কলকাতা, 8 জুন: এবার মহানগরে আক্রান্ত পুলিশ। মদ্যপান এবং অশান্তি ছড়ানোর ঘটনায় বাধা দিতে গেলে আহত হলেন কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল ৷ ছুরি দিয়ে কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টর এবং এক কনস্টেবলের উপর হামলা চালায় ফুটপাতবাসী।
দুই পুলিশ কর্মীকে কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর বন্দর থানায় এলাকায়। ঘটনায় কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই বলেন, "এই ঘটনায় আমরা সুলতান নামে একজনকে গ্রেফতার করেছি ৷"
জানা গিয়েছে, উত্তরবন্দর থানা এলাকায় একটি মদের দোকান রয়েছে। সন্ধ্যার পরেই ওই এলাকায় মদের আসর বসে। দীর্ঘক্ষণ মদের দোকানের সামনে বসেই প্রকাশ্যে মদ্যপান করা হয় বলে অভিযোগ। আর তাদের জ্বালায় এলাকায় পা রাখা কার্যত মুশকিল হয়ে পড়ে বাসিন্দাদের। এরপর মদ্যপান করে নিজেরাই নিজেদের মধ্যে হই হট্টগোল থেকে শুরু করে হাতাহাতিতেও জড়িয়ে পড়তে দেখা যায়। এটা রোজের ব্যাপার বলে অভিযোগ।
শানিবার রাতেও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়। জানা গিয়েছে, ওই মদের দোকানের সামনে সুলতান নামে এক ব্যক্তি মদ্যপান করে হাতে লোহার রড নিয়ে এলাকার বাসিন্দাদের ভয় দেখাচ্ছিল। এলাকার বাসিন্দারা এরপরই উত্তর বন্দর থানায় খবর দেয়। সেই সময় ঘটনাস্থলে আসে উত্তরবন্দর থানার এএসআই পার্থ চন্দ এবং কনস্টেবল সুখেন্দু মাঝি। পুলিশের দাবি, ওই কনস্টেবল এবং এএসআইকে ছুরি দিয়ে একাধিকবার কোপায় ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দুই পুলিশ কর্মী।
ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই উত্তরবন্দর থানা। এলাকার বাসিন্দারা থানায় খবর দিলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে ৷ সুলতানকে আটক করে থানায় নিয়ে আসে পরে তাকে গ্রেফতার করা হয় বলে দাবি। পাশাপাশি ওই দুই পুলিশ কর্মীকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় মদের দোকানের সামনেই বহিরাগতরা এসে মদ্যপান করে এবং এলাকায় উত্তেজনা ছড়ায়।