক কার ঠিকানায় এই অভিযান চলছে, তা নিয়ে এখনও কোনও সরকারি তথ্য প্রকাশ্যে আসেনি ।

ED raids in kolkata
বালি পাচার মামলায় অভিযান ইডির (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, সবচেয়ে বড়সড় তল্লাশি চলছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে । সেখানে জহিরুল শেখ নামের এক ব্যক্তির বাড়িতে ভোর থেকে চলছে ইডির অভিযান । একসময় তিনি ভিলেজ পুলিশ হিসেবে কাজ করতেন । তবে পরে চাকরি ছেড়ে দিয়ে বালির কারবারে জড়িয়ে পড়েন । সুবর্ণরেখা নদীর পাড়ে অবস্থিত তাঁর তিনতলা বাড়িতে তল্লাশি চলছে । শুধু বাড়ি নয়, তাঁর গাড়িতেও চলছে খুঁটিনাটি অনুসন্ধান । বিভিন্ন নথি ও কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ।

এদিন ঝাড়গ্রাম জেলাজুড়ে মোট ছয়টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি । ভোর থেকে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে এই অভিযান । অভিযানস্থলের আশেপাশের বাসিন্দারা জানান, হঠাৎ এত সংখ্যক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক ও বাহিনী এলাকায় আসায় তাঁরা চমকে গিয়েছেন । যদিও ইডি-র তরফে এদিনের অভিযানের বিষয়ে কোনও সরকারি বিবৃতি এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি ।

ED raids in kolkata
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (নিজস্ব ছবি)

ইডি সূত্রে খবর যে তদন্তকারীরা মনে করছেন, বালি পাচারের সঙ্গে যুক্ত এই নেটওয়ার্ক শুধু ঝাড়গ্রাম বা সীমান্তবর্তী এলাকা নয়, কলকাতা এবং অন্যান্য জেলায়ও ছড়িয়ে আছে । অর্থ পাচারের একাধিক সূত্র জড়িত থাকতে পারে । তাই বিভিন্ন জেলায় একযোগে অভিযান চালানো হচ্ছে ।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় দীর্ঘদিন ধরেই বালি পাচার নিয়ে অভিযোগ উঠছে । নদীপথে বালি উত্তোলন ও পাচারের মাধ্যমে কোটি কোটি টাকার কারবার গড়ে উঠেছে বলে অভিযোগ । এই কারবারের সঙ্গে রাজনৈতিক প্রভাবশালী মহলেরও যোগ থাকতে পারে, এমন আশঙ্কা করছে তদন্তকারী সংস্থা । ফলে ইডি-র এই তল্লাশি অভিযান যে আগামিদিনে আরও বড়সড় পরিসরে বিস্তৃত হবে, তা বলাই বাহুল্য ।

ED raids in kolkata
কলকাতায় ইডির অভিযান (নিজস্ব ছবি)

সোমবার দিনভর ইডির অভিযান চলবে বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই তল্লাশি চলাকালীন বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি । সেগুলি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর । তবে কারা কারা এই পাচারচক্রের সঙ্গে যুক্ত, তার পূর্ণাঙ্গ ছবি এখনও পরিষ্কার নয় । তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ ইডি কর্তারা ।