হাওড়া, 17 মার্চ: আগামী শনিবার থেকেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ৷ প্রথম ম্যাচই হবে কলকাতায় ৷ ইডেন গার্ডেন্সে সেই ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ সেই কারণে সেদিন বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে চলেছে পূর্ব রেল ৷ তবে শুধু ওইদিনই নয়, যেদিনগুলিতে কলকাতায় আইপিএলের ম্যাচ থাকবে, সেই দিনগুলিতেও এই বিশেষ পরিষেবা দেওয়া হবে পূর্ব রেলের তরফে ৷
আগামী শনিবার, 22 মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে অংশ নিতে কলকাতায় আসছেন বিরাট কোহলি ৷ এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিনোদন জগতের একাধিক তারকাও উপস্থিত থাকবেন ৷ ফলে ওই ম্যাচের টিকিটের চাহিদা এখন তুঙ্গে ৷ সেদিন ইডেনে যে তিলধারণের জায়গা থাকবে না, তা বলাই বাহুল্য ৷ শুধু কলকাতা নয়, আশপাশের এলাকা থেকেও বহু ক্রিকেট প্রেমী, শাহরুখ-বিরাটের ভক্তদের সমাগম হবে ইডেনে ৷
সেই ক্রিকেট-উৎসাহীরা যাতে বাড়ি ফেরার সময় কোনও সমস্যায় না পড়েন, সেই কারণেই এই পরিষেবা দিতে চলেছে পূর্ব রেল ৷ তাদের তরফে জানানো হয়েছে, আইপিএলের ম্যাচের কথা মাথায় রেখে হাওড়া বিভাগে বিশেষ ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দর্শকদের সুবিধার্থে হাওড়া বিভাগের পক্ষ থেকে একটি লোকাল ট্রেনের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে ।
হাওড়া বিভাগের 37291 নম্বর হাওড়া-ব্যান্ডেল ইএমইউ লোকাল ট্রেনটির সময়সূচি নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে । ফলে, ম্যাচের দিনগুলিতে এই ট্রেনটি রাত 11টা 45 মিনিটের পরিবর্তে রাত 11টা 55 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে ।
এই বিশেষ ব্যবস্থা 22 মার্চ ছাড়াও 3 এপ্রিল, 21 এপ্রিল, 26 এপ্রিল, 7 মে, 23 মে ও 25 মে-তেও থাকছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ৷ পূর্ব রেল কর্তৃপক্ষ যাত্রীদের সহযোগিতা কামনা করে সকলকে সময়মতো স্টেশনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ।