কলকাতা, 13 সেপ্টেম্বর: রাজ্যে রেশন বন্টন দুর্নীতি-কাণ্ডে এবার কলকাতা-সহ মোট সাতটি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করল ইডি ৷ সল্টলেক সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, শুক্রবার সকাল 6টার সময় 10টির বেশি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ইডি আধিকারিকরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
ইডি সুত্রের খবর, রাজ্যের রেশন বন্টন দুর্নীতির কাণ্ডের তদন্ত নেমে তাঁদের কাছে বেশ কয়েকজন রাজ্য সরকারি আধিকারিক, ফুড ইন্সপেক্টর এবং রেশন ডিলারের নাম উঠে এসেছে। তার জন্যই আজ নদীয়ার কল্যাণী, বারাসত, কলতারা, জয়নগর, মেদিনীপুর-সহ মোট সাতটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরের আরও জানা গিয়েছে, কল্যাণীতে একজন ফুড ইন্সপেক্টরের বাড়িতে আজ তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
এছাড়ও এর আগে রেশন সংক্রান্ত একাধিক নথি খাদ্য দফতর থেকে চেয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই নথির সূত্র ধরেই বেশ কয়েকজন ফুড ইন্সপেক্টর থেকে শুরু করে একাধিক সংস্থার হদিশ মিলেছে ৷ সেই মতই একই সঙ্গে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ৷ দক্ষিণ কলকাতার একটি অফিস ও অন্য একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে।
এই রেশন দুর্নীতি কাণ্ডে আগে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তবে জামিনে মুক্ত হয়েছেন বাকিবুর ৷ এই বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷ পরবর্তী সময়ে জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করা হয়। তিনি এখনও জেলে রয়েছেন ৷
রাজ্যের রেশন দুর্নীতি-কাণ্ড যে শুধুমাত্র রাজনৈতিক বা অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাই যুক্ত, তেমনটা নয় ৷ বরং খাদ্য দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সাধারণ সরকারি কর্মীরাও যুক্ত রয়েছেন বলে মনে করছেন তদন্তকারি আধিকারিকরা ৷ এর আগে খাদ্য দফতর থেকে রাজ্যে বাতিল হয়ে যাওয়া রেশন কার্ড এবং রাজ্যের সচল রেশন কার্ডের পরিসংখ্যানের তালিকা চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সেই পরিসংখ্যান তথ্য পাওয়ার পরেই তল্লাশি বলে জানা যাচ্ছে ।