কৃষ্ণগঞ্জ, 16 এপ্রিল: পাসপোর্ট জালিয়াতি-কাণ্ডে আরও একজনকে আটক ইডি'র ৷ ধৃতের নাম অলোক নাথ ৷ মঙ্গলবার নববর্ষের দিন হঠাৎই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা হানা দেন নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তবর্তী এলাকায় তাঁর বাড়িতে ৷ ইডি তাঁকে প্রায় দীর্ঘ 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আটক করে নিয়ে যায় কলকাতার সিজিও কমপ্লেক্সে ।
যদিও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ইডি'র তরফে ছেড়ে দেওয়া হয় অলোক নাথকে । তাঁর কাছ থেকে ল্যাপটপ-সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর ৷ স্থানীয়দের দাবি, যদি সত্যিই তিনি জালিয়াতির সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলে উপযুক্ত শাস্তি হোক তাঁর ৷
স্থানীয় জানা গিয়েছে, আগে অলকের বাড়ি ছিল পূর্ব পাকিস্তানে(বর্তমানে বাংলাদেশ) । দেশ বিভক্ত হওয়ার সময় তারা সীমান্তবর্তী এলাকায় গেদেই চলে আসেন । এখানে বসবাস করছেন দীর্ঘদিন ধরে । মূলত পরিবার কৃষি কাজের সঙ্গে যুক্ত । কয়েক বছর ধরে তিনি এই ভিসা ও পাসপোর্ট তৈরির কাজ করছিল বলে সূত্রের খবর । তাঁর দুই সন্তান রয়েছে ৷ একজন বাইরে চাকরি করেন ৷ অপরজন পড়াশোনা করছে।
প্রসঙ্গত, পাসপোর্ট জালিয়াতি-কাণ্ডে কলকাতায় মনোজ গুপ্তা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করে নদিয়ার মদনপুর থেকে ধীরেন বিশ্বাস নামে আর এক ব্যক্তির খোঁজ পায় ইডি ৷ তাঁকেও গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । ধীরেনের বিরুদ্ধে অভিযোগ ছিল, বেআইনি পথ ধরে এদেশে প্রবেশ করানো পর বাংলাদেশিদের ভিসা তৈরি করা ও আশ্রয় দিয়ে এদেশে তাদের পরিচয়পত্র ও সমস্ত কাগজ তৈরি করে দেওয়ার কাজ করতেন তিনি । ধীরেনকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, ওইসব বাংলাদেশিদের ভিসা পাসপোর্ট করে দিতেন অলোক নাথ । কারা, কীভাবে তাঁকে সহযোগিতা করত সেই সন্ধানে সম্ভবত ইডি হানা দেয় গেদে অলোক নাথের বাড়িতে ।
প্রতিবেশীদের দাবি, মঙ্গলবার দীর্ঘ 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর ইডি আধিকারিকরা অলোককে নিয়ে চলে যান কলকাতায় । সম্ভবত কলকাতায় জিজ্ঞাসাবাদ করে তাঁর কাছ থেকে ফোন মোবাইল এবং কিছু কাগজপত্র সিজ করেন তদন্তকারী আধিকারিকরা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রূপ ঘোষ বলেন, "অলোক নাথের বাড়ি গেদে সীমান্তবর্তী এলাকাতেই । আমরা যেটুকু জানতে পারি তাঁর বাড়ি পূর্ব পাকিস্তানে ছিল । বহুদিন আগেই তিনি ওখান থেকে চলে এসে এখানে বসবাস শুরু করেম । তার এক ছেলে খুব সম্ভবত নেভিতে চাকরি করে এবং তিনি ভিসা পাসপোর্টের কারবার করেন । গতকাল যেটা জানতে পারি, ইডি'র প্রতিনিধি দল তার বাড়ি তল্লাশি চালায় এবং তাকে আটক করে নিয়ে যায় । তবে তিনি সঠিক নিয়মে ব্যবসা করেন কি না বা তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত কি না, তা সঠিক করে আমরা বলতে পারব না ।"
এ বিষয়ে স্থানীয় মানি এক্সচেঞ্জ অফিসার দীনবন্ধু মহালদার বলেন, "গতকাল যেটা জানতে পারি সকাল থেকেই বেশ কয়েক ঘণ্টা অলোক নাথের বাড়ি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । পরে কিছু নথি-সহ তাকে আটক করে নিয়ে যায় । পরেও যেটা জানতে পারি তাকে ছেড়েও দেওয়া হয়। তবে আমরা যেটুকু জানি তার পূর্বপুরুষ থেকে তিনি এখানে বসবাস করেছেন । তিনি পাসপোর্ট ভিসার কাজ করে থাকেন। কী কারণে তাকে তুলে নিয়ে গেল তার সঠিক আমরা জানতে পারিনি ।"
এ বিষয়ে আইনজীবী অমিত প্রামাণিক বলেন, "খবরের মাধ্যমে আমরা প্রথমে জানতে পারি ইডি তদন্ত করতে এখানে আসে । অলোক নাথ নামে একজনের বাড়িতে তল্লাশি চালায় । পরবর্তীকালে জানতে পারি অলোক নাথকে আটক করে নিয়ে যায় তারা । পাশাপাশি ল্যাপটপ-সহ কিছু নথিপত্র উদ্ধার করে নিয়ে যায় তারা । পরবর্তীকালে এটাও জানতে পারি তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় । তবে সঠিক কি কারণে ইডির প্রতিনিধি দল এই তল্লাশি চালিয়েছে তা আমরা এখনও জানতে পারিনি । আমাদের একটাই মন্তব্য যারা ভারতে থেকে দেশ বিরোধী কাজ করবে, তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক ।"