কলকাতা, 14 মে: এবার কলকাতাতেই হবে দিঘার জগন্নাথ মন্দির দর্শন ৷ এ বছরের দুর্গাপুজোয় এই চমক নিয়ে হাজির হচ্ছে উলটোডাঙার কবিরাজ বাগান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হতে পারে এই পুজো মণ্ডপের উদ্বোধন ৷
চলতি মাসেই উদ্বোধন হয়েছে পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘায় জগন্নাথ মন্দির । উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেই মন্দির উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী । তিনি কবিরাজ বাগান পুজো কমিটির কর্তা ও থিম শিল্পীও ৷ দিঘার জগন্নাথ মন্দির দেখে আপ্লুত হয়ে তিনি এবার কবিরাজ বাগান দুর্গাপুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন সেটিকে ।
এই প্রসঙ্গে অমল চক্রবর্তী বলেন, "দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রীর তত্বাবধানে যে উপহার আমরা পেয়েছি সেটা অকল্পনীয় । পুরীর আদলে জগন্নাথ মন্দির । আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি আপ্লুত । ভেবেছিলাম এবারে কবিরাজ বাগানের দুর্গাপুজোর থিম অন্য কিছু করব । তবে দিঘার জগন্নাথ মন্দির দেখে প্ল্যান চেঞ্জ করলাম ।"
উলটোডাঙা এলাকায় খ্যাতনামা পুজো কমিটি কবিরাজ বাগান সর্বজনীন দুর্গোৎসব । বিভিন্ন সময় থিমে চমক দিয়ে দর্শকদের মন জয় করেছে তারা । থিম শিল্পী অন্য কেউ নন, স্বয়ং এলাকার দীর্ঘদিনের কাউন্সিলর অমল চক্রবর্তী । এবার এই পুজো 60 বছরে পা দিয়েছে । এবারের চমক দিঘাতে তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ ।
থিমে ঠিক কী থাকছে ?
পুজো কমিটি সূত্রে খবর, মণ্ডপটি লম্বায় 150 ফুট দীর্ঘ হবে । চওড়ায় হবে 40 ফুট । মূল মণ্ডপের উচ্চতা হবে 60 ফুট । এখানেই থাকবে মা দশভূজা, এক চালার সাবেকি প্রতিমা হবে । ঠাকুরের উচ্চতা হবে 18 ফুট । তার আগে মন্দিরের তিনটি অংশ হবে, যার উচ্চতা 40 ফুট করে ৷ সামনের প্রবেশদ্বারের উচ্চতা হবে 50 ফুট । প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রথম শিবের মূর্তি দেখবেন দর্শকরা । তার পরের ধাপে থাকবেন মহাপ্রভু জগন্নাথ দেব । তার পরের ধাপে থাকবেন নারায়ণ ।

ভিড়ের কথা মাথায় রেখে প্রবেশ পথ ও প্রস্থান দুটোই 10-12 ফুট চওড়া করা হবে ৷ দিঘার জগন্নাথ মন্দিরের অভ্যন্তরের মতোই নকশায় সেজে উঠবে দুর্গাপুজো মণ্ডপের ভিতরটা । আগামী মাস থেকে শুরু হচ্ছে মণ্ডপ তৈরির কাজ । বনগাঁ থেকে তিনজন ডেকরেটর এসে এই চার মাস অক্লান্ত পরিশ্রম করে এই কর্মকাণ্ডের রূপ দেবেন ।
ঠিক দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে যেভাবে চন্দননগরের আলোয় আলোকিত হয়েছিল, কবিরাজ বাগান চত্ত্বর সেইভাবেই আলোকিত হবে । ছ'টি চন্দননগরের আলোয় গেট তৈরি হবে । আলোর নকশায় ফুটে উঠবে প্রভু জগন্নাথ । এখানেই শেষ নয়, চমক বাকি আছে আরও । এক্কেবারে রাস্তার কাছে কবিরাজ বাগানের শুরুতে তৈরি হবে দিঘার প্রবেশদ্বার ।

পুজোর কর্তা ও স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তী বলেন, "বহু গ্রামবাংলার মানুষ দিঘা যেতে পারেন না ৷ কিন্তু দুর্গাপুজোয় সপরিবার কলকাতায় আসেন ঠাকুর দেখতে । তারা সেই দিঘা যেতে না পারার দুঃখ ভুলবেন আমাদের মণ্ডপে এসে । ইচ্ছে আছে এটা মুখ্যমন্ত্রীকে দিয়েই উদ্বোধন করাব । সেই নিয়ে ক্লাবের সদস্যদের সঙ্গে এক দফা আলোচনা হয়েছে । চূড়ান্ত কিছু হয়নি । এবার আমাদের পুজোর বাজেট আনুমানিক 50 লাখ টাকা ।"
উল্লেখ্য, গত বছর লোকসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসে রামমন্দির উদ্বোধন হয় । আর তার আগেই সন্তোষ মিত্র স্কোয়ার যা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত, তারা রামমন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে । বিপুল জনসমাগম হয় সেখানে । উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ । আর এদিকে 2026 সালে বিধানসভা নির্বাচন । তার আগে চলতি মাসে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই আদলে এবার দুর্গাপুজোয় তৈরি হচ্ছে মণ্ডপ ।