ETV Bharat / state

শনি-রবিতে শিয়ালদা শাখায় 40টি লোকাল ট্রেন বাতিল, যাত্রী হয়রানির আশঙ্কা - Local train services disrupted

Trains cancelled for Maintenance Work: সপ্তাহান্তে শিয়ালদা শাখায় 40টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷ পুজোর মুখে শনি ও রবিবার শিয়ালদা শাখায় এতগুলি ট্রেন বাতিল থাকায় যাত্রী হয়রানির আশঙ্কা করা হচ্ছে ৷ জেনে নিন, কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 9:49 AM IST

local trains from Sealdah
শিয়ালদা শাখায় ট্রেন চলাচল (নিজস্ব চিত্র)

কলকাতা, 13 সেপ্টেম্বর: শিয়ালদা শাখার মধ্যমগ্রাম-বিরাটি স্টেশনের মধ্যে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য 40টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷ বৃহস্পতিবার একটি নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পূর্ব রেল ৷ পুজোর মুখে সপ্তাহান্তে শিয়ালদা শাখায় এতগুলি ট্রেন বাতিল থাকায় যাত্রী হয়রানির আশঙ্কা করা হচ্ছে ৷

শিয়ালদা শাখায় মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মধ্যে ব্রিজের মেরামতের কাজের জন্য 12 ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে ৷ এর ফলে 14 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার আপ লাইনে রাত্রি 10টা 30মিনিট থেকে রবিবার সকাল 10টা 30মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে ৷ রক্ষণাবেক্ষণ করার কাজ চলার কারণে ডাউন লাইনেও শনিবার রাত্রি 10টা 30মিনিট থেকে রবিবার সকাল 8টা 30মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে ৷

14 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা:

বনগাঁ-শিয়ালদা: ডাউন 33856, 33860/আপ 33861, 33863

হাসনাবাদ-শিয়ালদা: ডাউন 33538/আপ 33533

15 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা:

হাসনাবাদ-শিয়ালদা: ডাউন 33512, 33514/আপ 33511,33517

বনগাঁ-শিয়ালদা: ডাউন 33812, 33814, 33818, 33820/আপ 33811, 33813, 33815, 33817

দত্তপুকুর-শিয়ালদা: ডাউন 33612, 33618 /আপ 33613

লক্ষীকান্তপুর-নামখানা: ডাউন 34924/আপ 34923

মাঝেরহাট-লক্ষীকান্তপুর: ডাউন 30712/আপ 30711

বনগাঁ-মাঝেরহাট: ডাউন 30342

হাবরা-শিয়ালদা: ডাউন 33652/আপ 33651

বিবাদীবাগ-কৃষ্ণনগর সিটি: আপ 30145

মাজেরহাট-মধ্যমগ্রাম: আপ 30357/ডাউন 30358.

মাঝেরহাট-বারাসাত: আপ 30351

বারাসাত-বনগাঁ: আপ 33361

বারাসাত-শিয়ালদা: ডাউন 33432, 33434/আপ33431, 33435, 33439

বারাসাত-দত্তপুকুর: আপ 33357

দত্তপুকুর-শিয়ালদা: ডাউন 33616

এছাড়াও 14 তারিখ অর্থাৎ শনিবার বেশ কয়েকটি লোকাল ট্রেন বারাসাত থেকেই যাত্রা শুরু করবে:

বনগাঁ-শিয়ালদা: 33858

শিয়ালদা-বনগাঁ: 33859

15 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার যে ট্রেনগুলি বারাসাত থেকেই যাত্রা শুরু করবে:

বনগাঁ-শিয়ালদা: 33816, 33822, 33824, 33826

হাসনাবাদ-শিয়ালদা: 33516, 33518

হাবরা-শিয়ালদা: 33654

বনগাঁ-মাঝেরহাট: 30344

হাসনাবাদ-বিবাদীবাগ: 30322

হাসনাবাদ-মাঝেরহাট: 30324

শিয়ালদা-বনগাঁ: 33819, 33821, 33823

শিয়ালদা-হাসনাবাদ: 33513, 33515, 33519.

