ETV Bharat / state

জেলাশাসকের অনুরোধ, ভোটকর্মীদের জন্য স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা শাখায় - Lok Sabha Election 2024

Election Special Trains from Sealdah: সপ্তম দফার নির্বাচনে বিশেষ ট্রেন চালানোর কথা বিজ্ঞপ্তি দিয়ে জানাল পূর্ব রেল ৷ বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 5:29 PM IST

Special Train at Sealdah Division
সপ্তম দফার নির্বাচনে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল (ইটিভি ভারত)

হাওড়া, 28 মে: শিয়ালদা শাখাতে ভোটকর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল । জারি করা একটি নির্দেশিকাতে পূর্ব রেল তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে । দক্ষিণ 24 পরগনার জেলাশাসকের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে পূর্ব রেল । রাজ্যে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা রয়েছে 1 জুন, শনিবার ৷ এদিন ভোট হবে দমদম, বারাসত, বসিরহাট, ডায়মণ্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর ও দক্ষিণ, জয়নগর ও যাদবপুরে ৷

এদিন ডায়মণ্ড হারবার কেন্দ্রের নির্বাচনের জন্য নিয়োজিত বিপুল সংখক ভোটকর্মীর যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা শাখা 1 এবং 2 জুন মধ্যরাতে ডায়মণ্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদা দক্ষিণের উদ্দেশ্যে কিছু স্পেশাল ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ।

বন্দে ভারত এক্সপ্রেসের ভিতর ছাতা মাথায় যাত্রী, হলটা কী ?

নামখানা-শিয়ালদা স্পেশাল 1 জুন রাত 11টা 45 মিনিটে নামখানা থেকে ছেড়ে 2 জুন রাত 2টো 20 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

ডায়মণ্ড হারবার-শিয়ালদা স্পেশাল 2 জুন রাত 1টায় ডায়মণ্ড হারবার থেকে ছেড়ে রাত 2টো 27 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

ক্যানিং-শিয়ালদা স্পেশাল 2 জুন রাত 1টায় ক্যানিং থেকে ছেড়ে রাত 2টো 5 মিনিটে শিয়ালদা পৌঁছবে । স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন-সহ সমস্ত স্টেশনেই থামবে ।

এছাড়াও, 34165 বজবজ-শিয়ালদা ইএমইউ লোকাল 2 জুন রাত 12টা 5 মিনিটের পরিবর্তে রাত 12টা 30 মিনিটে বজবজ থেকে ছাড়বে । নির্বাচনের দিন এই নির্দেশিকার ক্ষেত্রে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছেন পূর্ব রেল কর্তৃপক্ষ ৷

হাওড়া, 28 মে: শিয়ালদা শাখাতে ভোটকর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল । জারি করা একটি নির্দেশিকাতে পূর্ব রেল তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে । দক্ষিণ 24 পরগনার জেলাশাসকের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে পূর্ব রেল । রাজ্যে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা রয়েছে 1 জুন, শনিবার ৷ এদিন ভোট হবে দমদম, বারাসত, বসিরহাট, ডায়মণ্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর ও দক্ষিণ, জয়নগর ও যাদবপুরে ৷

এদিন ডায়মণ্ড হারবার কেন্দ্রের নির্বাচনের জন্য নিয়োজিত বিপুল সংখক ভোটকর্মীর যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা শাখা 1 এবং 2 জুন মধ্যরাতে ডায়মণ্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদা দক্ষিণের উদ্দেশ্যে কিছু স্পেশাল ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ।

বন্দে ভারত এক্সপ্রেসের ভিতর ছাতা মাথায় যাত্রী, হলটা কী ?

নামখানা-শিয়ালদা স্পেশাল 1 জুন রাত 11টা 45 মিনিটে নামখানা থেকে ছেড়ে 2 জুন রাত 2টো 20 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

ডায়মণ্ড হারবার-শিয়ালদা স্পেশাল 2 জুন রাত 1টায় ডায়মণ্ড হারবার থেকে ছেড়ে রাত 2টো 27 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

ক্যানিং-শিয়ালদা স্পেশাল 2 জুন রাত 1টায় ক্যানিং থেকে ছেড়ে রাত 2টো 5 মিনিটে শিয়ালদা পৌঁছবে । স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন-সহ সমস্ত স্টেশনেই থামবে ।

এছাড়াও, 34165 বজবজ-শিয়ালদা ইএমইউ লোকাল 2 জুন রাত 12টা 5 মিনিটের পরিবর্তে রাত 12টা 30 মিনিটে বজবজ থেকে ছাড়বে । নির্বাচনের দিন এই নির্দেশিকার ক্ষেত্রে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছেন পূর্ব রেল কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.