শিয়ালদা-হাবড়া: 33653

শিয়ালদা-গোবরডাঙা: 33681

মাঝেরহাট-দত্তপুকুর: 30317

শিয়ালদা-দত্তপুকুর: 33617

মাঝেরহাট-হাসনাবাদ: 30361

মাঝেরহাট-হাবরা: 30333

কলকাতা, 13 সেপ্টেম্বর: শিয়ালদা শাখার মধ্যমগ্রাম-বিরাটি স্টেশনের মধ্যে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য 40টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷ বৃহস্পতিবার একটি নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পূর্ব রেল ৷ পুজোর মুখে সপ্তাহান্তে শিয়ালদা শাখায় এতগুলি ট্রেন বাতিল থাকায় যাত্রী হয়রানির আশঙ্কা করা হচ্ছে ৷

শিয়ালদা শাখায় মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মধ্যে ব্রিজের মেরামতের কাজের জন্য 12 ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে ৷ এর ফলে 14 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার আপ লাইনে রাত্রি 10টা 30মিনিট থেকে রবিবার সকাল 10টা 30মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে ৷ রক্ষণাবেক্ষণ করার কাজ চলার কারণে ডাউন লাইনেও শনিবার রাত্রি 10টা 30মিনিট থেকে রবিবার সকাল 8টা 30মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে ৷

14 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা:

বনগাঁ-শিয়ালদা: ডাউন 33856, 33860/আপ 33861, 33863

হাসনাবাদ-শিয়ালদা: ডাউন 33538/আপ 33533

15 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা:

হাসনাবাদ-শিয়ালদা: ডাউন 33512, 33514/আপ 33511,33517

বনগাঁ-শিয়ালদা: ডাউন 33812, 33814, 33818, 33820/আপ 33811, 33813, 33815, 33817

দত্তপুকুর-শিয়ালদা: ডাউন 33612, 33618 /আপ 33613

লক্ষীকান্তপুর-নামখানা: ডাউন 34924/আপ 34923

মাঝেরহাট-লক্ষীকান্তপুর: ডাউন 30712/আপ 30711

বনগাঁ-মাঝেরহাট: ডাউন 30342

হাবরা-শিয়ালদা: ডাউন 33652/আপ 33651

বিবাদীবাগ-কৃষ্ণনগর সিটি: আপ 30145

মাজেরহাট-মধ্যমগ্রাম: আপ 30357/ডাউন 30358.

মাঝেরহাট-বারাসাত: আপ 30351

বারাসাত-বনগাঁ: আপ 33361

বারাসাত-শিয়ালদা: ডাউন 33432, 33434/আপ33431, 33435, 33439

বারাসাত-দত্তপুকুর: আপ 33357

দত্তপুকুর-শিয়ালদা: ডাউন 33616

এছাড়াও 14 তারিখ অর্থাৎ শনিবার বেশ কয়েকটি লোকাল ট্রেন বারাসাত থেকেই যাত্রা শুরু করবে:

বনগাঁ-শিয়ালদা: 33858

শিয়ালদা-বনগাঁ: 33859

15 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার যে ট্রেনগুলি বারাসাত থেকেই যাত্রা শুরু করবে:

বনগাঁ-শিয়ালদা: 33816, 33822, 33824, 33826

হাসনাবাদ-শিয়ালদা: 33516, 33518

হাবরা-শিয়ালদা: 33654

বনগাঁ-মাঝেরহাট: 30344

হাসনাবাদ-বিবাদীবাগ: 30322

হাসনাবাদ-মাঝেরহাট: 30324

শিয়ালদা-বনগাঁ: 33819, 33821, 33823

শিয়ালদা-হাসনাবাদ: 33513, 33515, 33519.

শিয়ালদা-হাবড়া: 33653

শিয়ালদা-গোবরডাঙা: 33681

মাঝেরহাট-দত্তপুকুর: 30317

শিয়ালদা-দত্তপুকুর: 33617

মাঝেরহাট-হাসনাবাদ: 30361

মাঝেরহাট-হাবরা: 30333

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.